সাড়া জাগানো অনলাইনের শীর্ষ দশ ঘটনা

ইন্টারনেটভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য সম্মানজনক ‘ওয়েবি অ্যাওয়ার্ড’ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব ডিজিটাল আর্টস অ্যান্ড সায়েন্স’ সম্প্রতি এই দশকের সাড়া জাগানো অনলাইনের শীর্ষ দশ ঘটনার একটি তালিকা তৈরি করেছে। অনলাইনভিত্তিক এ ঘটনাগুলো সারা বিশ্বকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে। সময়কাল অনুযায়ী ঘটনাগুলো হলো: শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের বিখ্যাত ওয়েবসাইট ক্রেইগসলিস্টের (www.craigslist.org) নতুনরূপে আত্মপ্রকাশ (২০০০), গুগলের অনলাইন বিজ্ঞাপনী পরিষেবা গুগল এডওয়ার্ডসের আত্মপ্রকাশ (২০০০), ইন্টারনেটের সর্ববৃহত্ তথ্যকোষ উইকিপিডিয়ার আত্মপ্রকাশ (২০০১), এমপিথ্রি গান আদান-প্রদানের তুমুল জনপ্রিয় সাইট ন্যাপস্টারের বন্ধ হয়ে যাওয়া (২০০১), শেয়ারবাজারে ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের পদার্পণ (২০০৪), সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেইস বুকের যাত্রা (২০০৪), সবচেয়ে বড় অনলাইন ভিডিও সাইট ইউটিউবের আত্মপ্রকাশ (২০০৫), মাইক্রোব্লগিং সাইট টুইটারের এগিয়ে চলা (২০০৬), অ্যাপলের আইফোনের ব্যাপক জনপ্রিয়তা (২০০৭), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইন্টারনেটের বহুমাত্রিক ব্যবহার (২০০৮) এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে টুইটারসহ সামাজিক যোগাযোগের অন্য সাইটগুলোর বহুল ব্যবহার (২০০৯)। ওয়েবি অ্যাওয়ার্ডের নির্বাহী পরিচালক ডেভিড মাইকেল ডেভিসের ভাষায়, ‘ইন্টারনেটভিত্তিক এই শীর্ষ দশটি ঘটনা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, সামাজিক অবকাঠামোসহ জীবনের সব দিককেই প্রভাবিত করেছে। এ বিষয়গুলো জীবনযাত্রাকে অধিকমাত্রায় গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের হাতকেও আরও শক্তিশালী করেছে।’ উল্লেখ্য, ২৯ অক্টোবর ইন্টারনেটের চার দশক পূর্ণ হয়।

Level 0

আমি সায়মন স্যানাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম……
অনেক তথ্য বহুল টিউন।

জ্ঞান এর পাল্লা আরও একটু ভারী করলাম।

–ধন্যবাদ–