আপনার প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ পছন্দ করা কঠিন কোন কাজ নয়, শুধু কয়েকটা মুহুর্ত আপনার প্রয়োজন নিয়ে ভাবলেই আপনি আপনার প্রয়োজনীয় ল্যাপটপ নির্বাচন করতে পারবেন।
উদাহরণস্বরূপ, আপনি কি একজন গেমার? যদি তাই হয় তবে, আপনার ল্যাপটপে একটি খুব শক্তিশালী ভিডিও কার্ড প্রয়োজন। ল্যাপটপের অনবোর্ড ভিডিও মেমোরী আপনার প্রয়োজন মেটাতে পারবে না। তাই ল্যাপটপে আলাদা ভিডিও ক্যার্ড থাকতে হবে। এখন গেমারদের জন্য ল্যাপটপ নির্মিত হচ্ছে। সেটা প্রায়ই খুব ব্যয়সাপেক্ষ, লক্ষ্য টাকা বা তারও বেশি গুনতে হতে পারে। গেমারদের জন্য ডেস্কটপ কিছুটা সস্তা।
যদি আপনি ল্যাপটপে ফোটো, মিউজিক বা ভিডিও নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার বিশাল হার্ড ড্রাইভের প্রয়োজন হতে পারে। তাই কমপক্ষে ৩২০জিবি হার্ড ড্রাইভ যুক্ত একটি ল্যাপটপ নির্বাচন করুন। আপনি ভাগ্যবান, এখন ল্যাপটপে যথেষ্ট পরিমানে হার্ড ড্রাইভ, শক্তিশালী প্রসেসর এবং র্যাম থাকে। চাইলেই আপনি ল্যাপটপের সেথে একটা ডেস্কটপ পিসির তুলনা করতে পারেন।
যদি আজকে আমি কোন ল্যাপটপ কিনতাম, তাহলে অন্তত একটি ৩২০জিবি হার্ড ড্রাইভ এবং র্যাম অন্তত ৩জিবি নির্বাচন করতাম, বিশেষ করে ৪ গিগাবাইটের হবে। যদি আপনার ল্যাপটপ ৪জিবি র্যাম হয় তাহলে এটি একটি ৬৪ বিট অপারেটিং সিস্টেম, ৩২ বিট অপারেটিং সিস্টেম কমন কিন্তু আমি মনে করি সেটা দিন সংখ্যায়িত হয়েছে। উল্লখ্য যে ল্যাপটপে অবশ্যই চমৎকার প্রসেসর থাকতে হবে, অন্তত একটি কোর-টু-ডু প্রসেসর হতে হবে। ৩২ বিট এর সাথে ১৫" ইঞ্চি স্কিন বেশ ভাল মানায়। কোন দ্বিধা ছাড়াই আপনাকে ৫০,০০০ টাকা বাজেট করা উচিত। আর যদি সম্ভব হয় ৭০ পার করতে পারেন।
উল্লেখযোগ্য ব্রান্ডের কিছু কিছু চমৎকার ল্যাপটপ পাওয়া যায়। দয়াকরে মনে রাখবেন, ছোট স্ক্রিনের নেটবুক ভ্রমনের জন্য বেশ ভাল। তবে নেটবুকগুলো ডেস্কটপের সেথে তুলনাযোগ্য নয়।
ভাল উপদেশ হল, সবসময় নামকরা ব্রান্ডের ভাল মানের শ্রেষ্ঠ মেশিন কেনার চেষ্টা করবেন। প্রথমে নামকরা বিক্রেতাদের থেকে ক্রয় করার বিষয়ে নিশ্চিত হন। ওয়ারেন্টি কথা ভুলবেন না। আপনি যখন কোন মডেলের ল্যাপটপ ক্রয় করতে চাইবেন, তখন ভাল ভাবে সে মডেল সম্পর্কে খোজখবর নিবেন, প্রয়োজনে অনলাইনে রিভিউ পড়তে ভুলবেন না। একটা মডেল বাজারে আসার কয়েক মাস পর তার সম্পর্কে ইনফোরমেশন পাওয়া যায়।
আমি আশা করছি, আমার এই লেখাটি আপনাদের পরবর্তী ল্যাপটপ কিনতে সাহায্য করতে পারবে।
আমি Alex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।