আর নয় হার্ট-এটাক্…সবাই শুরু করুন……মৃত্যু ঝুকি কমান….

আমার বন্ধু, ইতালিতে থাকে। হঠাৎ একদিন বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার এনজিওগ্রাম করল এবং চারটা ব্লক ধরা পরল, ডাক্তার রিং বসাতে পরামর্শ দিল। কিন্তু পর্যাপ্ত টাকার অভাবে রিং পরাতে পারল না। কিছু দিন পর একজন ভদ্রলোক তাকে একটি ভেজষ medicine দিল এবং সে তা নিল। চার মাস পর যখন তার টাকা হল, সে ডাক্তারের কাছে গেল রিং বসাতে। ডাক্তার আবার এনজিওগ্রাম করল কিন্তু আশ্চর্য কোন ব্লক নেই......। আমি রেসিপিটি আমার বন্ধুর কাছ থেকে পাওয়ার পর Internet Search দিয়ে পেলাম.......সত্যি তাই.........

কি কি লাগবে:

১। আদার রস---------১ কাপ
২। লেবুর রস---------১ কাপ
৩। রসুনের রস------১ কাপ
৪। Apple Vinegar--১ কাপ
৫। মধু-----------------৩ কাপ

রস্তুত প্রণালী:

আদার রস, লেবুর রস, রসুনের রস, Apple Vinegar.......মোট চার কাপ রসকে জ্বালিয়ে তিন কাপ বানাতে হবে, তারপর ঠান্ডা করে তিন কাপ রসের সাথে তিন কাপ মধু মিশিয়ে প্রতিদিন সকালে ১ টেবল চামচ করে খাবার আগে খেতে হবে। ৪-৫ মাস খাওয়ার পর উপকার পাবেন। আপনার যদি ব্লক থেকেও থাকে.....বাই-পাস/রিং পরাতে হবে না।

Please tell this to your friends, relatives & nearest one

Level 0

আমি rajron। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@ rajron ভাই ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করার জন্য ।

apple vinegar কোথায় পাব ?

Level 0

PLS USE THIS FORMULA AT YOUR OWN RISK…

Level 0

Oh..By the way TECH TUNES A kobiraj…akta Medical বিভাগ khulte hobe।।

একটু কবিরাজি ভাষায় বলি= যে কয় গাছের গুন নাই তার বাপের গায়ে জ্বর…. খারাপ কি? ভাল না হোক খারাপ কিছু হবেনা এটা আমি শিউর কারন ভেজষ ওষধে পার্শপতিক্রিয়া নাই। ধন্যবাদ সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য।

Level 0

লুকায়িত কবিরাজেরা চিপা থেকে বের হচ্ছে। Not Bad At All

গতকাল আপনার এই লেখাটা অন্য একটা ব্লগে পড়ে আমার ফেসবুকে কপিপেস্ট করেছিলাম। ধন্যবাদ,ভাল তথ্য জানাবার জন্য।

Onek valo!!!!!!!!!

দেখি পরীক্ষা কইরা কাজে লাগে কিনা। যদি কজে লাইগাই যায় তাইলে তো ডাক্তারগো কামাই কইমা গেলো।
ধন্যবাদ আপনাকে।

Level 0

Rajon Vaia Apni ID khulsen Tech Tunes a 19 December, 2011 te. Ar post kore chen akti.ato din kothai chelen? Akhon theke protidin tech Tunes a kobiraji koren…Thanks

Level 0

Nice post , onek kajer .

টেকটিউনস মডারেটর’রা থাকেন কই?

আমি স্বীকার করছি এটা কাজের টিউন, কিন্তু ফেসবুকে এটা দেখতে দেখতে অবস্থা খারাপ।

যেসব টিউনার, পাঠক এটা দেকছেন; সবাই ১ টা সত্যি কথা বলবেন “এই টিউনে যা লিখা আছে তা আপনার চোখে কম করে হলেও দুই বার পরেছে। একমত?”

আমি জানতে চাই উনার কোন বন্ধু, ইতালিতে থাকে?

পুরাটাই কপি/পেস্ট না করলে হত না? এমনকি শেষ লাইনটাও……

আর এই টিউনার ফেসবুকে যা পেয়েছেন তার পুরাটাই কপি/পেস্ট করেছেন। এটা কি টেকটিউনস এর নীতিমালা বিরোধী নয়?

উদাহরন : https://www.facebook.com/photo.php?fbid=422326047804722&set=a.307689802601681.62869.290157981021530&type=1&ref=nf

https://www.facebook.com/photo.php?fbid=341326525962255&set=a.332834010144840.75440.332831483478426&type=1&theater

আমার কথা হল – “টিউনার সাহেব, যদি পারেন মৌলিক কিছু লিখুন, এখন না পারেন সময় নিন। আপনিও একদিন পারবেন।”

    Level 0

    ভাই, এই পস্টটা আমি নিজ হস্তে লিখেছি, first time i post this in Somewhereinblog.com, & there 19 people share this with face book, n 1 share with twitter,

    if u can prove this post is written by anyone without me, i never write again.

    you can findout this post at :http://www.somewhereinblog.net/blog/rajron/29672878
    my user name in somewhereinblog is: সত্য-মিথ্যা

    ****please donot blame anyone before know well.*****

Bhaia, kono comment korlam na

thank u

Level 0

অনেক কাজের তথ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার এই অসাধারন পোষ্টটির জন্য।আমি দু;টো প্রশ্ন করছি সঠিক উত্তর দিবেন।
(১) আপনার বন্ধুটি কি ইতালিতে বৈধভাবে বসবাস করছে?
(২) আপনার বন্ধুটি কি ইতালিতে বৈধভাবে কাজ করছে?
দু;টোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি বলবো হাসপাতালের কোন রাইট নেই টাকার জন্য হার্টের রোগীকে ফিরিয়ে দিবে। উনার জন্য চিকিৎসা ফ্রী তা যত ব্যয়বহুলই হোক না কেন।১ বছর আগে আমার এক ইতালিয়ান কলিগের পা অপারেশন হয়েছিলো যাতে ব্যয় হয়েছে ৩৫ হাজার ইউরো মানে ৩৭ লাখ টাকা।সবটাই বহন করেছে সরকার।আপনি আজ এ কোন কথা শোনালেন টাকার জন্য চিকিৎসা না করে ফেরত পাঠিয়েছে?বন্ধুটি অবৈধ হলেও তো এটা করার কথা নয়।আপনার ভেষজ চিকিৎসা আমার পছন্দ হয়েছে কিন্তু বন্ধুর কাহিনীটি বিশ্বাস করতে পারলাম না।দুঃখিত।

    Level 0

    its upon u…………………..

vai, valo poramorsho diechen ,, tobe jader eto kosto kore ai formala toiri korar somoy nei ,, tara sudhumatro rosun khete paren … protidin 300 -900 mg rosun ,, mane holo rosuner ekta kosh , apnar heart er osukher jhuki komabe 90% er o beshi ,,,

Level 0

ভাই যাদের gastric আছে তাদের কোনো প্রবলেম হবে? আমি চেষ্টা করতে চাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি? আমার গাস্ত্রিক অনেক বেশি. দয়া করে উত্তর দিবেন.

Apple Vinegar বিষয়ে জানা নাই আর বাকি গুলু হার্টের উপকার করে প্রত্যক্ষ বা পরক্ষ ভাবে এইটা নিশ্চিত,সাথে কাল জিরার রসও মিশাতে পারেন এইটা পবিত্র ক্বোরানে উল্লেখিত একটি ঔষধ এবং নবী(সঃ) বলেছেন “কাল জিরাতে এক মাত্র মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা আছে”।
ধন্যবাদ টিউনারকে তথ্যটি শেয়ার করার জন্য।