জানা-অজানা বিষয়..ইন্টারেষ্টিং ফ্যাক্ট ………..২ (ফ্যাক্ট+ছবি=ফ্যাছ)

২১) উদ্ভিদের বীজ হিসেবে সবচেয়ে বড় বীজ হচ্ছে কোকোডিমার বীজ । এই ১টা বীজের ওজন ২৭ কেজি।

২২) মানুষের রক্তের ওজন তার দেহের তেরো ভাগের এক ভাগ।

http://i.imgur.com/Y7hcT.jpg

২৩) মানুষ হচ্ছে একমা প্রানী যে চিৎ হয়ে ঘুমাত পারে।

http://i.imgur.com/wOjS3.jpg

২৪) চাদ এবং আমেরিকার ব্যাস সমান। ২১৬০ মাইল।

http://i.imgur.com/judmQ.gif

২৫) যে কোন পাখির দশ নম্বর ডিমটা তার আগের নয়টা ডিমের চেয়ে আকারে বড় হয়ে থাকে।

http://i.imgur.com/JpUBP.jpg

২৬) কলায় শতকরা ৭৫ ভাগই রয়েছে পানি।

http://i.imgur.com/IGZN2.jpg

২৭) মানুষের ফুসফুসের উপরি ভাগ ছাড়িয়ে তার ক্ষেত্রফল বের করলে সেটা হবে একটা টেনিস কোটের সমান।

http://i.imgur.com/Lo6KB.gif

২৮) প্রানীদের ভেতর সবচেয়ে কম ঘুমায় হাতি এবং ডলফিন। এরা গড়ে প্রতিদিন ২ ঘন্টার মত।

http://i.imgur.com/9DEz0.jpg

http://i.imgur.com/o4V7P.jpg

২৯) সার বিশ্বে শতকরা ৮ভাগ মানুষের শরীরে অতিরিক্ত একটা করে পাজঁর রয়েছে।

http://i.imgur.com/ATxyx.png

৩০) একটা ইঁদুর একরাতে ১০০ গজ লম্বা সুড়ঙ্গ খুঁড়তে পারে ।

http://i.imgur.com/I6LTr.jpg

৩১) সমুদ্রের ক্যাটফিশ শরীরের যে কোন অংশ দিয়ে খাবারের স্বাদ নিতে পারে।

http://i.imgur.com/s9qZh.jpg

৩২) ফানি বোন আসলে কোন হাড় নয়, ওটা মানুষের কনুইয়ের একটা নার্ভ মাত্র।

http://i.imgur.com/IbVzQ.gif

৩৩) ইংল্যান্ডের স্টাম্পের উপর দেশের নাম লেখা থাকে না।

http://i.imgur.com/tHbLW.jpg

৩৪) মৌমাছি-ই একমাত্র কীট যার খাদ্য মানুষ খায়।

http://i.imgur.com/MDhe7.jpg

৩৫) পতংগ কিছু খেতে পারে না, কারন তার মুখ নেই এমন কি পেটও নাই।

http://i.imgur.com/IbmMn.jpg

৩৫) কাঁচ ভেঙ্গে পড়লে তার টুকরাগুলো প্রতি ঘন্টায় ৪৮০০ কিঃমিঃ গতিতে ছিটকে পড়ে।

http://i.imgur.com/RZ9sT.jpg

৩৬) একটি শুঁয়োপোকার শরীরে ৪,০০০ মাংসপেশী আছে

http://i.imgur.com/9F0qK.jpg

৩৭) পতংগ কখনো কাপড় কাটে না তার লালা কাপড় নস্ট করে।

http://i.imgur.com/Rx5jd.jpg

৩৮) কম খাদ্যের তুলনায় কম নিদ্রার মানুষের মৃত্যু আগে হয়।

http://i.imgur.com/tqlu3.jpg

৩৯) অ্যালবাট্রস পাখি ডানা না ঝাপটে ছয়দিন পর্যন্ত শূন্যে ভেসে থাকতে পারে।

http://i.imgur.com/QcvfM.jpg

৪০) পৃথিবীর সর্বাধিক বিক্রিত গ্রন্থের নাম বাইবেল।

http://i.imgur.com/ruxbK.jpg

Level 2

আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩৮) কম খাদ্যের তুলনায় কম নিদ্রার মানুষের মৃত্যু আগে হয়। 🙁 আমি শেষ । অনেক সুন্দর করে লিখেছেন

দারুন লাগলো ভাই. অসাধারণ কিছু তথ্য শেআর করার জন্য ধন্যবাদ………

Level 0

Assalami-alaikum.

Kemon Asen Sobai.Asa Kori Techtunes Poribarer Skole Vhaloi Asen.Apnader Kase Ekta Help Soai.Amar Ekta PAYPAL Account Dorkar.Bangladesh Theke To Account Khola Jay Na.Kaw Ki Parben Amake Ekta Account Khule Dite…

My E-Mail : [email protected].

Level 0

thanks

Level 0

Darun ekta post..

প্রয়োজনীয় এবং তথ্য বহুল পোষ্ট । ধন্যবাদ ।

Level 0

vi awesome hoiche……chaliye jan……

good post

অনেক চমত্কার টিউন |
🙂