সবাইকে ঈদের শুভেচ্ছা।
সম্প্রতি রিলিজ হওয়া উইন্ডোজ ৮ সবদিক দিয়েই একটু অন্য রকম। পূর্বের ভার্সন গুলোর তুলনায় অভাবনীয় কম মূল্যে বিক্রি হচ্ছে উইন্ডোজের এই ভার্সনটি। মাইক্রোসফট এর ওয়েবসাইট থেকে $৩৯.৯৯ এ ডাউনলোড করা যাচ্ছে উইন্ডোজ এর এই ভার্সনটি। তারপরও এই দাম বাংলাদেশের সাধারন মানুষের আয়ত্তের ভিতরে নয়। এ ব্যাপারে উইন্ডোজ এর ফেসবুক পেজ এ অনুরোধ করা হলে তারা মাইক্রোসফট বাংলাদেশের কাছে এ ব্যাপারে অনুরোধ করতে বলেন এবং আশা করা যায় সকলে অনুরোধ করলে আমরা হয়ত ১০০০ থেকে ১২০০ টাকার ভিতর জেনুইন উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারব।
মাইক্রোসফট বাংলাদেশের নাম্বারে +880-2-8832973-75 কল করে বাংলাদেশে উইন্ডোজ ৮ এর দাম ১০০০ থেকে ১২০০ টাকার রাখার দাবী জানানোর জন্য সকলকে অনুরোধ করা হলো।
আমি Black Hawk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই বাংলাদেশে কয়জন অরজিনাল ডিস্ক কিনে ব্যবহার করে? সব পাইরেট করা সিডি ব্যবহার করে….. তো মাইক্রোসফট কে লেখার দরকার কি?