গুগলের অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া মাইক্রোসফট!(সংগ্রহীত)

গুগলের অগ্রযাত্রা ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের সঙ্গে বিশেষ আলাপ-আলোচনা শুরু করেছে শীর্ষসফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। নিউজ করপোরেশন থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও সাময়িকীর খবর এবং নিবন্ধ যাতে ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে খুঁজে না পাওয়া যায়, সে জন্য মাইক্রোসফট নিউজ করপোরেশনকে অর্থ দিতেও রাজি আছে। নিউজ করপোরেশনের পাশাপাশি অন্য আরও কিছু বড় অনলাইন প্রতিষ্ঠানের সঙ্গেও মাইক্রোসফট এই বিষয়ে কথা-বার্তা বলেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে রুপার্ট মারডক জানান, নিউজ করপোরেশনের বিভিন্ন পত্র-পত্রিকার খবর, নিবন্ধ প্রভৃতি যাতে গুগল সার্চ ইঞ্জিন ও গুগল নিউজে না পাওয়া যায়, শিগগিরই তিনি তাঁর ব্যবস্থা করবেন। তাঁর মতে, পত্রিকার প্রধান শিরোনাম কিংবা নতুন কোনো নিবন্ধ ও খবরের অংশবিশেষ সার্চের ফলাফল হিসেবে বিনামূল্যে দেখানো মূলত বৈধ নয়।’ মাইক্রোসফটের দেওয়া প্রস্তাব মারডকের এই গুগল বিরোধিতার পালে হাওয়া লাগিয়েছে। বৈশ্বিক মন্দার কারণে পত্রিকার আয় ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় মারডকসহ আরও অনেকেই বেশ কিছুদিন ধরে পত্রিকার অনলাইন সংস্করণের ওপর অর্থমূল্য আরোপের চিন্তা-ভাবনা করছেন। মাইক্রোসফট তার নিজস্ব সার্চ ইঞ্জিন বিংকে যেকোনো উপায়ে গুগলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বালমারের ভাষায়, ‘বিংকে কয়েক বছরের মধ্যে গুগলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মোটা অঙ্কের অর্থ ব্যয়ে প্রস্তুত আছি।’
মারডককে সঙ্গে নিয়ে গুগলের বিরুদ্ধে মাইক্রোসফটের এই ধরনের পদক্ষেপকে বিশ্লেষকেরা গুগলের কঠোর বিরুদ্ধাচরণ হিসেবেই দেখছেন। তবে এর ফলে গুগলের কোনো আর্থিক ক্ষতি হবে না বলে গুগলের তরফ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নিউজ করপোরেশনের ব্যবস্থাপনায় যুক্তরাজ্য থেকে টাইমস ও সান এবং যুক্তরাষ্ট্র থেকে নিউইয়র্ক পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল নিয়মিত বের হয়।—বিবিসি ও ফিনান্সিয়াল টাইমস

Level 0

আমি সায়মন স্যানাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস