আলজেরিয়ায় এক বৃদ্ধ দম্পত্তির বাসার জানালায় এই পাখি কুপল তাদের নীড় তৈরী করে । এই নীড় গড়ার দৃশ্য তোলার জন্য ফটোগ্রাফার তাদের বাড়িতে অবস্থান করেন এবং তাদের অনুসরণ করে প্রায় ৬০০ ছবি তুলেন ।
পরবর্তীতে, পাখিদের নির্মাণশৈলী, উপযুক্ত সংকলন,নীড় তৈরীর প্রতিটি কৌশল ঐ ফটোগ্রাফার দেখেন বসে বসে । পাখিরা ৮ থেকে ১০ ঘন্টা কাজ করেছে প্রতি সপ্তাহে বাকি এক দিন রেস্ট এবং পুরো নীড়টি নির্মাণ করতে প্রায় একমাস লেগেছিল তাদের ।
পাখিদের এই নীড় দক্ষতা সৃষ্টিকর্তা প্রদত্ত । তাদের এই দক্ষতা ইঞ্জিনিয়ারদেরকেও ফেল মারবে ।
নীড় নির্মাণের ছবি পর্যায়ক্রমে দেখুন.......................
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
শুধু একটি কথাই বলা যায়………………সুন্দর।
ভাল টিউনের জন্য thanks