নতুন একটা ভাইরাস নাকি প্রিথীবির গনক যন্ত্র গুলাকে খুব ভেজালে ফেলেছে।গনক যন্ত্র গুলাকে ভেজালে ফেলানো মানে এই গনক যন্ত্র গুলার ব্যাবহার কারিদের ভেজালে ফেলা।ইউরোপ,আমেরিকা,এশিয়ার দেশ গুলার গনক যন্ত্র গুলোই নাকি বেশি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।মানুষের যেমন নাম থাকে তেমনি গনক যন্ত্র ভাইরাস কে চিনার জন্য এদেরও নামকরন করা হয়।এই নতুন ভাইরাস টার এখনো কোন নির্দিষ্ট নাম না থাকলেও এর দ্বারা স্রিষ্ট ফাইল এর নামে একে কয়েক নামে ডাকা হচ্ছে।Downadup, Conficker,kido এই নাম গুলোতেই এখন ভাইরাস টি পরিচিত।ভাইরাসটি নাকি ইতিমধ্যে ৮ মিলিয়ন গনক যন্ত্রকে আক্রমন করেছে।
ভাইরাসটির ভয়ংকর দিক হচ্ছে যে বিশেষজ্ঞরা এখনও এই ভাইরাস এর গতিবিধি বুঝতে পারতেছেন না। বিশেষজ্ঞদের মতে এর অনন্য "phone home" ডিজাইন এটাকে তার উৎস অর্থাৎ এর তৈরি কারির সাথে যুক্ত রাখে ফলে এটা যেকোন সময় এর তৈরি কারির নির্দেশ আনুযায়ী তার চরিত্র এবং কার্যকলাপ পরিবর্তন করতে পারে।(Really Innovative)
কারা আক্রান্ত হবেন?
ভাইরাসটি সাধারনত Microsoft Windows সিষ্টেম কে আক্রমন করছে ।Linux এবং Mac ব্যাবহার কারিরা নিশ্চিন্ত থাকতে পারেন।
কার্যকলাপঃ
ভাইরাসটি আপনার গনক যন্ত্রের system.exe ফাইল এ ক্ষতিকর কোড লেখে।তারপর তার একটা কপি সিষ্টেম ফোল্ডার এর ভেতর তৈরি করে।ভাইরাসটি আপনার গনক যন্ত্রটিকে একটি HTTP Server বানিয়ে এর তৈরি কারকদের ওয়েব সাইট থেকে ফাইল ডাউনলোড করা শুরু করে।এই জন্য অনেকে একে Download ভাইরাস ও নামকরন করেছে।
ভাইরাসটি কোন উদ্দেশ্যে বানানো হয়েছে এই বাপারে বিশেষজ্ঞরা এখনও পরিষ্কার না।তবে ধারনা করা হচ্ছে পাসওয়ার্ড চুরি করে আর্থিক লাভবান হওয়াই মুল উদ্দেশ্য।
কিভাবে ছড়ায়?
অন্যান্য ভাইরাস এর মত এটি ছড়ানোর জন্য ই-মেইল ব্যাবহার করছে না।ভাইরাসটি সাধারনত পেনড্রাইভ ও নেটওয়ার্ক এর মাধ্যমে ছড়াচ্ছে।
প্রতিরোধের উপায়ঃ
যারা এখনো আক্রান্ত হন নাই তারা ভাইরাস টিকে প্রতিরোধ করার জন্য Windows এর একটি patch (Windows এর তালিপট্টি)
ইনষ্টল করে নিতে পারেন।নীচের লিংক থেকে নামিয়ে নিন।
আক্রান্ত হলে কি করবেন?
Windows Re-install. (The world’s best & easiest way to remove virus/worm yet)
ধন্যবাদ সবাইকে।
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Emilton:::ভাই টিউন করেছেন অথচ ডাউনলোড লিংক দেননি,আর্শ্চর্যজনক ব্যাপার। অতিদ্রুত ডাউনলোড লিংক দিন তা না হলে টিউনটি কারো কাজে আসবেনা।