অনেকেরই কাজে লাগতে পারে........ তাই আজকের এই টিউন,............. আশাকরি ভাল লাগবে
১) উটের মেরুদন্ডের হাড় কিন্তু সরল রেখার মত সোজা.....
২)গবেষনায় দেখা গেছে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ঘুমায়।
৩)একটা ইদুর পানি না খেয়ে একটা উটের চেয়ে বেশিদিন বেচে থাকতে পারে।
৪)কোমল পানীয় কোকাকোলার রং প্রথমে ছিল সবুজ।
৫)একটা মৌমাছির চোখে প্রায় ৬হাজার৩০০ মাইক্রোস্কোপিক লেন্স আছে।
৬)সাইবেরিয়াতে দুধ বরফের মত জমাট করে বিক্রি করা হয়।
৭) শামুক হল পৃথিবীর সবচেয়ে মন্থর গতির প্রানি । চলার গতি ঘন্টায় ০.০৩মাইল।
৮) ঘুমন্ত অবস্থায় একজন মানুষ ৪০বারের মত পাশ বদল করে, আর অনিদ্রা রুগীরা করে ৭০ বারের মত ।
৯) মানুষের ফুসফুসে প্রায় ৩০০কোটির মত অতি ক্ষুদ্র ধমনি আছে। সেই ধমনি ঘুলো পাশাপাশি জুড়লে ১৫০০ মাইলের মত হবে।
১০) শামুক তার অমন নরম শরীর নিয়ে একটি ব্লেডের ধারালো অংশের উপর দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারে।
১১) সম্রাট জুলিইয়াস সিজার এবং আলেক্সজান্ডার ২জনি ছিলেন মৃগি রোগী।
১২) শরীরের তাপমাত্রার শতকরা ৮০ ভাগ বেরিয়ে যায় মাথা দিয়ে ।
১৩) আমাদের মধ্যমা আংগুলের নখ দ্রুত বাড়ে আর বৃদ্ধাআংগুলের নখ বাড়ে খুব ধীরে ধীরে।
১৪) বিশ্বের বৃহত্তম ডাকটিকিটটি চালু ছিলো চীন দেশে ১৯১৩ সালে যার দৈর্ঘ ১০ইঞ্চি প্রস্থ ৩ ইঞ্চি।
১৫) একজন মানুষের মাথায় গড়ে ১,০০,০০০ চুল থাকে ।
১৬) একটি বাদামী বাদুর ঘন্টায় প্রায় ৬০০ মশা ধরতে পারে ।
১৭) ঘুমন্ত অবস্থায় মানুষের শরীরের ওজন ১১ আউন্সের মত কমে যায়।
১৮) গরুর ঘ্রান শক্তি এতটাই প্রখর যে সে প্রায় ছয় মাইল দূর থেকে কোন জিনিসের গন্ধ পায়।
১৯) ইংল্যান্ডে যে কোন অংশে যাওয়া হোক না কেন সর্বদাই ৭৫ মাইলের ভেতর সমুদ্র পাওয়া যাবে।
২০) সারা পৃথিবীতে এখন পর্যন্ত কমপক্ষে ২,৫০,০০০ রকমের ফুলগাছের সন্ধান পাওয়া গেছে।
২১) এই পৃথিবীতে যত প্রানীর আর্বিভাব ঘটেছে তার ৯৯.৯ ভাগ মানুষ জন্মের আগেই বিলুপ্ত হয়ে গেছে।
২২) মাকড়সার রক্তের রঙ গ্লিসারিনের মত স্বচ্ছ।
আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর টিউন……অনেক কিছু জানতে পারলাম। কোনো কোনোটা নিয়ে একটু সন্দেহ আছে …… যদি দয়া করে তথ্যসূত্র গুলো একটু দিতেন, তাহলে নিশ্চিত হওয়া যেত। অবশ্য একথা ঠিক যে, আপনি অবশ্যই যাচাই করে তবেই টিউন করেছেন……তা সত্ত্বেও তথ্যসূত্র দিলে টিউনটা আরও জমাট হত।
আপনাকে ধন্নবাদ……এই সুন্দর তথ্যবহুল টিউনটার জন্য।