পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী স.-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বব্যাপী নিন্দিত হওয়া সত্ত্বেও এই ছবির নির্মাতা নাকোলা বাসিলে (Nakoula Basseley Nakoula) বলেছেন, তিনি এই ভিডিও তৈরির জন্য দুঃখিত নন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অধিবাসী ৫৫ বছর বয়স্ক এই মিশরিয় কপ্টিক আরো বলেছেন, তিনি পুরো ভিডিওটি প্রকাশের চিন্তাভাবনা করছেন। বাসিলে আমেরিকার আরবীভাষী রেডিও “সাওয়া”-কে দেয়া এক সাক্ষাতকারে বলেন, “না, আমি দুঃখিত নই।বরং লিবিয়ায় আমেরিকান রাষ্ট্রদূত নিহত হওয়ায় আমি দুঃখিত।” সে আরো বলেন, “আমিই ১৪ মিনিটের এই ভিডিও প্রকাশ করেছি এবং তা ইন্টারনেটে দিয়েছি।আমি পুরো ছবিটি প্রকাশের চিন্তা ভাবনা করছি।কেউই আমার এ ভিডিও নিয়ন্ত্রণ করেনি বা এই ভিডিও নির্মাণে প্রভাবিত করেনি।” এ ভিডিও প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা দেখা দেয়ায় নিজেকে অপরাধী মনে করছেন কিনা- এ প্রশ্নের উত্তরে বাসিলে বলেন, “হ্যাঁ, আমি নিজেকে অপরাধী মনে করছি।এ বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। সূত্র: আইআরআইবি।
বার্তা২৪ ডটনেট
আমি সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@নাকোলা পাইলে তরে কি করমু জানিনা……তবে ভর্তা বানান যাইতে পারে। এহনো ভালা আছে ভিডিও ডিলিট কর। নাইলে রে………………………………………