এসে গেল সাধ্যের মধ্যে সিম্ফোনীর দুটি আন্ড্রয়েড ট্যাবলেট… (আপডেটেড)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। দিন দিন আন্ড্রয়েড ট্যাবলেট বা ট্যাব-এর চাহিদা বেড়েই চলেছে। যেহেতু ট্যাবলেট ল্যাপটপ অপেক্ষা হালকা আর ব্যাটারী ব্যাকআপ বেশ ভাল দিয়ে থাকে। তাই আজকাল বিশেষ করে ভ্রমণ পিপাসু এবং ভিডিও গেমের ভক্তদের কাছে ট্যাবের চাহিদা জ্যামিতিক আকারে বেড়ে চলেছে। বাংলাদেশের বেশির ভাগ মানুষের ক্রয় সীমা কম হওয়ার কারণে বাজারে চাইনিজ বিভিন্ন ব্রান্ডের ট্যাবলেট বেশ ভালই বিক্রি হচ্ছে। আর সেই ক্রম ধারায় এবার সিম্ফোনী নিয়ে আসছে প্রথম বারের মত তাদের অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট। প্রথম হিসেবে তারা দুইটি মডেল বাজারে নিয়ে আসছে পরবর্তীতে তাদের আরও ট্যাব বাজারে আসবে এমনটাই ভাবা যায়। এর আগে ওয়ালটন তাদের অফিসিয়াল সাইটে ট্যাবলেট এর ব্যাপারে প্রায় ১ বছর আগে ঘোষণা দেওয়ার পরেও তা বাজারে আনেনি বা বাজারজাত করতে পারেনি। তবে সিম্ফোনি আগামী জানুয়ারীর আগেই এই ট্যাব দুটি বাজার জাত করবে। সিম্ফোনী এক্সপ্লোরার টি৭ নামে ৭ ইঞ্চি পর্দার এবং এক্সপ্লোরার টি৮ নামে ৮ ইঞ্চি পর্দার ট্যাবলেট বাজারজাত করতে যাচ্ছে। আসুন তাহলে এবার দেখে নেই কি কি থাকছে এই ট্যাবলেট গুলোতে।  প্রথমেই ট্যাবলেট দুটির ছবি।

ছবিতে প্রথমেরটি এক্সপ্লোরার টি৭ এবং পরেরটি এক্সপ্লোরার টি ৮

যা যা আছেঃ

অপারেটিং সিস্টেমঃ গুগোল অ্যান্ড্রয়েড ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডুইচ)
প্রসেসরঃ ১ গিগা হার্টজ ডুয়াল কোর
স্ক্রীন রেজ্যুলেশনঃ ৭" ৮০০*৪৮০ পিক্সেল্‌স (এক্সপ্লোরার টি৭)/ ৮" ১০২৪*৭৬৮ পিক্সেল্‌স(এক্সপ্লোরার টি৮)
টাচ টাইপঃ মাল্টিটাচ ক্যাপাসিটিভ
রমঃ ৪ গিগা বাইট
র‍্যামঃ ৫১২মেগা বাইট (এক্সপ্লোরার টি৭)/ ১ গিগা বাইট (এক্সপ্লোরার টি৮)
ক্যামেরাঃ ২ মেগা পিক্সেল রেয়ার এবং ০.৩ মেগা পিক্সেল ফ্রন্ট (ভিজিএ)
সিম কার্ডঃ সাপোর্ট করে
কানেক্টিভিটিঃ EDGE, Wifi, 3G
জিপিএসঃ আছে
ব্লুটুথঃ আছে
সেন্সরঃ মোশন সেন্সর, এক্সিলারোমিটার সেন্সর, গ্রাভিটি সেন্সর
ব্যাটারীঃ ৩০০০mAh (এক্সপ্লোরার টি৭) এবং ৪২০০mAh (এক্সপ্লোরার টি8)
টকটাইমঃ ৩.৫ ঘন্টা (সেটিংস নির্ভর)
স্ট্যান্ডবাই টাইমঃ ২৫০ ঘন্টা

মূল্যঃ এক্সপ্লোরার টি৭ ১০,৮৫০/- এবং এক্সপ্লোরার টি৮ ১২,৮৫০/- টাকা মাত্র।

এই হচ্ছে ট্যাব দুটির প্রাথমিক কনফিগারেশন। তবে অফিসিয়ালি এর জিপিইউ এবং প্রসেসর মডেল এসব সম্পর্কে কিছু বলা হয়নি। সেই সাথে ইউজার এভেইলেবল র‍্যাম এবং রম কত হবে তা বাজারে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না, তাই আগেই বলা যাচ্ছে না এই ট্যাব দুটির পারফর্ম্যান্স ঠিক কেমন হবে। তবে আশা করা যায় ভাল হবে। চাইনিজ ম্যানুফ্যাকচার্ড হলেও সিম্ফোনী এর গুণগত মানের কারণে ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

*এই পোষ্টটিতে যা লেখা হয়েছে তা সিম্ফোনীর অফিসিয়াল ওয়েব সাইটে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে।

অফিসিয়াল পেজ এক্সপ্লোরার টি৭

অফিসিয়াল পেজ এক্সপ্লোরার টি৮

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে কেউ কি হেল্প করতে পারেন…..?
আমি কোনো টিউন লেখলে তা Past করতে পারছি না…..???এই লেখা টা আসে…আমি কি করতে পারি…?

টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 1 টি)
টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।

    @বশির: আপনি ট্যাগ বক্সে কিছু কীওয়ার্ড লিখে এড এ ক্লিক করুন সমস্যা সমাধান হবে। একাধিক ট্যাগ এক সাথে লেখার সময় প্রতিটি ট্যাগের পর একটি করে কমা ব্যবহার করবেন। ধন্যবাদ।

কম হইলেও ১৫০০০ টাকা তো হইবই …

10000 tk ar nece hole valo ….