প্রতিদিন গড়ে কতোখানি bandwidth ব্যবহার করেন আপনি?

আমাদের অনেকেরই ইন্টারনেট স্পিড কম, তাই খুব বেশি bandwidth আমরা ব্যবহার করতে পারিনা। কিন্তু কখনোও কি হিসাব করেছেন প্রতিদিন গড়ে কতো মেগাবাইট bandwidth আপনি ব্যবহার করেন? নভেম্বর/ডিসেম্বর মাসে আমার গড় ৩১৮ মেগাবাইট প্রতিদিন। ইউনিভার্সিটি অফ ক্যালিফরর্নিয়া, স্যান ডিয়েগো, একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল প্রকাশে জানিয়েছে যে আমেরিকান নাগরিকরা গড়ে প্রতিদিন 34 gigabytes bandwidth ব্যবহার করেন। হিসাবটা দেখলে চমকে উঠতেই পারেন অনেকে। কারন, আমরা অনেকেই সারা মাসের ইন্টারনেট ব্যবহার করেও 35GB পর্যন্ত মাপকাঠি নিতে পারবোনা। সত্যি বলতে কি, আমি খুব বেশি হলে ২২ জিগাবাইট এক মাসে ব্যবহার করতে পেরেছি। তখন আমি 384kbps স্পিডের লাইন ব্যবহার করতাম। কিন্তু ৩৫ জিগাবাইট এক দিনে???

মানছি যে তারা হয়তো অনেক গতিময় লাইন ব্যবহার করেন। কিন্তু ভেবে দেখুন তো, ৩৫ জিগাবাইটের একটু আন্দাজ তো সকলেরই আছে, তাইনা? এই পরিমান bandwidth কেউ একদিনে ব্যবহার করে কিকরে? হিসাবে দেখানো হয়েছে টেলিভিশান চ্যানেল দেখা ৪৫%, ওয়েব ব্রাউজিং ২৭%, রেডিও ১১%, ডক্যুমেন্ট প্রিন্ট নেওয়া ৯% এবং বাকি ৮% হচ্ছে ইন্টারনেট টেলিফনি, গেমস, মুভি এবং MP3 ডাউনলোড। ২০০৮ সালের হিসাবে দেখানো হয়েছে মোট 3.6 zettabytes (one trillion gigabytes) bandwidth consumption - ভাবতে পারেন?

৩৫ জিগাবাইট প্রতিদিন, নাঃ, এটা আমার ভাবনার বাইরের ব্যাপার। আপনাদের কি মতামত?

bandwidth

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপু, bandwidth ব্যবহারের হিসাব কি করে করবো…..???বলবেন কি…..???

    উপরের হিসাব দেখার পরে আর কি মেপে দেখার প্রয়োজন আছে? যেটুকু bandwidth পাচ্ছেন নিশ্চিন্তে খেয়ে ফেলুন 🙂
    (খুব সহজভাবে মাপতে গেলে DU Meter ব্যবহার করুন, দিনের শেষে রিপোর্ট দেখলেই পেয়ে যাবেন একদিনে কতো ব্যবহার করেছেন)

Level 0

জিগাবাইট..! নতুন হিসাব নাকি ?
🙂 🙂 🙂 🙂

মজা নিলাম , মাইন্ড নিয়েন না ।

    🙂 অনেকেই যা গিগাবাইট বলেন, আমি সেটিকেই জিগাবাইট বলি (শুধু আমি নয়, পৃথিবীর অন্যান্য অনেক দেশেই জিগাবাইট বলা হ্য়)

    Level 0

    তাই নাকি জানতাম না !

    জিগাতলাবাইট 🙂

    😀 নবাবগঞ্জের গ্রাম থেকে আসা মেয়ে কতো আর জানে বলুন, ভুল আমার হওয়াই স্বাভাবিক। এইজন্যই আমি লিখেছি – “আমি টেকি না, কাজ চালানোর জন্য সবকিছুই অল্প অল্প জানার চেষ্টা করি। যা জানিনা তা জানতে চাই, যা জানি তা সবার সাথে ভাগ করে নিই। যেটুকু জানি, সেই জ্ঞানের গর্ব করিনা, বরং, মনে করি যে অনেক কিছুই তো জানিনা! জানা ও শেখার কোনো শেষ আছে নাকি?”

    আপু,
    নবাবগঞ্জের ছেলে-মেয়েরা কিন্তু জিনিয়াস হয়। আমিও নবাবগঞ্জের। সো আমিও …… 😉 😉 😉

    রনিও নবাবগঞ্জ? 😀 বাঃ!

    হুম। 😀

    আরে আমিও তো নবাবগঞ্জ এর।

    Level 0

    আমার নানা বাড়ী নবাবগঞ্জে, তাহলে কি আমিও …… 😉 😉 😉

    আরে টেকটিউনস তো দেখি নবাবগঞ্জ ব্লগ হইয়া গেছে 😀
    হের লাইগ্যাই তো কই টেকটিউনসে এত জিনিয়াস আইলো কোথা থাইক্যা। 😉
    এইবার বুঝছি সব নবাবগঞ্জের অবদান। 😉

    এতোজন? পদ্মা আর ইছামতির পারের টেকিরা 😀

সারছে!!! 35GB !!!!!!!!!!!!!!!!!!!!

কিভাবে সাইলেন্টলি ব্যান্ডওয়াইড হিসাব করতে পারি?

    সাইলেন্টলি মানে বুঝিনি? DU Meter ব্যবহার করলেই প্রতিদিন, সপ্তাহ, মাস ও বছরে আপনার আপলোড/ডাউনলোড ডেটা ট্র্যান্সফারের হিসাব পেয়ে যাবেন।

    DU Meter কে এভাস্ট ভাইরাস বলে!
    আর সাইলেন্টলি মানে আমাকে বিরক্ত না করেই নিজেই ব্যান্ডওয়াই বাইর করবে।

Level 0

ami 2GB =1MONTH

Level New

ভালো কথা মনে করেছেন।DU meter ইন্সটল করাই আছে।দিনে ২.৫ গিগাবাইট গড়ে গত ১ মাসে।৫১২ ডেডিকেটেড kbps লাইন

Level 0

কিছু মনে করেন না, আপনি আপনার পরিচয় মেয়ে মানুষ হিসাবে দিচ্ছেন কেন? বুঝলাম না। ভাল থাকবেন।

    পরিচয় গোপন করার মতো কোনো কাজ তো আমি করিনি, তাই সত্য বচনে অসুবিধা কি?

    মেয়ে মানুষ মেয়ে মানুষ পরিচয় না দিয়ে কোন পরিচয় দিবে বলবেন কি?

৩৫ GB !!!!!!!!!!!!!!!!!!! মুই USA যামু

খাইছে ………. সব নবাবগঞ্জের পিপল তো রকিং হইয়া যাচ্ছে টেকটিউনসে …….. আমার কি হবে …….. আমি নবাবগঞ্জের না 🙁

    টিনটিন সর্বদাই সকলের মনের গঞ্জে 🙂 টিনটিনের মতো ফেভারিট আর কি কেউ আছে নাকি?

Level 0

খাইছে এটা তো দেখি নবাবগন্জ পরিবার হয়ে গেল। তো আমরা(আগ্রাবাদ কিংবা অন্যান্য জায়গার)কোথায় গিয়ে মিলিত হব???????

আল্লাহ জ়ানে।

Level 0

আপু, কালাই রুটি নিয়া একটা টিউন করে ফেলেন আর সবাইরে খাওয়ার দাওয়াত দিয়া দেন…………:P

dine 1 GB (pray)

ওরা কি সারাদিন ই নেটে পড়ে থাকে?আজব!