কেমন আছেন সবাই?নিশ্চই খুব ভাল।আজ আমার মনের অবস্থা খুবই ভাল।কারণ, গত ২/৩ বছর ধরে যে জিনিস টার পিছনে দৌড়াতে দৌড়াতে হাপিয়ে গেছি আজ আমি সেই জিনিসটা পেয়ে গেছি।
আর সেই জিনিসটি আর কিছুই নয় সেটা হল সোনার হরিণ Google Adsense।গত ১৯ জুলাই এই ডোমেইনটা- মাইফানজিনি ডট কম আমি ক্রয় করি।ভাবলাম কি সাইট বানাবো, তো আমার এক ভাইয়া বুদ্ধি দিল।সে বলল যে তুমি মুভি, ভিডিও গান, নাটক, অডিও গান নিয়ে একটা সাইট তৈরী কর। তো আমি গ্রামে থাকি আমার ইন্টারনেট স্পিড তেমন একটা ভাল না।আমি ভাইয়া কে বললাম যে ভাইয়া মাল্টিমিডিয়া সাইট করতে গেলে তো আমার কিছু আপলোপড করতে হবে, তো কি করব? ভাইয়া বলল যে সেটা নিয়ে তোমার কোন টেনশন নাই আমি যা যা দরকার সেগুলো আপলোড করে দেব। তারপর ও কিছু জিনিসতো নিজের ও করতে হয়। তাই দুজনে মিলে ওয়ার্ডপ্রেস দিয়ে মোটামুটি একটা সাইট বানালাম। গুগোল এ্যাডসেন্সে ও এ্যাপ্লাই করলাম। গত ২২ জুলাই গুগোল এ্যাডসেন্সের জন্য এ্যাপলাই করলাম। ২৪ জুলাই থেকে Welcome to google Adsense নামে মেইলটি পেলাম। তারা বলল যে আপনার এ্যকাউন্ট আমরা রিভিউ করছি। আপনার
Adsense এ্যকাউন্টে লগইন করে আপনি এ্যাডগুলো আপনার সাইটে প্লেস করুন। তাদের কথা মতন কাজগুলো সম্পন্ন করলাম। আজ সকালে আমার সেই ভাইয়া ফোন করে বলল যে তাড়াতাড়ি সাইটে ঢুকে দেখ তো সাইটে কি যেন দেখছি। আমি ভাবলাম কোন সমস্যা হল কিনা? চোখ মুছতে মুছতে ঢুকে দেখলাম যে সোনার হরিণ আমার সাইটে চলে এসেছে। এই দেখে খুশিতে বুকটা ভরে গেল। আমার আর আমার ভাইয়ার এই ১০ দিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার সাইট টা-মাইফানজিনি ডট কম । আমার আর ভাইয়ার পরিশ্রমের সাথে আর এক জনের সাহায্য্ আছে কে জানেন? সে আর কেউ নয়! সে আমার প্রিয় টেক-টিউনস। আমি টেক-টিউনস থেকে অনেক কিছু শিখেছি আর আজও শিখছি।
এখন একটু সাহায্য চাচ্ছি Adsense Expert ভাইদের কাছে। আমি কিভাবে সাইটিকে এখন মেইনটেন করব? আর আমি শুনেছি যে Adsense এর এ্যাড ছাড়া Adsense থেকে টাকা পাওয়া সম্ভব! আর কিভাবে Adsense এর এ্যাড ছাড়া Adsense দিয়ে আরও টাকা উপার্জন করব এই ব্যাপারের জন্য Adsense Expert ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা যদি কিছু টিপস্ দেন তাহলে খুবই উপকৃত হব।
আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই সোনার হরিনটা টিকিয়ে রাখতে পারি। এইটা আমারসাইট-মাইফানজিনি ডট কম , এই সাইটে আরও কিছু কন্টেন যোগ করছি। আপনারা চাইলে ঘুরে আসুন।
এটা আমার সাইটের ফেইসবুক ফ্যান পেজ, পারলে এটা লাইক দিয়েন। কমেন্ট করতে যেন ভুলবেন না।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apneto khubi vaggoban matro 10 din a account paye gechen.. congratulations….