একটা খুশির খবর দিতে এলাম! বোরিং হলেও একটু পড়ুন।

আস-স্লামুআলাইকুম।

কেমন আছেন সবাই?নিশ্চই খুব ভাল।আজ আমার মনের অবস্থা খুবই ভাল।কারণ, গত ২/৩ বছর ধরে যে জিনিস টার পিছনে দৌড়াতে দৌড়াতে হাপিয়ে গেছি আজ আমি সেই জিনিসটা পেয়ে গেছি।

আর সেই জিনিসটি আর কিছুই নয় সেটা হল সোনার হরিণ Google Adsense।গত ১৯ জুলাই এই ডোমেইনটা- মাইফানজিনি ডট কম আমি ক্রয় করি।ভাবলাম কি সাইট বানাবো, তো আমার এক ভাইয়া বুদ্ধি দিল।সে বলল যে তুমি মুভি, ভিডিও গান, নাটক, অডিও গান নিয়ে একটা সাইট তৈরী কর। তো আমি গ্রামে থাকি আমার ইন্টারনেট স্পিড তেমন একটা ভাল না।আমি ভাইয়া কে বললাম যে ভাইয়া মাল্টিমিডিয়া সাইট করতে গেলে তো আমার কিছু আপলোপড করতে হবে, তো কি করব? ভাইয়া বলল যে সেটা নিয়ে তোমার কোন টেনশন নাই আমি যা যা দরকার সেগুলো আপলোড করে দেব। তারপর ও কিছু জিনিসতো নিজের ও করতে হয়। তাই দুজনে মিলে ওয়ার্ডপ্রেস দিয়ে মোটামুটি একটা সাইট বানালাম। গুগোল এ্যাডসেন্সে ও এ্যাপ্লাই করলাম। গত ২২ জুলাই গুগোল এ্যাডসেন্সের জন্য এ্যাপলাই করলাম। ২৪ জুলাই থেকে Welcome to google Adsense নামে মেইলটি পেলাম। তারা বলল যে আপনার এ্যকাউন্ট আমরা রিভিউ করছি। আপনার

Adsense এ্যকাউন্টে লগইন করে আপনি এ্যাডগুলো আপনার সাইটে প্লেস করুন। তাদের কথা মতন কাজগুলো সম্পন্ন করলাম। আজ সকালে আমার সেই ভাইয়া ফোন করে বলল যে তাড়াতাড়ি সাইটে ঢুকে দেখ তো সাইটে কি যেন দেখছি। আমি ভাবলাম কোন সমস্যা হল কিনা? চোখ মুছতে মুছতে ঢুকে দেখলাম যে সোনার হরিণ আমার সাইটে চলে এসেছে। এই দেখে খুশিতে বুকটা ভরে গেল। আমার আর আমার ভাইয়ার এই ১০ দিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার সাইট টা-মাইফানজিনি ডট কম । আমার আর ভাইয়ার পরিশ্রমের সাথে আর এক জনের সাহায্য্ আছে কে জানেন? সে আর কেউ নয়! সে আমার প্রিয় টেক-টিউনস। আমি টেক-টিউনস থেকে অনেক কিছু শিখেছি আর আজও শিখছি।

এখন একটু সাহায্য চাচ্ছি Adsense Expert ভাইদের কাছে। আমি কিভাবে সাইটিকে এখন মেইনটেন করব? আর আমি শুনেছি যে Adsense এর এ্যাড ছাড়া Adsense থেকে টাকা পাওয়া সম্ভব! আর কিভাবে Adsense এর এ্যাড ছাড়া Adsense দিয়ে আরও টাকা উপার্জন করব এই ব্যাপারের জন্য Adsense Expert ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।  আপনারা যদি কিছু টিপস্ দেন তাহলে খুবই উপকৃত হব।

আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই সোনার হরিনটা টিকিয়ে রাখতে পারি। এইটা আমারসাইট-মাইফানজিনি ডট কম , এই সাইটে আরও কিছু কন্টেন যোগ করছি। আপনারা চাইলে ঘুরে আসুন।
এটা আমার সাইটের ফেইসবুক ফ্যান পেজ, পারলে এটা লাইক দিয়েন। কমেন্ট করতে যেন ভুলবেন না।

ভাল থাকবেন সবাই আল্লাহ্-হাফেজ।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apneto khubi vaggoban matro 10 din a account paye gechen.. congratulations….

thank you viya… দোয়া করবেন।

Level New

Congartulation! Apnake ami r o ekta sukhobor janabo. R seta holo aj theke 1 mas hok othoba 6 mas hok apnar adsense site block hoye zabe. hahaaha… kano janen? Karon apni j site baniyechen sei dhoroner site Google support korena motei. Apni ekta illigal download site toiri korechen zeta google Adsense policy birodhi. Apni hoyto vabben j taholey accept holo kan? Answer holo hoyto apanr tokhnkar content gula illigal download songkranto chilo na tai Google accept koreche. Google adsense theke tk aay kora prithibir kothinotom kaj gulor majhe ekta. Valo seo optimized high ranked site na holey ei poth a tk aay hobei na. Dekha zabe dollar na proti mas a apni koek cent aay korchen. Kichu din ageto ek Tuner tune kore fellen j “Ghumiye Ghumiye Tk aay koren Google Adsense diye” hahaha…. Eta ekta ajgubi kotha chhara r kichui na. Abar onnovabe bolle kothata angshik sotto ebong zodi apnar khub valo high rakded site thake noyto ek bochoreo 100USD hobe na. hahah… R zokhn 100USD hobe tokhn porben r ek jhamelay karon google only Paypal support kore r BD te Paypal nai. tai tara BD te only Check dey. Sei check vangano r evarest joy kora praay soman. But ekbar vanganor niom bujhle porer bar kosto ek2 kom hobe. Age 100 USD hok tar por parle knock koiren boley dibo kivabe kothay vangaben. R valo ekta advice dei oboidhi download site er bodol a valo kichu banan. Noyto khub shighroi block khaben. R apni ze dhoroner site baniyechen ami challenge kore bolte pari apnar aay hobe cent a r apnar 100USD joma hote hote 2/3 bochor lege zabe. SEO sikhun site k SEO optimized korun r site er subject bodlan. R ami jani sei tune onkekei porechen “Ghumiye Ghumiye Tk aay koren Google Adsense diye” Vai ghumiye ghumiye sudhu shopnoi dekha zay tk aay kora zay na. Mark Juker burg zodu FB bananor por ghumya ghumya din kataten tahole FB aj eto popular hoto na. FB er pechon a uni din raat porishrom ageo korten r ekhon o. Sohoj vasay Adsense er maddhome tk kamai korte hole apnake nijer site er pechon a prochur somoy r shrom dite hobe. Zara boley ghumya ghumya adsense er maddhome tk aay kora zay parle ami tader gaal a chor martam prithibir sobche boro mitthati bolar jonno. Thank you.

    @সুমন: হুমম আপনার মন্তব্যটা পড়তে একটু কষ্ট হলো বাট ভালো লাগলো কিন্তু বাংলায় হলে আরো ভালো লাগতো, আপনার সাথে আমি সহমত।

    @সুমন: ভাই ভালই বললেন তো।

আমার মনে হয়,আপনার টিউনটি না করাই ভাল ছিল ,কারন আমি জানি ওয়েবসাইটে ভিজিটর আনতে হয় এস ই ও করে।
তার মানে এই না যে আপনি ভিজিটরের জন্য টিউন করেছেন।
আমি বোঝাতে চাইছি যে ,এখন যদি কেউ আপনার আড এ মাত্রা ওতিরিক্ত ক্লিক করে কি হবে বুঝেছেন।

    ভাই আপনি এই সোনার হরিণটার জন্য ২-৩বছর ধরে এত কষ্ট করেছেন শুনে খুবই দুঃখ পেলাম। মনে হয় মামা আমাকে একটু বেশিই ভালবাসে তাই আমাকে তাড়াতারিই দিসে, কিন্তু কষ্টের বিষয় হল আমি আপনার মত শুধু Welcome to google Adsense এই লেখাটা গুগল মামার কাছ থেকে পেলাম না বাট সোনার হরিণ মামা আমাকে ঠিকই দিসে। যাহোক ভাই আপনাকে আপনার ভালোর জন্য একটা কথা বলি – আপনি যদি আপনার সোনার হরিনটা হারাতে না চান, তাহলে আপনার সাইটে লিংকটা সবার সাথে এভাবে শেয়ার কইরেন না। এতে অবশ্য কিছু ভিসিটর আপনি পাবেন, কিন্তু আপনি ভিসিটর চান কিসের জন্য এ্যাডে ক্লিক পরে যেন সেই জন্য ঠিক না ? কিন্তু যদি আপনার এ্যাডই না থাকে তাহলে ? সেজন্য এভাবে লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন এবং ভিসিটরের জন্য এসইও করুন। আর কিছু মনে করবেন না একটা কথা বলি আপনার সাইটে ডিজাইনটা আমার পছন্দ হয়নি, পারলে টেম্পেলেটটা পরিবর্তন করুন এবং যথা সম্ভব সাইটের নেভিগেশন করুন ও অপ্রয়োজনীয় গ্যাডজেট পরিহার করুন । আর আপনার ব্লগে একটা জিনিস দেখলাম আপনি প্রত্যেক পোষ্টের ইমেজের একদম নিচেই একটা এ্যাড বসাইসেন, জানেন এটা এ্যাডসেন্সের টার্মসে সম্পূর্ন নিষেধ। কোন ছবির একদম সাথে গুগল এ্যাডসেন্স বসানো যাবে না। যত তাড়াতারি পারেন ওই এ্যাডটা সরান, না হলে আপনার সোনার হরিণ উরাল দিবে। আরো কিভাবে আপনার এ্যাডসেন্স ব্যান হতে পারে তা জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন।

Level New

একটা সত্যি কথা বলবেন? আপনি জীবনে কখনো এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন পড়ে দেখেছেন?
যদি নিজের ভালো চান তাহলে এক্ষুনি এই সাইট থেকে আপনার এড কোড সরিয়ে ফেলুন। আগে ছয় মাস ধরে ব্লগিং শিখুন, তারপর জানতে চেষ্টা করুন কিভাবে আয় করা যায় এরপর এডসেন্স সম্পর্কে জানুন তারপর গিয়ে সাইটে এড এবং আয়।
অনেক কিছু শেখার বাকি আছে আপনার। এডসেন্স সম্পর্কে আপনার যে কোনোই ধারণা নেই সেটা আপনার সাইটে গিয়েই বোঝা যায়।

    @সেতু: আমি যখন ব্লগিং করি তখন অনেক চান্দুই ব্লগ চিনত না। আমার ব্লগ সাইটে চাইলে ঘুবে আসতে পারেন। http://www.techzhunter.com

      Level New

      @Techno Sabbir: হতে পারে ব্লগিং সম্পর্কে আপনি অনেক জানেন কিন্তু এডসেন্স সম্পর্কে না। আমার প্রথম প্রশ্নের জবাবটা কি দেবেন?
      আর এখানে আপনাকে কেউই অন্য কোনো দৃষ্টিতে জবাব দিচ্ছে না, আপনাকে আমরা কষ্ট করে রিপ্লাই দিচ্ছি, আপনার উত্তরগুলা কিন্তু কেমন জানি। মনে হচ্ছে আপনি মনে করছেন আপনি একাই এডসেন্স পেয়ে বসে আছেন, এটা কেউ সহ্য করতে পারছে না!

        @সেতু: সবাই সহ্য করলে ও আমার মনে হয় আপনার সহ্য হচ্ছে না! আর হ্যা আমি টার্মস এন্ড কন্ডিশন টা ভাল ভাবে পড়ে ছিলাম না।

          Level New

          @Techno Sabbir: নারে ভাইরে সহ্য হবে না কেন? ভুল হলে মাফ চাচ্ছি।
          আসলে কষ্টটা পাই, ৪/৫ বছর ধরেই এডসেন্স নিয়ে টেকটিউনসে বিভিন্ন জন টিউন করে, এডসেন্স সম্পর্কে জানতে চায়। আপনি যেমন চেয়েছেন- ‘এখন একটু সাহায্য চাচ্ছি Adsense Expert ভাইদের কাছে। আমি কিভাবে সাইটিকে এখন মেইনটেন করব?’ এখন তাদেরকে যখন তাদের ভুগুলা ধরিয়ে দেই তারা তখন বলে কিনা – ‘আমি যখন ব্লগিং করি তখন অনেক চান্দুই ব্লগ চিনত না। ‘
          আমি বুঝিনা নিজের ভুলের কথা যদি সহ্যই না হবে তাহলে এই ধরণের সাহায্যের মানে কি? আপনাকে কমেন্টের মাধ্যমে আপনার বেশ কয়েকজন বললাম আপনার সাইটে কপিরাইট কন্টেন্ট, তাই একাউন্ট আজ হোক/৬ মাস পর হোক ডিজাবেল হবেই, আপনি কিনা এখনো সাইট থেকে এডসেন্স সরাননি( ব্লগ বডি পোস্টে স্ট্রিপ এড)। তাহলে বলেন সময় ব্যয় করে আমাদের করা কমেন্টের মূল্যটা কোথায়?
          ভবিষ্যতে টেকটিউনসে কাউকে নিজের ৭/৮ বছরে এডসেন্স ব্লগিং এর অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে গেলে ১০০বার ভেবে কমেন্ট করবো। ধন্যবাদ। ভালো থাকবেন।

          @Techno Sabbir: আপনি আমার কথায় কষ্ট পেলেন ! দুঃখিত ভাই পারলে ক্ষমা করবেন।

Level New

ভাইয়ে সাইটে আপনি দেখলাম ফ্লোটিং এডসেন্স এড লাগিয়েছেন। গুগল এটা সাপোর্ট করে না। আর ২৪ জুলাইয়ে গুগলের মেইলটা আবার পড়ে দেখুন। তারা কি আপনার সাইটকে পুরোপুরি এক্সেপ্ট করেছে নাকি বলেছে ৭-১০ দিনের মধ্যে আরেকটি রিভিউ হবে? গুগল ২ দিনে কখনোই রিপ্লাই দেয় না এখন, এটা অটোমেটেড মেইল এড কোড প্রোভাইড করার জন্য। এড কোড সাইটে বসানো হলে তারা এক সপ্তাহের মধ্যে ম্যানুয়ালি সেটা রিভিউ করবে।

দুঃখিত ভুলে না আসলে ঘুমে ঠেলায় উপরের ভাইকে রিপ্লে দিয়ে ফেলেছি :p
ভাই আপনি এই সোনার হরিণটার জন্য ২-৩বছর ধরে এত কষ্ট করেছেন শুনে খুবই দুঃখ পেলাম। মনে হয় মামা আমাকে একটু বেশিই ভালবাসে তাই আমাকে তাড়াতারিই দিসে, কিন্তু কষ্টের বিষয় হল আমি আপনার মত শুধু Welcome to google Adsense এই লেখাটা গুগল মামার কাছ থেকে পেলাম না বাট সোনার হরিণ মামা আমাকে ঠিকই দিসে। যাহোক ভাই আপনাকে আপনার ভালোর জন্য একটা কথা বলি – আপনি যদি আপনার সোনার হরিনটা হারাতে না চান, তাহলে আপনার সাইটে লিংকটা সবার সাথে এভাবে শেয়ার কইরেন না। এতে অবশ্য কিছু ভিসিটর আপনি পাবেন, কিন্তু আপনি ভিসিটর চান কিসের জন্য এ্যাডে ক্লিক পরে যেন সেই জন্য ঠিক না ? কিন্তু যদি আপনার এ্যাডই না থাকে তাহলে ? সেজন্য এভাবে লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন এবং ভিসিটরের জন্য এসইও করুন। আর কিছু মনে করবেন না একটা কথা বলি আপনার সাইটে ডিজাইনটা আমার পছন্দ হয়নি, পারলে টেম্পেলেটটা পরিবর্তন করুন এবং যথা সম্ভব সাইটের নেভিগেশন করুন ও অপ্রয়োজনীয় গ্যাডজেট পরিহার করুন । আর আপনার ব্লগে একটা জিনিস দেখলাম আপনি প্রত্যেক পোষ্টের ইমেজের একদম নিচেই একটা এ্যাড বসাইসেন, জানেন এটা এ্যাডসেন্সের টার্মসে সম্পূর্ন নিষেধ। কোন ছবির একদম সাথে গুগল এ্যাডসেন্স বসানো যাবে না। যত তাড়াতারি পারেন ওই এ্যাডটা সরান, না হলে আপনার সোনার হরিণ উরাল দিবে। আরো কিভাবে আপনার এ্যাডসেন্স ব্যান হতে পারে তা জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন।

    @নিউ রফিক: টিউনটি মডিফাই করে দিলাম।

    @নিউ রফিক: ভাই একটা কথা বলেন টেকটিউনস এ চিকন করে যে এ্যাডটা দেয়া আছে কমেন্ট এর উপরে দেয়া আছে ঐ এ্যাড টা কিভাবে ব্যাবহার করতে পারি বা ঐ প্লাগইনস টার নাম টা কি?

ও আর আপনার আর একটি প্রশ্নের উওর দিতে ভুলে গিয়েছিলাম, আপনি এ্যাডসেন্সের এ্যাড ছাড়া আয় করতে চেয়েছিলেন সেজন্য এই পোষ্টটা দেখুন ।

অামিও এডসেন্স এর রিভিউ জন্য কোড পেয়েছি। তারা কি অামার ভিজিটর এর পরিমানও কি তারা রিভিউ করবে? কি করব অামি? অভিজ্ঞরা যদি একটু অাওয়াজ দিতেন অামার উপকার হতো!!!!

আরেকটা কথা বলবেন দয়া করে, আমি কি অন্য কোন সাইটে এই এ্যাড দিতে পারবো? একটু আওয়াজ ছাড়েন।

Ai domain e kono site e nai. Please aponar site ar link ta den. Email korben [email protected]

    @Farjanul Nayem: ভাই ডোমেইন নেম টা দিলে একটু সমস্যা হতে পারে হয়ত। এজন্য বাংলায় নামটা দিয়েছি!!

সবাই কমেন্ট করল কিন্তু মডারেটর সোর্ডফিস তো কিছু বললেন না???

Level 0

আমার সোনার হরিন ডিস-এপ্রভাল হয়ে গেছে কি করবো ? আমি আবেদন করার পরে কবে ইমেল পাঠিয়েছে আমি জানতাম না একদিন ড্যাশবোডে ঢ়ুকে দেখি The account associated with publisher ID ca-pub-0539878997415284 has been disapproved. Learn more এই লিখা টি আসছে ।আমি পুনরায় আবেদন করলে বলে আমার যে এডসেন্স একাউন্ট যেটা অন্যের এডসেন্স একাউন্ট এর সাথে মিলে যাচ্ছে।
এবং একটি ইমেল দেখাচ্ছে পরে ভেবে দেখী ঐ ইমেল দেখাচ্ছে সেটা আমার অন্য একটা ইমেল তারপর আর কিছু করিনি আসলে কি হয়েছে আমার সাইটের সাথে?

Level 0

গুগল অ্যাডসেন্স এ huge income ar jono amra (banladeshi) ki bangldeshi sob blog ar adsene

adds a click korta pari . তা হলে bangladesh adsense thaka onak $ asta para.

bangla likta kosto hocha tiar jono sorry

onak din thaka ami bangladeshi adsense vidar blog ar adsense adds a click kori .

Via apnar kacha amar prosno Ata korla ki amader (adsense user) kono Problem hobe

Problem na hola somvabona aro onek (bangldesh)

Techtunes ar Sob pathokder moda jode ata korta para ta hola .,………………….

Forum for adsense user Only bangladesh jon and discuss Problem

https://groups.google.com/forum/#!forum/bangladesh-adsense-group-bag

My fist two blog site in blogger.com

http://androidphoneapp24.blogspot.com/

http://esotheliomalawfirms.blogspot.com/

Only for you……….

Be honest for you country people and society
Help you won Country (bangladesh )