সত্য কে জানুন ,কি ঘটছে, আরো কি কি ঘটতে পারে!!!!

আমার  ৪-৫দিন ধরেই মনটা খুবই খারাপ। ভালো লাগছে  না,অনেক কথাই মনের ভিতর কেমন জানি উকি মারছে ,তাই লিখতে বসলাম আজ ।

আমি একজন মুসলিম তাই আমি সব ধর্মকেই সন্মান করি । সব ধর্মেই বলা হয়েছে শান্তির কথা, কিন্তু আজ হচ্ছে টা কি । কেউ তাদের ধর্মের মধ্যে নেই,হিন্দুরা বলছে মুসলমানরা খারাপ, মুসলমানরা বলছে হিন্দুরা খারাপ। সব গুলো ধর্মের মাঝে দ্বন্দ্ব তৈরি হচ্ছে।

ইতিহাস বলে আজ থেকে ৫০০-৭০০ বছর আগেও মুসলমানরা জীবনের সকল দিকে পৃথিবীর অন্য সকল জাতির চেয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন,

মুসলমানরা আজ পথভ্রষ্ট , তারা আজ অতি সহজে নিজেকে আধারের মাজে ঠেলে নিয়ে যাচ্ছে।

'ইনোসেন্স অব মুসলিম' নিয়ে আমার একান্ত কিছু কথা:
innocence of muslims
'ইনোসেন্স অব মুসলিম' এটাকি সত্যি একটা চলচ্চিত্র !!!!! নাকি মুসলমানদের রক্তের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়া। আমরা জানি ,এটা ইহুদি ও খ্রিস্টানদের তৈরী,তারা জানে একজন মুসলমান মানুষকে আঘাত করলে সে যতনা কষ্ট পাবে তার চাইতে অনেক বেশী কষ্ট পাবে নবীকে নিয়ে কিছু করলে। তাই তারা তৈরী  করে ফেলল তাদের নতুন ষড়যন্ত্র 'ইনোসেন্স অব মুসলিম' নামের ক্ষমার অযোগ্য চলচ্চিত্রটি। এটা দেখার পর মুসলিম উম্মাহ পাগল হয়ে গিয়েছে। কারন আমাদের কে কষ্ট দিলে আমরা তা সহ্য করব কিন্তু আমাদের নবীকে কেউ কিছু বললে তা সহ্য করা সম্ভব না। এই ঘটনা নিয়ে বিভিন্ন মুসলিম দেশ গুলোতে কিছু মারামারি কাটাকাটি হবে ও এবং আমেরিকা এই সুযোগের সৎ ব্যবহার করবে এটাই ছিল তাদের লক্ষ । তাই তো  আজ মানবাধিকার ও মত প্রকাশের অধিকারের দোহাই দিয়ে হিলারি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এ চলচ্চিত্রের পক্ষে কথা বলেছেন ।আমরা জানি,আগুনে কেরোসিন ঢাললে আগুন আরো বাড়বেই এবং সেই কেরোসিন তারা ঢালছে আমাদের উপর ।মুহাম্মদ ( স: ) সম্পর্কে  বিভিন্ন মনিষীর উদ্ধৃতিগুলো অনেকেই জানেন, সেই মনিষীদের একজন হলেন জর্জ বার্নাড শ । তিনি বলেন ,"আমি তাঁর(মুহাম্মদ) সম্বন্ধে পড়াশোনা করেছি– চমৎকার একজন মানুষ এবং আমার মতে খ্রিস্টবিরোধী হওয়া সত্বেও তাঁকে অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলতে হবে"(Sir George Bernard Shaw in ‘The Genuine Islam,’ Vol. 1, No. 8, ১৯৩৬).
who-is-muhammadআবারও  সেই কার্টুন:
১৯/০৯ /২০১২ ফ্রান্সের একটা ম্যাগাজিন এ আবারও রাসূল (সা.)-কে অবমাননা করে কার্টুন তৈরি করা হয়েছে। ফেসবুকে মুসলমানদেরকে নিয়ে এমন অনেক খারাপ খারাপ পেইজ তৈরি করা হয়েছে। আর এখানে হিলারি ক্লিনটন বলছেন যে এর বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। তাহলে কি মুসলমান দের জন্যে আপনাদের ভিন্ন আইন । তাহলে আমি যদি বলি লাদেন এর সৃষ্টি আপনাদের জন্যেই। আর এমনটা হতে থাকলে আরও হাজারো লাদেন এর জন্ম হবে। আপনারা এই ভেদাভেদ তৈরি করা ছেড়ে দিন।
cartoon on muhammad
কেন এত অশান্তি :
মুসলমান মানে জঙ্গি, তালেবান এই সবের তৈরিও আমেরিকার। অনেকেই বলেছে লিবিয়া যা করল তা কি ঠিক হলো ? নাহ আমি বলবনা যে ঠিক হলোনা । কিন্তু আমেরিকা জানত এমন কিছুই হবে আর তারা চায় এমন কিছু ঘটনার পুনঃ আবৃত্তি । যাতে করে তারা সব গুলো দেশের রাজত্ব করতে পারে। লিবিয়া যা করেছে তা ঠিক হয়নি কিন্তু আমেরিকা যা করল তা কি ঠিক হলো!! এক লাদেনের জন্যে পুরা আফগান শেষ করে ফেলল, ইরান, ইরাক,সিরিয়া, ফিলিস্তানে যে তারা রণক্ষেত্র তৈরি করছে তা কি ঠিক হচ্ছে। আবূ গারীব আর গওয়ান্তানামোর বন্দি শিবির গুলো লাখো লাখো ফাতেমা আর আব্দুল্লাহদের আর্তনাদে প্রতি মুহূর্ত ভারী হয়ে উঠছে, কিন্তু তাদেরকে এই দূরাবস্থা থেকে মুক্ত করার জন্য বিশ্বের কোন প্রান্ত থেকেই আজ আর কেউ এগিয়ে আসছে না। আগ্রাসন শুরুর সময় সেখানে মুসলিমদের সারি সারি লাশ, ছিন্ন-ভিন্ন দেহ আর রক্তস্রোত বইছে।
Islam Is not a terrorist
আমি ওদের মত সমস্ত আমেরিকা কে খারাপ বলবনা, তাদের মধ্যেও অনেক ভালো আছেন। আমেরিকায় রমস ক্লার্কের মতো বিশিষ্ট ব্যক্তিও আছেন, যিনি এক পাকিস্তানি ডাক্তার আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য আন্দোলন করছেন। সবাই যদি রমস ক্লার্কের মত হতো তবে কোন দেশেই মারামারি খুনাখুনি হতনা । আজ আমাদের মুসলমানদের ৫৭ টি দেশ কিন্তু কোথাও ইসলামী রাষ্ট্র নেই। প্রতিটি দেশেই সেনা কর্মকর্তা  আছেন কিন্তু তবু আমাদের নিরাপত্তা নেই। কারন তাদের উপর নির্দেশ নেই। আপনারা আরো জেনে থাকবেন তুরস্ক সিরিয়াকে দেখতে পারে না ,অন্যদিকে সৌদিআরব ইরান কে দেখতে পারে না, এই হলো মুসলিম দেশ গুলোর অবস্থা। আজ আমাদের মধ্যে কোনো ঐক্য  নাই তাই তারা এটা কে হাতিহার হিসাবে বেছে নিয়েছে ।
তৈরী হতে যাচ্ছে আরো উস্কানিমূলক নতুন নতুন ছবি:
শুধু 'ইনোসেন্স অব মুসলিম' তৈরি করেই তারা ক্ষান্ত হয়নি,আমেরিকা ও হল্যান্ডে এমন আর ও দুটি ফিল্ম বানানো হচ্ছে যাতে করে মুসলমানদের শিয়া-সুন্নি মতাদর্শের বিরোধকে উস্কে দেয়া হবে। এর মধ্যে একটি ফিল্ম ইরানের বিরুদ্ধে। এতে শিয়া-সুন্নি বিরোধ উস্কে দেয়ার পাশাপাশি ইরান ও আরবের মধ্যে বংশীয় বিভেদ নতুন করে তাজা করার চেষ্টা চলছে। দ্বিতীয়টি সিরিয়ার শিয়া-সুন্নি মতপার্থক্যের ব্যাপারে।একটি পশ্চিমা টিভি চ্যানেলের পক্ষ থেকে পাকিস্তানের বেলুচিস্তানের অবস্থার ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম বানানো হচ্ছে। এতে বালুচ ও পশতুদের মধ্যে বিভেদ উস্কে দেয়ার চেষ্টা চলছে। এইসকল ঘটনা যদি চলতে থাকে তাইলে নিশ্চিত ভাবে বলা যায় আগামী পৃথিবী মুখোমুখি হতে যাচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে।আমরা চাই ,যে যে  তার ধর্ম সুন্দর ভাবে পালন করুক। বিশ্ব শান্তি বজায় থাক।
জাগ্রত হওয়ার সময় এখন:
মুসলমান ভাইদের কে অনুরোধ করব জেগে উঠুন। নিজের অস্তিত্ব কে রক্ষা করুন। বিশ্ব এর মাঝে ইসলাম কে শান্তির ধর্ম হিসেবে পরিচয় করিয়ে দিন। মারামারি কাটাকাটি কোন সমাধান নয়। যারা এমন করছে তাদের সাথে প্রমান নিয়ে এগিয়ে আসুন। অন্যদের ভুল গুলো ধরিয়ে দিন। পৃথিবীর সবাই খারাপ না, তাই নিজেদের কে ভালভাবে প্রচার করুন, একদিন সবাই বুজতে পারবে ইসলাম সত্য, ইসলাম শান্তি ।
আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।

Level 0

আমি Mohammad Maidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারেই হতভম্ভ !!!

এইসব নিউজ আপনি কোথায় পেলেন?

আল্লাহ ইস্লামের শত্রুদের পৃথিবীতেই ধ্বংস করুক। আমিন।

    Level 0

    @সজীব: এই নিউজটা কোন খবরের কাগজ থেকে নয়, এইসব নিউজ এখন প্রতিটি সচেতন মুসলিমের মাথায় ঘুরপাক খাচ্ছে ! এইগুলো মুসলিমদের বলে দিতে হবে না ! তারা জানে ও বুঝে এইসব !

    সচেতনতা মূলক পোস্টের জন্য পোস্টদাতাকে অভিনন্দন 🙂

pipilikar pakha gojay moribar tore. kafir mushrikder nishchinho hobar shomoy hoye jacche. tai tara moron kamor dicche. oti shighroi Allah pak tini jeno eder dhongsho kore den. Ameeen

খাঁটি কথা । অনেক ধন্যবাদ আপনাকে ।

হায়রে মানুষ, নিজের ঘরে খাইয়া, কেন অন্যরে করিস বিরক্ত।
মানুষকে কষ্ট দিলে এর ফল একদিন তো পেতেই হবে। কোন মাফ পাওয়া যাবে না সেই দিন ।

Level 0

allah amaderke oikko boddho hobar taufik din

Level 2

সকল কাফেররা ্ সলামকে ধ্বংসের ব্যপারে ঐক্যবদ্ধ। সুতরাং আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে দ্বীন রক্ষায়। দেখুন সাহাবী রা:) গণ কিভাবে নবী (সা:) কে অবমাননাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন :
হজরত উমর (রা:) এক মুসলমান (?) নবীর ফয়সালা পছন্দ হয়নি বলে উমর (রা:) কাছে পূনরায় ফয়সালা চা্লেন আর তিনি ঘর থেকে তরবারী এনে কতল করলেন পরে স্বয়ং আল্লাহ আয়াত নাযিল করে একে সমর্থন করলেন।
আরেক কাফের নবী (সা:) কে তিনস্কার করে কবিতা লিখায় এক সাহাবী তাকে হত্য করে নবীর কাছে এসে সংবাদ দিলেন। এ অভিযানে সাহাবীর পা ভেঙ্গ যায় এবং নবী (সা:) তাঁর পবিত্র থু থু মোবারক ভাঙ্গা স্থানে লাগিয়ে দিলে তা ভালো হয়ে যায়।
হজরত আব্দুল্লাহ ্েবিনে উমর (রা.) তার ছেলের সঙ্গে সারাজীবন এজন্য কথা বলেনি যেহেতু তার ছেলেকে একদিন একটি হাদীস শুনিয়েছিলেন কিন্তু ছেলে তার কোন গুরুত্ব্ দেননি। আর আপনারা …টিউব দেখতে পথ খুজছেন। এটা না দেখলে কিছু্ হবে না। আপনাকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করুন …টিউব দ্বারা আপনার কতটুকু জাহান্নাম এর কাজ হয়েছে আর কতটুকু জান্নাতের ? তবে বুঝতে পারবেন …টিউব পক্ষে যুক্তি শয়তান দিচ্ছে আপনার ভিতর থেকে। সাবধান।

ধন্যবাদ মাইদুল ভাই, সচেতন মুসলিমের পরিচয় দিলেন, সময় এসেছে ছোট ছোট খাটো মতের অমিল দূরে ঠেলে মুসলমানদের একতা আনার, নিলে আমরা ইহুদীদের ষড়যন্ত্রের নাগপাশ থেকে বের হতে পারবোনা, আর মধ্য প্রাচ্যের গাধারা যদি এখন আরবি , ফারসি, তুর্কি, কুর্দি কিংবা শিয়া সুন্নি নিয়েই থাকে তাহলে পুরো মুসলিম জাহান ই ফিলিস্থিনের রুপ লাভ করবে। পরিশেষে মিসর , তুরস্ক আশার আলো দেখায়। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমীন।

Level 0

ভাই আমি কি জানতে পারি সিনেমাটাতে কিকি অসত্য ঘটনা আছে?

    @LR: এই সিনেমা তে শুরু থেকেই মিথ্যা । প্রথমত আল্লাহ ও তার রাসুল কে আমরা কেউ দেখিনি, তাদের কোন রুপ দেয়াটাই ঠিক না। নবীজী আমাদের মত তুচ্ছ কেউনা, আমরা তার পায়ের ধুলাও না। এই মুভিতে যিনি অভিনয় করেছেন তাকেও মিথ্যা কথা বলে করানো হয়েছে ও পরে ডাবিং করা হয়েছে ।

    এই চলচ্চিত্রে দেখানো হয়েছে উনি একজন কুরুচিপূর্ণ লোক। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কে মাফ করুক।

    যেখানে সারা মুসলিম উম্মাহ এটাকে ধিক্কার করলেন, আর আপনি আমাকে প্রশ্ন করছেন কি অসত্য। ভাই এইসব চিন্তা করলেও গায়ের লোমগুলো দারিয়ে যায়।
    আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক। আমিন

হাহাহা… লাদেন আবার ছিলেন CIA এর গর্বিত সদস্য। The Legendary category one “Tim Osman” :’) US যে কত নিচে নামতে পারে তা আর নাই বললাম।

টিউনারকে অসংখ্য ধন্যবাদ আগাম বার্তা জানানোর জন্য।
“হে গরম মাথার মুসলমান ভাইগণ, প্লিজ মাথা ঠান্ডা রেখে ভবিষ্যতে এসব কুফরীর জবাব দেবেন, একটাই অনুরোধ এমন কিছু করবেনা যাতে মুসলিম উম্মাহ্- এর ইমেজ নষ্ট হয়।”

    @Rubayet sadman: আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সুন্দর মন্তব্যের জন্য

Level 0

ইসিলাম একটি সত্য ও শান্তির ধর্ম। এখানে মারামারি কাটাকাটি নেই। আমরা ধর্ম থেকে অনেক দুরে তাই আমাদের ধর্ম নিয়ে ইহুদি-নছারা তামাশা খেলছে। আমাদের সকল মুসলমানদের ঐক্যে প্রয়েজান যা নেই, ইসলাম ধর্মের আসল চেহার প্রকাশ যা মুসলমাদের আখলাক, মোয়ামেলা-মোয়াশারাতের মধ্যমে তুলে ধরা প্রয়োজন। মহানবী (সঃ) এর আদর্শ চরিত্রই ইসলাম প্রচারের সহায়ক ছিল। সেই চরিত্র প্রতিটি মুসলমানদের পরিস্ফুটনের মাধ্যই আমাদের ইসলাম রক্ষা পাবে।