SEO এক্সপার্টরা কই? বাংলাদেশ অার শীর্ষ স্থান ধরে রাখতে পারছে না। অারেক প্রতিযোগী দেশ বুলগেরিয়া বাংলাদেশকে হটিয়ে শীর্ষ স্থান দখলে রেখেছে।
অাসুন, তাই বেশী বেশী করে জয়েন্ট করে বুলগেরিয়াকে হটিয়ে অামরা জয় ছিনিয়ে অানি। অামার সোনার বাংলার দামাল ছেলে 'এসইও গুরু'রা কই। তারা কি অাবারো প্রমান করবেন না? বাংলাদেশ ই এসইওতে বেস্ট!!! অামরা মুল অলিম্পিকে কিছু করতে না পারলেও,অামরা এর অাগে পেরেছিলাম গনিত অলিম্পিয়াডে, পদার্থ অলিম্পিয়াডে। স্পেশাল অলিম্পকে অামাদের বুদ্ধিপ্রতিবন্ধী প্রতিযোগীরা এনেছিল উল্লেখযোগ্য গোল্ড মেডেল। অামরা বাংলাদেশকে এসইও অলিম্পিকে জয়ী করতে অাপামর প্রযুক্তিপ্রেমিদের দরকার ঝাঁপিয়ে পরতে। যোগদান করুন অামাদের সাথে এসইও অলিম্পিকে।
নিজে অংশ গ্রহন করুন এবং ফেইসবুক,টুইটারের মাধ্যমে অাপনার বন্ধুকে য়োগ দিতে বলুন অামাদের জাতীয় দল "টিম বাংলাদেশ"-এ। এবার অাপনিও পারবেন!!!
বাংলাদেশকে এসইও অলিম্পিকে জয়ী করতে এবং নিজে অংশ নিতে চাইলে এই লিংকে সাইন অাপ করুন।
ওই লিংকে রেজিস্ট্রশন করার পর এই লিংকে গেলে অাপনি কুইজের উত্তর দিন এই লিংকে
বাংলাদেশ থেকে যত প্রতিযোগি অংশ গ্রহন করবে বাংলাদেশের জেতার চান্স ততই বেড়ে যাবে। মনে রাখবেন, এক জন জয়েন্ট করলে বাংলাদেশের পক্ষে ৫ পয়েন্ট বেড়ে যাবে। অার অাপনার রেফারেন্সে অাপনার বন্ধু জয়েন্ট করলে অাপনার অারো ৫ পয়েন্ট বেশী যোগ হবে। অাপনার অাইফোন ৪এস জেতার সুযোগ অারো বেড়ে যাবে। শুধুমাত্র জয়ী দলের খেলোয়ারদের মাঝ থেকেই ভাগ্যবান খেলোয়ারকে অাইফোন ৪এস দেওয়া হবে। তাই বেশি করে রেফার করুন পরিচিত বন্ধু-বান্ধবদেরকে, যাতে বাংলাদেশকে জয় যুক্ত করা যায়। অাইফোন ৪এস জেতার সুযোগ তো থাকলোই! সবাই মিলে এক সাথে অলিম্পিক জয়ের অংশিদার হয়ে বাংলাদশ অাবারো বিশ্বর দরবারে পরিচিত করি।
বাংলাদেশকি হেরে যাবে? অামরা যদি বাংলাদেশকে ভালবাসি। তবে অাসুন SEO olympics এ বাংলাদেশকে জিতিয়ে অানি।
----------------
নজরুলের কন্ঠে অাউয়াজ তুলি................
হে বলবীর,
চির উন্নত মম শির,
শির নেহারী যত শিখর হিমাদ্রির..................
আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks. Join kortesi