নিরব ভাইএর ঘটনাটি পড়ে খুব কষ্ট পেলাম তাই না শেয়ার করে থাকতে পারলাম না ঘটনাটি রংপুর কেন্দ্রিক। আমার পরিচিত এক আঙ্কেল এর ঘটনা (২০০৪ কি ২০০৫) সালের কোনও এক দিন, তার ছোট বোনের স্বামী মারা যায়, মৃত বেক্তির লাশ দাহ করতে তার অনেক রাত হয়ে যায় কোন কারনে তার বাড়ি আসাটা জরুরি ছিল। তাই তিনি রংপুরের মেডিকেল মোড়ে অপেক্ষা করছিলেন,সব লোকাল বাস চলে গেছে এমন এক সময় তার সামনে ১ টি শ্যামলী ঢাকার কোচ দারায়, লোক নামানর জন্ন্ তিনি এই সুযোগ কাজে লাগিয়ে বাস এ উঠে,২ গুন ভাড়া দিতে চায়, তবুও বাস ছাড়ার পর কন্টাক্টর তাকে গালি গালাজ করে, এমন এক সময় ড্রাইভার বলে,ব্যাটারে নামাই দে এই বলে হেল্পার ও কন্টাক্টর মিলে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়,তার পায়ের হাঁটু ভেঙ্গে যায় সারারাত তিনি রাস্তায় পরে থাকে পরে লোকজন তাকে মেডিকেল এ নিয়ে যায় তিনি দীর্ঘ ৩-৪ বৎসর পঙ্গুত্ব কি জিনিশ ভালভাবেই টের পান। তিনি সামান্য এক দর্জি ছিলেন তার চিকিৎসা করতে জমি বিক্রি পর্যন্ত করতে হয়েছিল এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। তিনি প্রতিজ্ঞা করেছেন আজিবন আর শ্যামলী গাড়ীতে উঠবেন না।এই ঈদ ও পূজায় কত মানুষ বাড়ি জাওয়ার জন্য কত যে ঘটনা দুর্ঘটনার শিকার হচ্ছেন তা এক মাত্ত্র ঈশ্বরই জানেন।
আমি urmi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ki ar bolbo. dhoira chaprano uchit eigulare, juta peta kore desh theke ber kore dea uchit. Manobota boila kisu mone hoy nai eder :-@ :-@