নিরব নামে এক ভাইয়া শ্যামলী পরিবহন নিয়ে একটি কথা লিখেছিলেন তার পোস্টটি আমাকে যতটা ব্যথিত করেছে ততটাই আরো কিছু কথা লিখার ইচ্ছা তৈরী করিয়ে দিয়েছে প্রবলভাবে । আর আমাকে মনে করিয়ে দিলো প্রায় ১ বছর আগের কথা । যা এই মুহুর্তে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি । পাশাপাশি ক্ষমা চেয়ে নিচ্ছি বিজ্ঞ মডারেটরসহ অন্যান্য টিউনার ভাইয়াদের কাছে, কেননা এটা কোনো ঘটনা শেয়ার করার জায়গা নয় । তবুও নিরব ভাইয়ের প্রতি সহানুভুতি সরুপ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে জনমত সৃষ্টির জন্য টিউনটি প্রকাশ করলাম । ২ বছর আগের ঘটনাটি বলছি । তখন আমি নিয়মিত শ্যামলী পরিবহন এ যাতায়াত করতাম, মাঝে মাঝে সিট না পেলে বাধ্য হয়ে অন্য পরিবহন এ যেতাম । আমি একদিন চট্টগ্রাম সিটি থেকে বার আউলিয়া যাওয়ার কোনো গাড়ি পাচ্ছিলামনা, অনেকক্ষণ ধরে অপেক্ষায় থেকে কোনো গাড়ি না পেয়ে এবং কোনো গাড়িতে উঠতে না পেরে অনেকটা হতাশ হয়ে গেলাম। নিয়মিত শ্যামলী পরিবহনএ ঢাকা চট্টগ্রাম সহ উত্তর বঙ্গের সকল জেলায় অফিস এর কাজে আসা যাওয়ায় করতাম । নিয়মিত যাতায়াত করি এ সুবাদে শ্যামলী পরিবহন এর একটা গাড়িতে উঠে সুপারভাইজার কে অনুরোধ করলাম ভাই আমাকে একটু কষ্ট করে যদি বার আউলিয়া নামিয়ে দিতেন আমার খুব উপকার হত । এত অনুরোধ করার পরও ওই গাড়ির সুপারভাইজার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলেন এবং যান যান করে তাড়িয়ে দিলেন । ওরা আমাকে নিতে পারবেননা, এটাকি ভালোভাবে বলা যেতনা??? প্রচন্ড কষ্ট পেয়েছিলাম সেদিন, কারো সাথে শেয়ার ও করিনি । আমি কর্তৃপক্ষকেও কোনো অভিযোগ করতে যাইনি । টেকটিউন ও চিনতামনা তখন, নয়তো টিউনার ভাইদের সাথে দুঃখটা শেয়ার করতাম । যাই হোক এরপর থেকে শ্যামলী পরিবহন এ আর উঠিনা, রাগে-দুঃখে-ক্ষোভে-কষ্টে-যন্ত্রনায়-অভিমানে আমি হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক পরিবহন কিংবা ঈগল ক্লাসিক এ যাতায়াত করি । এসব পরিবহন এ আমি ভালো ব্যবহার ছাড়াও বিভিন্ন সময় সহযোগিতাও পেয়েছিলাম । ক্ষমা চেয়ে নিচ্ছি এ জন্য যে, এটা কোনো ঘটনা শেয়ার করার জায়গা নয় নিরব ভাইয়ার সাথে একমত পোষণ করে তার প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে এ টিউনটি করা হলো । আমাদের সমাজে ভালো মন্দ দুইটাই আছে আমরা মন্দ দিক পরিহার করে ভালো দিক গ্রহণ করব এটাই সব সময়ের প্রত্যাশা পাশাপাশি এসব সমসস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার জন্যও অনুরোধ করছি । এবারের ঈদ এ বাড়তি ভাড়া, কালো বাজারী আর নানা প্রকার অসহনীয় পরিস্থিতি প্রতিরোধে আমরা যেন এগিয়ে আসি । সবাইকে ধন্যবাদ । আমার ব্লগ ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
Rangpur Bashi Hishebay , Bisoy Ta Ami Bangladesh Motor Malik Somiti Porjontto Dibo Inshallah ! They Must take actoin on This Matter ! 🙁 🙁