সবাইকে সালাম ও শুভেচ্ছা। টেকটিউনসে অনেকদিন পর বসলাম। এখানে লিখতে ভয় লাগে। টেকটিউন্স কর্তপক্ষ কোনটা যে পেন্ডিং করবে আর কোনটা যে প্রকাশ করবে তা বুঝে ওঠা মুশকিল। আমি এই পর্যন্ত ১০/১২টা পোস্ট করেছি। দেখা গেছে, যেটি মৌলিক লেখা সেটিই পেন্ডিং করে দিয়েছে। আবার যেটি কপি-পেস্ট সেটিই দিব্যি চলে গেছে। তাই পোস্ট করতে বিরক্ত লাগে। তবু আজ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। আপনারা নিশ্চয়ই প্রচুর মেইল পেয়ে থাকেন দেশ-বিদেশ থেকে। এর মধ্যে ভুয়া মেইলের সংখ্যাও নিশ্চয়ই কম না। তবে কোনো একদিন যদি দেখেন আপনি লটারিতে কয়েক হাজার ডলার পেয়ে গেছেন তাহলে নিশ্চয়ই চোখ ছানাবড়া হয়ে যাবে, তাই না??? আমারও প্রথম প্রথম হতো। তবে এখন আর হয় না। আপনারাও নিশ্চয় এতোদিনে প্রতারণার বিষয়টি বুঝে গেছেন। না বুঝলে একটি লিঙ্ক আপনাদের দিচ্ছি। দয়া করে এটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখবেন। তাহলেই বুঝবেন, ওই বদমাশগুলো আসলেই কতটা বদমাশ! আমাকে একটা মেইল করেছে পরশুদিন। বললো, আমি হাজার পাউন্ড জিতেছি গুগল কর্পোরেশনের লটারিতে। বললো সব ডিটেইলস দিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু মজার বিষয় হলো, ওরা যে ইমেইল এড্রেস দিয়ে আমাকে মেইল করতে বললো সেটা গুগলের কোনো ডোমেইন সংযুক্ত নয়। অর্থাৎ এটি হতে পারতো [email protected] , [email protected] অথবা [email protected] এই জাতীয় কিছু একটা। আর ওরা যখন মেইল করে তখন অনেক ক্ষেত্রেই আপনার নাম উল্লেখ করবে না। অর্থাৎ ওরা যে ভুয়া তা বোঝাই গেলো। আপনি লটারি জিতলেন আপনার নামই গুগল বা সংশ্লিষ্ট সংস্থা জানলো না তা কী করে হয়! যা-ই হোক আপনার সাথে যে প্রতারকরা প্রতারণা করছে তা বুঝবেন আপনার আইকিউ বা কমনসেন্স দিয়ে। এই হলো মোদ্দা কথা। আমাকে পরশু দিন যে মেইল করেছে তা আপনাদের জন্য নিচে পুরোপুরি তুলে ধরলাম এই লিঙ্কের মাধ্যমে। http://www.allmedialink.com/fake-lottery-winning-notification/
আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...
hmmm, froud sudhu BD, India tei na, Boro Adhunik desh guloteo ase