আজ কাল চাষে খরচা বাড়ছে সেই তুলনায় চাষির ফসলের দাম পাচ্ছে না।অনেকে জমি চাষ করা ছেরে দিচ্ছে কিন্তু এই ভাবে তো আর চলে না।নতূন কিছু ভাবতে হবে মানে কিছু জমিতে যদি আমরা আন্য রকম চাষ করি তাহলে হয়তো কিছুটা সুরাহা হবে।যেমন আম চাষ কিন্তু ভাবছেন আম গাছ বড় হয়ে ফল ধরতে তো অনেক সময় লেগে যাবে কিন্তু না আমের একটি প্রজাতি আছে যেটার কলম গাছ এক থেকে দেড় বছরের মধ্যে আপনাকে গাছ ভরা ফল দিতে সক্ষম হয়ে যাবে ।আমের ঐ প্রজাতি টির নাম আম্রপালি ।খুব সুস্বাদু আম।আবার খুব একটা বড় হয় না কিন্তু ফলন দেখলে অবাক হয়ে যাবেন । আপনি এক বিঘা জমি তে ১০০ টি গাছ লাগাতে পারবেন ।এটি এমন একটি গাছ যা কিনা আপনি বাড়িতে টবে ও লাগাতে পারবেন।গাছের কলম বাজার থেকে কিনতে ও পারেন আবার সরকারি সাহায্য মাধ্যমে সামান্ন মূলে সংগ্রহ করতে পারেন।ধন্যবাদ।
আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am student.age 30years.
এই জাতের আমের বোটা শক্ত হয় না। ফলে একটু বাতাসেই গাছের আম পড়ে যায়।