ব্যবহার করুন সব ইন্টারনেট কানেকশন এক সাথে!!!

শুভ দিন প্রিয় বন্ধুরা, ২য় টিউন নিয়ে হাজির হলাম। এই টিউনে আপনাদের ভাল লাগার মত একটা নিউজ দিবো।

Connectify নিয়ে আসছে তাদের নতুন প্রোগ্রাম Dispatch!ইতিমধ্যেই আপনারা অনেকেই Connectify Wifi Assistent এর সাথে পরিচিত হয়েছেন।এদের নতুন প্রোগ্রাম  Dispatch-এর মাধ্যমে আপনি ব্যাবহার করতে পারবেন একাধিক কানেকশন, যা কিনা এতদিন ছিল স্বপ্নের মত। এখন কোন Bandwith অ-বেবহ্রীত থাকবে না। স্বপ্নের স্পীড এখন হাতের মূঠোয় চলে আসছে।

ধরুন, আপনার বাসায় একটি cable  নেট connection আছে, তার সাথে আছে আরেকটি ওয়াইফাই , এবং ওয়াইমেক্স connection. কিন্তু সবগুলোconnection একসাথে কেউ ব্যাবহার করছে না। কিন্তু Dispatch দিয়ে সবগুলো connection এক করে একটা dedicated speed পাবেন। যা কিনা আপনার একটি connection এর কয়েক গুন বেশি। এই সফটওয়্যার টা ব্যাবহার করে সব Idle Public Wifi গুলো -কে এক করে আপনি  কয়েকগুণ বেশি speed পাবেন।  Dispatch ডেভেলপার-রা এটি ব্যাবহার করে দশটি connection এক করে দেখিয়েছেন। সফটওয়্যার টি এখনো  ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবে শিগ্রই তা আলোর মুখ দেখতে যাচ্ছে।

আরও বিস্তারিত জানতে Connectify Site টি তে গিয়ে জানতে পারবেন।  Click করুন ...

আশা করি এই নিউজ টি নেট প্রেমিদের মনে আনন্দ যোগাবে। পরবর্তী টিউনে দেখা হবে। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি Seeker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পরবর্তী পদক্ষেপেই আমি চিন্তারত..................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা তথ্য জানালেন। ধন্যবাদ

Level 0

আপ্নাকেও ধন্যবাদ, সময় নিয়ে টিউন টি পড়ার জন্য :)@হৃদয়

Level 0

ভাই আমার অনেক দিনের সপ্ন সিল এমন একটা কিছূ দিয়ে নেট চালাব …।। যা কিনা সব গুলাকে একত্রিত করে অনেক গুন স্পীড বারারে………এইটার আপডেট সম্পর্কে দয়া করে আমাদের জানাবেন প্লিজ 🙂 🙂

    Level 0

    অবশ্যই 🙂 @ Rabbi;

তাদের FB Page-এ ও দেখলাম এটাকে অনেক Highlight করা হচ্ছে আর আমার ও মনে হচ্ছে এটা হবে যুগান্তকারী Software..

এতদিন এটা আমার ভাবনার বিষয় ছিল কিন্তু অলসতার কারণে জানা হয়নি কাজ আদৌ সম্ভব কিনা!!!
জানানোর জন্যে ধন্যবাদ।

Level 0

জেনে খুশি হলাম ভাই :)@JhalMorich:

Connectify web site dekhe mone holo eta paid software, free te use kora jabe na.

    Level 0

    Life e ki sob somoy Software kine use korsen vai??? 🙂 Jodi na kore thaken tahole piratebay te gye download korun!!! :)@রাজিব:

eta to torrent file er duniya, address deyar jonno thnx, next time onno kisu download korte kaje lagbe… 🙂