বিদ্যুৎ সমস্যা নিরসনের অসাধারন উপায়-হান্নানের আবিষ্কার

সামান্য ইলেকট্রিকের মিস্ত্রি হচ্ছে হান্নান। কিন্তু তিনি আবিস্কার করেছেন এক অসামান্য উপায়। যা দিয়ে জ্বালানি ছাড়াই উৎপাদন করা যাবে বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ যদি উৎপাদন করা যায় তাহলে আমাদের দেশের আর্থিক অবস্থা ব্যাপক আকারে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় সরকারি বা বেসরকারি কোন দিক থেকেই কোন সারা পাচ্ছে না। আমি সব মেম্বার দের দৃষ্টি আকর্ষন করছি... দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ার কারো নজরে পরে এই আবিষ্কারের সুফল পাবে দেশের ১৬ কোটি মানুষ।
হান্নান, ফেনী মোবাইলঃ ০১৮১৭৬৭০৫৭১

 

 

বিঃদ্র- তথ্যটি একটি ফেইসবুক পেইজ থেকে নেয়া হয়েছে।তাই এর বিস্তারিত তথ্য আমার জানা নেই।

Level 0

আমি ছবির ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখার চেষ্টা করছি অনেক কিছুই।কিন্তু শেষ পর্যন্ত শেখা হয় না কিছুই।তারপরও যতটুকু শিখতে পারি তা শেয়ার করতে ভালোবাসি অন্যদের সাথে।পড়াশোনা অন্য বিষয়ে হলেও কম্পিউটারের প্রতি রয়েছে অদম্য আগ্রহ।মাঝে মাঝে মনে হয় এরচেয়ে আর ভালো কোনো বন্ধু হতেই পারে না।স্বপ্ন অনেক, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।তাইতো আজকে আমার এই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভিডিও দেখে ভাল লাগল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন সাধারণ মানুষ কিভাবে এই পদ্ধতি দিয়ে উপকৃত হবে। কেউ যদি এই পদ্ধতি নিজের বাড়ীতে ব্যবহার করতে চাই তাহলে তার কত খরচ পড়বে এরং এই পদ্ধতিতে কি কি জিনিস চালাতে পারবে তার কোন বিবরণ নাই । আমার যেটি মনে হয়েছে এটি চালাতে হলে প্রথমে বিদ্যুৎ থাকতে হবে। বিদ্যুৎ উৎপাদন করে যদি কনজিউম না করতে পারে তাহলে সাধারণ মানুষের লাভ কোথায় যখন বিদ্যুৎ থাকবে না।

    Level 0

    ভাই সাধারণ মানুষ তো দূরে থাক, কোন super manও এর থেকে সুবিধা নিতে পারবে না।

      @Faisal: আমার মনে হয়েছে এটা সত্যিও হতে পারে,কারন দেখুন ভিডিওটা একটা টিভি চ্যানেলের।তাই শেয়ার করেছিলাম।ভুল হলে সরি 😛

পোস্ট টি স্টিকি করা হোক।

Level 0

খুবই দু:খ পাইলাম এই লোকেরে পদার্থ বিদ্যায় নোবেল দেয়া হচ্ছে না কেন দেখে। তিনি পদার্থ বিদ্যার সুত্র মুত্র সব ভেঙ্গে ফেলেছেন অবলীলায়। তিন হর্স পাওয়ারকে সহজেই ‘মেকানিকেল’ ব্যবহার করে ছয় হর্স বানায়ে ফেলেছেন…

আর ওনার ফোন নম্বরে আছে, ওনারে ফোন করে বলেন, স্থানীয় বাজারে একটা জেনারেটর হাউস দিয়ে ছোট আকারে প্রকল্পের সাফল্য তুলে ধরতে। কারন জিনিস তো উনি বানায়েই ফেলেছেন, এখন খালি কানেশন দিলে বসে বসে টাকা আয় করতে পারবেন।

ভাই একটা কথা বলি…বিষয়টা সম্ভব না, সম্ভব হলে বাংলাদেশের বেশ কয়েক জায়গা থেকে এই খবর গত কয়েক বছরে শুনছি, তারা নিজেদের এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান এতোদিনে করে ফেলতে পারতেন।

আর এইটা শেয়ার দেয়ার জন্য আপনারে কোন পুরস্কার দেয়া উচিত বলেন?

    @শুভ: ভাইয়া আপনি হয়তো ঠিক।এই সব ব্যাপারে আমার ব্যাক্তিগত ভাবে কোন ধারনা নেই।

    আর আমিতো বলেছিই ” বিঃদ্র- তথ্যটি একটি ফেইসবুক পেইজ থেকে নেয়া হয়েছে।তাই এর বিস্তারিত তথ্য আমার জানা নেই।” ।সুতরাং আমাকে বকা দিচ্ছেন কেন। 🙁

    আমার মনে হয়েছে এটা সত্যিও হতে পারে,কারন দেখুন ভিডিওটা একটা টিভি চ্যানেলের।

      Level 0

      @ছবির ছেলে: আপনাকে বকা দেবো না? আমার ধারনা ছিল টেকটিউনে যারা আসেন তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারনা আছে। এই পোষ্ট দেয়ার সাথে সাথে আপনার উচিত ছিল…কেন কিভাবে এই ব্যক্তির কাজে/উদ্ভাবনে বিদ্যুৎ তৈরী হবে না সেটা ব্যাখ্যা করা। তা না করে আপনি তো এই লোকের বিজ্ঞাপন দিতে বসে গেছেন। দুইদিন পরে কোন ‘কুতুববাগী হুজুরের পানি পড়া—সর্ব রোগের মহা ঔষধ’ এই নামে যদি কোন টিভি চ্যানেল একটা কিছু প্রচার করে তহলে আপনিও কি সেটাকে বিজ্ঞানের মহা আবিস্কার নাম দিয়ে টেকটিউনে পোষ্ট দেবেন? মনে রাখবেন, সাংবাদিকের সবাই মহা জ্ঞানী নয়। সাংবাদিকতার যথাযথ পড়ালেখা না করে প্রচুর মানুষ সাংবাদিকতায় নেমে পড়েছে আজকাল। সাংবাদিকতা এত সহজ নয়।

eita possible na.motor diya current mechanical power create kore generator diye sheta punoray use kora jay na.kuno kichu na diye kichu paowa jay na.ei try er ageo oneke korche.(According to the law of conservation of energy : “Energy can neither be created nor it is destroyed, however energy can be converted from one form energy to another form energy).got it!

Level 0

নেগেটিভ কথা বলার জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি।

যদি উৎপাদিত শক্তি বেশী হত তাহলে ঐ শক্তি দিয়েই তিনি মোটর চালাতে পারতেন বিদ্যুৎ (পিডিবি বিদ্যুৎ)এর প্রয়োজন হতনা আপনা আপনি বিদ্যুৎ উৎপাদন হত। যে ম্যাকনিক্যাল ব্যবহার করেছেন সেটা দেখে মনে হল উনি গিয়ার ব্যাবহার করে রোটেশন কে কমিয়ে দ্বিগুন শক্তি উৎপাদন করছে। যেমন ধরুন ৩০০০ আরপিএম ২ হর্সপাওয়ার কে যদি ১৫০০ আরপিএম এ কনভার্ট করা হয় তাহলে শক্তি দাড়াবে ৪ হর্সপাওয়ার এ কথা সত্য কিন্তু মনে রাখতে হবে আরপিএম কম হচ্ছে সেই জন্য জেনারেটর এ বিদ্যুৎ বেশী উৎপাদন হবে এটা সম্ভব নয় ৩০০০ আরপিএম এর জেনারেটর ২ পোলের ১৫০০ আরপিএম ৪পোলের হবে (২পোলের জেনারেটর ১০ রোটেশনে যে বিদ্যুৎ উৎপন্ন করে ৪ পোলের জেনারেটর ৫ রোটেশনে সেই বিদ্যুৎ উৎপন্ন করে) এ কারনে উৎপাদিত বিদ্যুৎ ২ হর্সপাওয়ার হয়ে যাবে বরং ফিকশন লস হয়ে কমে যাবে আর যদি তিনি ৩০০০ আরপিএম এর জেনারেটর ব্যবহার করেন তাহলে ভোল্টেজ কমে যাবে। আমার ল্যাবে ৩০০০ আরপিএম এর মটর দিয়ে ১৫০০ আরপিএম এর জেনারেটর সেট করা আছে এতে বেশী বিদ্যুৎ আমি পাইনি। ধরুন লিভার দিয়ে আপনি ১ কেজি বল প্রয়োগ করে ১০ কেজি বল তুলতে পারেন সেই ক্ষেত্রে মনে হচ্ছে শক্তি ১০ গুন বৃদ্ধি পাচ্ছে তাইনা। কিন্তু বাস্তবে ১ কেজির দিকে ১০ ফুট চাপ দিলে ১০ কেজির দিকে ১ ফুট উঠবে। যদি উভয় দিকে ১০ফুট উঠে তাহলে প্রকৃত পক্ষে শক্তি ১০ গুন বৃদ্ধি হবে। কিন্তু এটা অসম্ভব।
ইনপুটের চেয়ে আউটপুট বেশী হওয়া অসম্ভব তারপর যেহেতু নিজে দেখিনি তাই ১০০% বলতে পারিনা অসম্ভব। যদি তিনি দেখাতেন উৎপাদিত ৪ হর্স থেকে ২ হর্স এ মটর চলছে বাকি ২ হর্স একস্ট্রা অথবা ইনপুট ও আউটপুটে ওয়াট মিটার সংযোগ দিয়ে দেখাত তাহলে একবাক্যে বলা যেত সম্ভব ।

    @mahmud.tsc ভুল পোষ্ট করলে সরি।আমার মনে হয়েছে এটা সত্যিও হতে পারে,কারন দেখুন ভিডিওটা একটা টিভি চ্যানেলের।তাই শেয়ার করেছিলাম। আমার এই বিষয়ে কোনো ধারনা নাই। 🙁

    @mahmud.tsc: নেগেটিভ কথা কেন হবে, যা সত্যি হতে পারে তাই বলেছেন।ধন্যবাদ। 😀

    @mahmud.tsc: ভাল

Level 0

এই রকম একটা জিনিস Digonto TV তে দেখাইল ক্যামনে। আর বাংলাদেশে এই রকম আজীব অবাস্তব আবিস্কারের সংখ্যা দিন দিন বারতেছে। হতাশ হচ্ছি এই রকম প্রতিভাবান লোকজন ভুল পথে ভুল বিষয় নিয়ে তাদের প্ররিভা নস্ত করছে দেখে। আমি পুরাই হতাশ।

    @Faisal: ঠিকই বলেছেন, এসব টিভি চ্যানেল বন্ধ করে দেয়া উচিৎ।নাইলে আমার মত সবাই বিভ্রান্ত হবে।

      @ছবির ছেলে: পৃথিবী তে অনেক কিছু আছে যা কোনও সুত্রে কাজ করে না । নিজেই একটা সুত্র আবিস্কার করে ।যেমন নিউটন যদি আপেল গাছের তলায় না যেত তাহলে কিভাবে আপনি সুত্র পেতেন ,তাই বলছি উৎসাহ দিন ।অবজ্ঞা নয় ,কিছু মানুষ যদি পাগল না হত তাহলে আপনি কম্পিউটার চালাতে পারতেন না ,কারন বলে দেব ,আপনি তাহলে বিদ্যুৎ পেতেন না ,ভাল থাকুন ,উৎসাহ দিন

        Level 0

        @ Milon ar rasid, রাসেল_০৭
        একটা নাটকে বৃদ্ধা এক মহিলা বলেছিল “তোদের বিজ্ঞান পরিবর্তন হয় কিন্তু আমাদের আদি সংস্খার পরিবর্তন হয় না”
        আসলে ঠিক তাই বিজ্ঞান সে তো পরিবর্তনশীল কিন্তু যে ভাবে বিদ্যুৎ তৈরী করে প্রকাশ করে তাতেই সংশয়। আবারও বলছি যদি কেউ এমন কিছু আবিষ্কার হয়ই যে ইনপুটের চেয়ে আউটপুট বেশী তবে আউটপুট দিয়েই ইনপুট চলবে বা আপনা আপনি বিদ্যুৎ উৎপাদন হবে।
        “অবশ্যই আমাদের উৎসাহ দেওয়া উচিত”

কিছুদিন আগে আমিও একটা পত্রিকায় এমনই একটা কিছু দেখেছিলাম যেটাতে দেখানো হয়েছিল যে ব্যাটারীর সাহায্য দুটি DC মোটর দ্বারা একটি টারবাইন ঘুরিয়ে কোন প্রকার জ্বালানী ছাড়াই বিদ্যুত উৎপাদন করা হয়েছিল। তবে বিষয়টি আমার কাছে সম্ভবপর মনে হয়েছিল।
আর এ ভিডিওটি ব্যাপারে আমারও দ্বিমত আছে। তদোপরি লেখককে ধন্যবাদ।

Level 0

জিনিস্টা পুরাপুরি হাস্যকর but হান্নান ভাইয়ের মত করে যদি দেশের ‘রুই-কাতলারা ‘ বিদ্যুৎ সমস্যা নিয়ে ভাবত আর এই sector এ ,যদি দুর্নীতি কমানো যেত তাহলেই আর কিছু লাগত না ।

Level 0

আমি চাই এর ব্যবহার আমাদের জীবনে

physics er conservation of energy law anusare aita possible na.

    @mahmud.tsc: @ছবির ছেলে: @mahbubur rahman: পৃথিবী তে অনেক কিছু আছে যা কোনও সুত্রে কাজ করে না । নিজেই একটা সুত্র আবিস্কার করে ।যেমন নিউটন যদি আপেল গাছের তলায় না যেত তাহলে কিভাবে আপনি সুত্র পেতেন ,তাই বলছি উৎসাহ দিন ।অবজ্ঞা নয়

Level 0

মিলন ভাই আমি আপনার সাথে অবশ্যই একমত আবিষ্কার মানেই নতুন তত্ব পুরোনো কোন তত্ব যা একজন পূর্বে জানতনা এখন জানে সেটা কিন্তু আবিষ্কার নয়।
আবিষ্কার যাই হোকনা কেন তাতে অবশ্যই আমাদের উৎসাহ দেওয়া উচিত।