আমাদের অনেকেরই ইন্টারনেট স্পিড কম, তাই খুব বেশি bandwidth আমরা ব্যবহার করতে পারিনা। কিন্তু কখনোও কি হিসাব করেছেন প্রতিদিন গড়ে কতো মেগাবাইট bandwidth আপনি ব্যবহার করেন? নভেম্বর/ডিসেম্বর মাসে আমার গড় ৩১৮ মেগাবাইট প্রতিদিন। ইউনিভার্সিটি অফ ক্যালিফরর্নিয়া, স্যান ডিয়েগো, একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল প্রকাশে জানিয়েছে যে আমেরিকান নাগরিকরা গড়ে প্রতিদিন 34 gigabytes bandwidth ব্যবহার করেন। হিসাবটা দেখলে চমকে উঠতেই পারেন অনেকে। কারন, আমরা অনেকেই সারা মাসের ইন্টারনেট ব্যবহার করেও 35GB পর্যন্ত মাপকাঠি নিতে পারবোনা। সত্যি বলতে কি, আমি খুব বেশি হলে ২২ জিগাবাইট এক মাসে ব্যবহার করতে পেরেছি। তখন আমি 384kbps স্পিডের লাইন ব্যবহার করতাম। কিন্তু ৩৫ জিগাবাইট এক দিনে???
মানছি যে তারা হয়তো অনেক গতিময় লাইন ব্যবহার করেন। কিন্তু ভেবে দেখুন তো, ৩৫ জিগাবাইটের একটু আন্দাজ তো সকলেরই আছে, তাইনা? এই পরিমান bandwidth কেউ একদিনে ব্যবহার করে কিকরে? হিসাবে দেখানো হয়েছে টেলিভিশান চ্যানেল দেখা ৪৫%, ওয়েব ব্রাউজিং ২৭%, রেডিও ১১%, ডক্যুমেন্ট প্রিন্ট নেওয়া ৯% এবং বাকি ৮% হচ্ছে ইন্টারনেট টেলিফনি, গেমস, মুভি এবং MP3 ডাউনলোড। ২০০৮ সালের হিসাবে দেখানো হয়েছে মোট 3.6 zettabytes (one trillion gigabytes) bandwidth consumption - ভাবতে পারেন?
৩৫ জিগাবাইট প্রতিদিন, নাঃ, এটা আমার ভাবনার বাইরের ব্যাপার। আপনাদের কি মতামত?
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপু, bandwidth ব্যবহারের হিসাব কি করে করবো…..???বলবেন কি…..???