মোবাইল ফোন রিচার্জ ধর্মঘট …… (রিলোডেড)

আপনারা হয়তো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যানে জেনে থাকবেন যে, বেশ কিছুদিন ধরে ক্ষুদ্র মোবাইল রিচার্জ ব্যবসায়ী ও মোবাইল অপারেটরদের মধ্যে রিচার্জ কমিশন নিয়ে একটি দন্দ্ব চলছে। একদিকে রিচার্জ ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বর্ধিত কমিশন দাবী করছে অপরদিকে মোবাইল অপারেটরগুলো তাদের লাভের অংশে কাউকে ভাগ দিতে চাচ্ছে না। অথচ দুর্মুখের বাজারে প্রচলিত কমিশন দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন তো চলে না। তাই ব্যবসায়ীরা তাদের দাবী আদায়কে জীবন মরন সমস্যা হিসেবে দেখছে। ফলাফল আবারোও রিচার্জ ধর্মঘট।

এর আগে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলায় রিচার্জ ধর্মঘট, কেয়ার সেন্টার ও ডিষ্ট্রিবিউশন সেন্টার এর সামনে অবস্থান ধর্মঘট, BTRC, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এবং মোবাইল অপারেটর বরাবর দাবী উল্লেখ স্মারক লিপি প্রেরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। অথচ বিস্ময়করভাবে এ ব্যপারে সবাই নিশ্চুপ ভূমিকা পালন করছে।  এ সমস্যা সমাধানে কোন পদক্ষেপই তারা নেই নি। যার ফলে ব্যবসায়ীরা আগামী 18ই অক্টোবর থেকে 21 অক্টোবর দেশব্যাপী রিচার্জ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।

আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে, মোবাইল অপরারেটরগুলো গত 7বছরেরও বেশী সময় ধরে এই ক্ষুদ্র রিচার্জ ব্যবসায়ীদেরকে একই রকম কমিশন প্রদান করছে; যা রীতিমত অবিচার। কারন এই দীর্ঘ সময়ে টাকার মূল্য কমেছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং জীবন যাত্রার ব্যয় বেড়েছে বহুগুনে কিন্তু এসকল ব্যবসায়ীদের কমিশন বাড়েনি এক ভাগও। । পাশাপাশি রিচার্জ সীমে অবৈধ জামানত, যত্রতত্র সীম বিতরন, BTRC এর নিয়ম ভেঙ্গে সীমের মেলাসহ ব্যবসা ক্ষতিগ্রস্থকরণ বিভিন্ন কর্মকান্ডে জড়িত অপারেটরগুলো।  এছাড়া রেজিস্ট্রেশন করে সীম বিক্রি করার নিয়ম থাকলেও কোনো অপারেটরই তা ঠিক মত মানেনা।  গ্রাহকদের অজান্তে অপ্রয়োজনীয় ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যাক্টিভেশনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার নিরব স্বাক্ষী হয়তো আপনিও একজন।

তাই সাধারণ মোবাইল ব্যবহারকারীদের কাছে আহবান, "আপনারা আপনাদের জরুরী প্রয়োজন ব্যতিরেকে উক্ত চার দিন মোবাইন ফোন ব্যবহার থেকে বিরত থেকে আমাদের যৌক্তিক দাবী আদায়ে একাত্নতা ঘোষনা করুন।

নীচে বেশ কিছুদিন ধরে চলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু কর্মসূচী তুলে ধরা হল-

 

 

 

মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কর্মসূচী ও সাংগঠনিক বিভিন্ন তথ্যবহুল একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। ব্যবসায়ী বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ হই এবং নিজেদের দায়ী আদায়ে সচেষ্ট হই।

ফেইজবুক পেইজ লিংক এইখানে

Level 0

আমি marufbillah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো উদ্যগ আমাদের সবার এক জোগে কাজ করা উচিত ২০ টাকা লোড দিতে গেলে ২২ টাকা লাগে

ভালো উদ্যগ আমাদের সবার এক জোগে কাজ করা উচিত ২০ টাকা লোড দিতে গেলে ২১ টাকা লাগে

Level 0

i pay 10tk for 10tk recharge at islamibank’s ibanking 24/7/356.

and i am very much satisfied.

i also agree with recharge businessman, the current commission rate is very much low.

লাভ বাড়াতে গিয়ে জেন আবার কোম্পানি আমাদের উপর কল রেট না বাড়িয়ে দেই। একজাইগাই খুশী করতে অন্নের পকেট কাটা জাকে বলে।

Level 0

Call rate baranor sujog kore dicchi amra…

Level New

আসুন আমরা দলে দলে বিদেশি অপেরেটর (যেমন: গ্রামিন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল) ত্যাগ করে দেশিয় অপেরটর ব্যবহার করি (যেমন: টেলিটক, র‌্যাংসটেল) এবং আমাদের দেশ থেকে বিদেশি মুনফা লোভি স্বার্থপর অপেরেটরদেরকে বিতারিত করি।

    Level 0

    @jewel9394: আমাদের দেশ থেকে বিদেশি মুনফা লোভি স্বার্থপর অপেরেটরদেরকে বিতারিত করি।

শুদ্র ব্যাবসায়িরা যে 30 টাকা এর কম যে কোন টাকা রিচার্জ করলে এক টাকা বেশি নেয় । তার উপর কমিশন পায় । লাভ ওদের কম হয় না ।

Level 0

তবে সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ প্রচুর টাকা লুফে নিচ্ছে ।
যেমন রিচার্জ করতে গেলে প্রতি ১০টাকায় ২০টাকা দাবি করছে ।

Level 0

10 টাকা লোড দিতে গেলে 11 টাকা লাগে WHY WHY????

আসুন আমরা দলে দলে বিদেশি অপেরেটর (যেমন: গ্রামিন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল) ত্যাগ করে দেশিয় অপেরটর ব্যবহার করি (যেমন: টেলিটক, র‌্যাংসটেল) এবং আমাদের দেশ থেকে বিদেশি মুনফা লোভি স্বার্থপর অপেরেটরদেরকে বিতারিত করি। একমত ।

Level 0

৩০ টাকার নিচে রিচার্জ করলে ফ্লেক্সিলোডারদের প্রতিবার ১ টাকা বেশী দিতে হয়। আর অধিকাংশ গ্রাহকই প্রতিবার ৩০ টাকার নিচেই রিচার্জ করেন। কারন প্রতি পরিবারেই একাধিক মোবাইল থাকে। এভাবে একটি দোকানে দৈনিক ৩০০ গ্রাহক যদি মোবাইল রিচার্জ করে তাহলেও মাস শেষে এইসব ফ্লেক্সিলোডারদের ৯০০০ টাকা ফাও ইনকাম হয়। এর সাথে কোম্পানির কমিশন তো আছেই। এরাই অবৈধ ভাবে রেজিস্ট্রশন বিহীন সিম বিক্রি করে সমাজে সন্ত্রাসের সুযোগ করে দিচ্ছিল। এখন সরকারের কঠোর আইনের কারণে অবৈধ সিম বিক্রি বন্ধ হওয়ায় অপারেটরদের কাছ থেকে বেশী কমিশনের জন্য হরতাল করছে। অপারেটররা যদি চোর হয় তাহলে এরা তার ওপর বাটপারি করছে। আর এসবের ভুক্তভোগী হচ্ছে নিরীহ মোবাইল গ্রাহকগণ। আসলে এখন গ্রহকদেরই সময় এসেছে এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবার। আসুন, আমরা মোবাইল রিচার্জে যেকোন ধরণের অতিরিক্ত টাকা দেবার নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। ফ্লেক্সিলোডাররা যেমন অপারেটরদের কাছে হরতাল করে তাঁদের দাবি জানাচ্ছে, তেমনি আমরা, গ্রাহকরাও ফ্লেক্সিলোডারদের জানিয়ে দিই যে- ১০ টাকা রিচার্জে ১০ টাকাই দেব ১১ টাকা নয় আর ২০ টাকা দিলে তাঁরা যেন ১৯ টাকা ফ্লেক্সিলোড না করে।

remove it………… asan amra mobile bad diye shobar messenger, gtalk, skype use kori………….

Level 0

Gazipur e 100 tk recharge korte dele 98 tk deo…….. why…….. kono mane…. oder commission baranor kono dorar nai, ora to opretor company thekeo kharap, thek (jimmi) 1 tk 2tk beshi…….