সুন্দরবনের পক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যৌথ প্রচারণ(সংগ্রহীত)

বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে শীর্ষে নেওয়ার জন্য এবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ যৌথভাবে প্রচারণার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহামুদ খোন্দকার আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, দুই দেশের অভিন্ন, অমূল্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রচারণা বাড়াতে হবে এবং আরও বেশি করে ভোট চাইতে হবে। সেই লক্ষ্যে যৌথভাবে প্রচারণা চালালে সুন্দরবনের পক্ষে আরও বেশি করে ভোট পাওয়া যাবে। বাংলাদেশের এই প্রস্তাব সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এ নিয়ে উদ্যোগ নেওয়া হবে।
পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলি এবং সেচমন্ত্রী সুভাষ নস্কর রাজ্যবাসীর কাছে সুন্দরবনের পক্ষে আরও বেশি করে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। মন্ত্রীদ্বয় দলমত-নির্বিশেষে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি জোর আবেদন জানান। বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে সুন্দরবনের পক্ষে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন........

Level 0

আমি সায়মন স্যানাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস