ইতোমধ্যেই আপনারা টেকটিউনস এর আজকের বৈঠকের কিছু অংশ জেনেছেন হাসিবের টিউনের মাধ্যমে। কিন্তু এই যুগে কি কি শুধু শুকনা কথায় কারো মন ভরে? দেখেন না বিটিভির নিউজ কেমন ফ্লপ কইরা দিছে প্রাইভেট টিভি চ্যানেল গুলি শুধু সাথে একটা ভিডিও দিয়া। তাই আপনাদের শুধু শোনানোর মধ্য সীমাবদ্ধ না রাইখা বোনাস হিসেবে কিছু ছবি দিতাছি। যারা আজকে আসতে পারেন নাই তারা এই ছবি গুলি দেইখা দুধের স্বাদ ঘোলে মেটান।
সবার আগে যখন আমি আর রকিবুল পৌছলাম
তখন ডেভলপার (মেহেদী ভাই) যথারীতি ডেভলপ করতে ব্যাস্ত
চলছে প্রস্তুতি
আরে আমাদের সফট বস হাসিব চইলা আসছে!! মাইক্রো রুমে সে গিয়েছিল মাইক্রোটিউন করতে না কিন্তু!!! ওইখানেও কোন সফটের খোজ করতে গেছিল মনে হয়........পাইয়া থাকলে তাড়াতাড়িই টিউন হবে
রকিবুলের কি ঘুম পাইলো নাকি?
কি ব্যাপার হাসিব আমারে টপটিউনারের উপরের পজিশন ছাড়ার পর এবার কি ছাড়তে বলে?
গুরু মেহেদী ভাই শেখাচ্ছেন তোমরা এইভাবে টিউন করবা
হূমম চলছে শিক্ষা
রলিন কিন্তু এখন আর ছোট নাই সে বড় হইয়া গেছে!! এখন ইউনিভার্সিটিতে পড়ে এটা বোঝানোর জন্য শুক্রবারেও সে ইউনিভার্সিটির আইডি ঝুলাইয়া আসছিল!!!
আমাদের টেকটিউনের ফটোগ্রাফার রলিন (কানে কানে বলি ফটোগ্রাফারের ব্যাটারীর চার্জ ছিল না!!)
ইমতিয়াজ মাহমুদ সজিব (মিঃ টেকটিউনস নিয়মিত হইলে আমরা কিছু মেয়ে ভিজিটর পাইতাম!!)
দুই হার্ডহিটার, দ্রুততম সেঞ্চুরী এবং হাফসেঞ্চুরীকারি
কোনটা সজিব?
আমাদের একমাত্র মডারেটর সাহেব (সোহান ভাই) মডারেশানে ব্যস্ত!
চলছে আপ্যায়ন পর্ব, এই পর্বটা করার জন্য একটু বিশেষ ট্রিকস ব্যাবহার করা হইছে আমি কোন আপ্যায়ন না পেয়ে মেহেদী ভাইরে বললাম আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি! তখন মেহেদী ভাই খাওয়ার ব্যাবস্থা করেন!!
টেকটিউন সম্পাদক শামীম ভাই
টেকটিউন সি.সি.ও. শাহজালাল ভাই এবং সম্পাদক শামীম ভাই
আমাদের মডারেটর সাহেব 7up দিয়ে মডারেশান করতাছেন! তবে আমি যথারীতি বাগের সুযোগ নিয়ে মডারেটররে ফাকি দিলাম! তাইতো আমি অনুষ্ঠানের শেষ পর্যন্ত বইসা বইসা বিস্কুট সব সাবাড় করি মডারেটররে ফাকি দিয়া!!
এত সুন্দর ছবি গুলো তোলার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি রলিন এবং টিনটিন ভাইয়ের প্রতি।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বাদ মিটল না……………………………………