আমার বন্ধু, ইতালিতে থাকে। হঠাৎ একদিন বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার এনজিওগ্রাম করল এবং চারটা ব্লক ধরা পরল, ডাক্তার রিং বসাতে পরামর্শ দিল। কিন্তু পর্যাপ্ত টাকার অভাবে রিং পরাতে পারল না। কিছু দিন পর একজন ভদ্রলোক তাকে একটি ভেজষ medicine দিল এবং সে তা নিল। চার মাস পর যখন তার টাকা হল, সে ডাক্তারের কাছে গেল রিং বসাতে। ডাক্তার আবার এনজিওগ্রাম করল কিন্তু আশ্চর্য কোন ব্লক নেই......। আমি রেসিপিটি আমার বন্ধুর কাছ থেকে পাওয়ার পর Internet Search দিয়ে পেলাম.......সত্যি তাই.........
কি কি লাগবে:
১। আদার রস---------১ কাপ
২। লেবুর রস---------১ কাপ
৩। রসুনের রস------১ কাপ
৪। Apple Vinegar--১ কাপ
৫। মধু-----------------৩ কাপ
রস্তুত প্রণালী:
আদার রস, লেবুর রস, রসুনের রস, Apple Vinegar.......মোট চার কাপ রসকে জ্বালিয়ে তিন কাপ বানাতে হবে, তারপর ঠান্ডা করে তিন কাপ রসের সাথে তিন কাপ মধু মিশিয়ে প্রতিদিন সকালে ১ টেবল চামচ করে খাবার আগে খেতে হবে। ৪-৫ মাস খাওয়ার পর উপকার পাবেন। আপনার যদি ব্লক থেকেও থাকে.....বাই-পাস/রিং পরাতে হবে না।
Please tell this to your friends, relatives & nearest one
আমি rajron। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ rajron ভাই ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করার জন্য ।