বাংলাদেশে উইন্ডোজ ৮ সবার নাগালের মধ্যে আনতে মাইক্রোসফটকে লিখুন

সবাইকে ঈদের শুভেচ্ছা।

সম্প্রতি রিলিজ হওয়া উইন্ডোজ ৮ সবদিক দিয়েই একটু অন্য রকম। পূর্বের ভার্সন গুলোর তুলনায় অভাবনীয় কম মূল্যে বিক্রি হচ্ছে উইন্ডোজের এই ভার্সনটি। মাইক্রোসফট এর ওয়েবসাইট থেকে $৩৯.৯৯ এ ডাউনলোড করা যাচ্ছে উইন্ডোজ এর এই ভার্সনটি। তারপরও এই দাম বাংলাদেশের সাধারন মানুষের আয়ত্তের ভিতরে নয়। এ ব্যাপারে উইন্ডোজ এর ফেসবুক পেজ এ অনুরোধ করা হলে তারা মাইক্রোসফট বাংলাদেশের কাছে এ ব্যাপারে অনুরোধ করতে বলেন এবং আশা করা যায় সকলে অনুরোধ করলে আমরা হয়ত ১০০০ থেকে ১২০০ টাকার ভিতর জেনুইন উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারব।

মাইক্রোসফট বাংলাদেশের নাম্বারে +880-2-8832973-75 কল করে বাংলাদেশে উইন্ডোজ ৮ এর দাম ১০০০ থেকে ১২০০ টাকার রাখার দাবী জানানোর জন্য সকলকে অনুরোধ করা হলো।

Level 0

আমি Black Hawk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই বাংলাদেশে কয়জন অরজিনাল ডিস্ক কিনে ব্যবহার করে? সব পাইরেট করা সিডি ব্যবহার করে….. তো মাইক্রোসফট কে লেখার দরকার কি?

    Level 0

    @Zahid: না ভাই আপনার সাথে একমত হতে পারলাম না। Windows যদি ১০০০-১২০০ টাকা এঁর মধ্যে হয়, তাহলে আমার মনে হয় পাইরেট করা সিডির ব্যবহার কিছুটা কমে যাবে। যেমন এখন বাজারের Anti-Virus গুলো। এখন অনেকেই Original Anti-Virus কিনে ব্যবহার করে।
    বি,দ্রঃ আমি ভাই পাইরেতেদ Windows আর পাইরেতেদ Antivirus ব্যবহার করি। তবে ভবিষ্যতে কিনে ব্যবহার করার ইচ্ছা আছে।

      Level 0

      @hmmm: ভাই আমরা ভেজাল খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়ে গেছি.. একন যদি ভাল জিনিস খাই তাহলে আমাদের পেট খারাপ হয়ে যাবে.. আর পাইরেট করা সিডি আমরা অনেক কম দামে পাইতাছি.. তাই আমার মনে হয় না যে সবাই অরজিনাল সিডি কিনবে… আর এন্টিভাইরাস কেনার কারণ আছে.. কারণ সবাই এন্টিভাইরাস এর key খোজে পায় না তাই তাদের ট্রাইয়াল টা ইউজ করতে হয় এবং কিছুদিন পরে আর কাজ করে না…

      Level 0

      @hmmm, টাকা দিয়ে এন্টি-ভাইরাস কেনে কারা জানেন ? না জানলে রিসেলারদের কাছে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবেন। ৯৫% নতুন অথবা “অতি জ্ঞানী” ব্যবহার কারীই এন্টি-ভাইরাস কিনে ইউস করে। যারা দীর্ঘ দিন ধরে নেট ইউস করেন বা পেশাদার ( ফ্রী ল্যান্সার বা ব্লগার ) তাদের বেশির ভাগই উইন্ডোজ ডিফেন্ডার ইউস করেন।

    @Zahid: আসল জিনিসের মজাটাই বোঝলেন না ভাই 🙁

    Level 0

    @Zahid: অনেকেই জেনুইন ব্যবহার করতে চান, কিন্তু দামের কারণে পারেন না। মাইক্রোসফট যদি ১০০ টাকায় ও উইন্ডোজ বিক্রি করে তার পরেও কিছু লোক ৫০ টাকার ডিভিডি কিনবে। 🙂 তবে উইন্ডোজ ৮ এর এক্টিভেশন নিয়ে যে ঝামেলা চলছে তাতে ভবিষ্যত ভার্সনগুলোতে ৫০ টাকার ডিভিডি কাজ করবে বলে মনে হয় না।

    পাইরেটেড শব্দটি আমরা সচরাচর ব্যবহার করলেও পাইরেট মানে যে ডাকাত তা নিশ্চয়ই জানেন। 🙂

      Level 0

      @Black Hawk: ভাই আমরা যে এত টাকার দামের জিনিস এত কম দামে ব্যবহার করি.. আমার মনে হয় না যে এগুলা চুরি করা বলে.. এগুলো আসলে আমরা ডাকাতি করি.. 😀 আর ভাই আমার মনে হয় ভবিষ্যতে কোন সমস্যা হবে না…..

alhamdulillah 🙂 thanks for ur information ………

Level 0

একটি অরিজিনাল এন্টিভাইরাসের দামইতো ৭০০ থেকে ১২০০ টাকা, সেখানে Microsoft কিভাবে Windows 8 এক হাজার টাকায় দিতে পারবে? 🙂

    @SamuraixBD: ক্যান ভাই পারবেনা কেন? ক্যাস্পারস্কির ওয়েবসাইটে দেখলাম ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ $ 59.95
    1 PC, 1 Year । এইটা তো আমাদের দেশে ১১০০ টাকাই পাওয়া যায়। তাহলে উইন্ডোজ ৮ $৩৯.৯৯ হলে ১০০০ টাকায় কেন সম্ভব না?

Level 2

Windows 8 Pro 64bit OS ta highly (50MB er moddhe) compress kore techtunes e upload korben? Tahole Ami & Amar moto Dial-Up connection use kora bondhura khub upokrito hoto…….. 50 MB er moddhye size hole 20Kbps speed e 2-3 Hrs er moddhye download kore use korte partam…. Plzzzzzzzzzz

    @Arkaprova: 8.7971_Highly_compressed.rar_downloader_205b.exe-eti try kore dekhun. Kaj hole janaben

Level 0

vai apnar tune er jonno tnkx!

bt, amra jekhane 50 taka diye windows er disc kinte parchi……..tokhon abar 950-1050 taka extra khoroch korte jabo kn.?

    Level 0

    @a das ovi: উইন্ডোজ ৮ এর এক্টিভেশন নিয়ে যে ঝামেলা চলছে তাতে ভবিষ্যত ভার্সনগুলোতে ৫০ টাকার ডিভিডি কাজ করবে বলে মনে হয় না।

৥ Black Hawk টিউনের জন্য ধন্যবাদ। আপনি যে বিষয়ে লিখেছেন বিষয়টা যুক্তিসঙ্গত। তবে, বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের প্রেক্ষাপটে দাম বাড়ালে বা কমালে কোন ঐতিহাসিক পরিবর্তন আসবে বলে মনে হয়না। এখনও সাধারন ব্যবহারকারীরা এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহারে অভ্যস্ত নয়। কম্পিউটারের অপারেটিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আলাদা ভাবে অপারেটিং সিস্টেম অরিাজনাল লাইসেন্স সহ কিনে ব্যবহার করে এইরকম ব্যবহারীর সংখ্যা অত্যন্ত সীমিত। এর কারন আমাদের উন্নয়নশীল দেশের মানুষের সীমিত আয় এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে সাধারন মানুষের অনভিজ্ঞতা। এখনও আমাদের দেশে কম্পিউটার ব্যবহার করা হয় শুধুমাত্র গেইমস খেলা আর গান শোনার জন্য। সরকার এর গুরুত্ব বুঝতে পেরে জোর চেষ্টা করেও কোন সুফল আনতে পেরেছে বলে মনে হয়না। আমার মনে হয় এভাবে অপারেটিং সিস্টেম বিক্রি করার প্রস্তাব না দিয়ে মোবাইল ফোনের মত ল্যাপটপ,নেটবুক,নোটবুক কিংবা ডেস্কটপ কম্পিউটারের হার্ডড্রাইভের সাথে প্রিলোডেড অবস্থায় অপারেটিং সিস্টেম দিয়ে দেওয়া। এতে করে ব্যবহারকারীদের মধ্যে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করার ইচ্ছা জাগবে এবং বারবার অপারেটিং সিস্টেম বদলানোর প্রবনতাও কমবে। তাছাড়া অরিজিনাল অপারেটিং সিস্টেম ভাল রাখার জন্য অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করবে। কে চায় সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য এত দামী একটা জিনিসের উপর অত্যাচার চালাতে। এর জন্য সরকারকে কিছু করতে হবে। সরকার চাইলে এইসব জিনিসের দাম মানুষের হাতের নাগালে আনতে পারে। আমাদের দুই একটা টিউন কিংবা কমেন্টে এর কোন পরিবর্তন হবে বলে মনে হয়না।

    Level 0

    @রাজু চৌধুরী: আমাদের সরকার নিজে থেকে কিছু করে না, ঠেলা দিয়ে করাতে হয়, এটা নিশ্চয় নতুন নয়। 🙂

Level 0

আপনার Idea টা চমতকার এবং unique চিন্তা । আশা করা যায় এর ফলে পাইরেসি কমতে পারে যদি তারা দাম কমায় ।

ধন্যবাদ

Level 0

অর্জিনাল জিনিসের মজাই আলাদা। আমিও Zahid ভাইয়ের সাথে একমত হতে পারলাম না।যেই দিন থেকে ভেজাল বন্ধ হবে সেই দিন থেকে জাতি উন্নত হবে। আর এই ভেজাল কারা বন্ধ করবে? আমরাই…

Level 0

ঢেউ টিনের একটা বিঞ্জাপন দেয় চঞ্চল ও আবুল হায়াত থাকে। দেখতে একরকম হলেই এক হয়না।

Level 0

চোরাই কপির সবকিছু same to same পাওয়া গেলেও ভালো লাগে না ,
পয়সা দিয়ে খরিদ করলাম, নিজের কাছে নিজেকে ভালো লাগে.

ধন্যবাদ Black Hawk o Imran bd ভাই কে.
সবাই কে ঈদ মুবারক.

উইন্ডোজ ৮ এর কনজিউমার প্রিভিউটা ব্যবহার করেছি, খুব একটা ভাল লাগেনি। তার পরেও ফোন নম্বরটা লিখে রেখেছি। একটা অনুরোধ করে দেখব।

Level 0

অনুরধের আর কোন উপায় নাই? আমাদের এলাকায় Land Phone Nai.

    Level 0

    @RUMON: মোবাইল ফোনে যে কোন অপারেটর থেকেও ল্যান্ড ফোনে কল করা যায়। 🙂

    Level 0

    @RUMON: ভাই মনে হয়তাছে আপনি এখনও সভ্যতার আলো দেখেননাই.. 🙂 ঘর থেকে একটু বাইরে আসেন….

superb tune!..ami ato din dhore paid apk free namaite namaite nijer bibek haray felsilam…coz jara(developer) ra ato koshto koira apps r game banay…tader shate beimani kortesi…matro kisu dollar er.jonno…so now I have stopped playing paid games untill I get my credit card to buy it!

Ami 4 hazar takatei kinbo. Ami freelancer , so dolar pray e trasfer korte hoy .. 50dolar mane 1 diner ekta choto project er soman taka … Bepar na

Eto kome windows pele ar crack use korbo ken ? Amar laptope original windows 7 , khubi arame asi vai . Ar amar pc/ laptop khub important … I need stability.. So i think im going to buy it…

But to be honest … Meto interface ta ekdom valo lage nai

Level 2

ওয়েল, মাইক্রোসফট যেন উইন্ডোজ ৮ আর উইন্ডোজ ফোন ৮ কে ইউনিভার্সাল অপারেটিং সিস্টেম করতে চায়। এতো কম দাবে বিক্রি করবে ভাবতে পারি নাই। WINDOWS 7 ULTIMATE এর লাইসেন্স কীর দাম চেয়েছিল ১০০ ডলারের কাছা কাছি।