আমাদের এলাকায় বাংলালায়ন/কিউবি অথবা বিটিসিএল ব্রডব্যান্ড কোনটাই নেই। তাই ভরসা করত হয় বর্তমান বাংলার ইস্ট-ইন্ডিয়া কোম্পানীখ্যাত গ্রামীনফোনের উপর।
আমি দীর্ঘদিন ধরে গ্রামীনফোনের পোস্টপেইড সিমে ২৪ ঘন্টা আনলিমিটেড প্যাকেজ অর্থাৎ P2 ব্যবহার করি। পোস্টপেইডের সুবিধাটা হল প্রতিদিনের ইন্টারনেট বিলের প্রতিদিনের টাকা প্রতিদিন কেটে নেয়। অর্থাৎ আমি যদি ইচ্ছা করি ৩ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করব, তাহলে ৩ দিনের টাকা কেটে নিবে। এরপর ইচ্ছা করলে আমি প্যাকেজ ডিএক্টিভেট করতে পারব।
আরও একটি সুবিধা আছে- জিপির আনলমিটেড প্যাকেজ কিন্তু শুধু নামে আনলিমিটেড। বাস্তবে ওরা ৫ গিগাবাইট ডাটা আমাদের ব্যবহার করতে দেয়। এর বেশী হলে আপনার ইন্টারনেট স্পীড হয়ে যাবে সর্বোচ্চ ২ কিলোবাইট পার সেকেন্ড। যেটা ইন্টারনেটের কোন সংজ্ঞাতেই পরে না। এতদিন আমরা যারা এই নামেমাত্র আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করতাম, তারা ৫ গিগার লিমিট শেষ হবার পর অন্যকোন প্যাকেজ নিতাম অথবা বর্তমান প্যাকেজ বাতিল করে নতুন করে রিনিউ করতাম। এতে ৫ গিগার ইউসেস লিমিট নতুন করে গণনা শুরু হত।
মূলত অন্ধের ষষ্ঠীর মত এই সুবিধাটা যাতে আমরা আর না পাই, সেই ব্যবস্থাটাই আজ জিপি পাকাপাকি করে ফেলল।
কোন পূর্বঘোষণা ছারাই জিপির নতুন অফার-- আজ থেকে আপনি যদি P2 প্যাকেজ অ্যাক্টিভেট করেন, বা আগের থেকে অ্যাক্টিভ করা থাকে, তাহলে ভুলেও অন্য প্যাকেজ নিবেন না অথবা প্যাকেজ ক্যানসেল করবেন না। তাহলে একবারে ১ মাসের টাকা অর্থাৎ ৯৭৭ টাকা একবারে কেটে নিবে!!!
আমার আগে থেকে প্যাকেজ অ্যাক্টিভ করা আছে। তাই আমি যদি ১ দিন ব্যবহার করেও এখন প্যাকেজ বন্ধ করেও দিতে চাই, তাহলেও আমাকে একমাসের টাকা দিয়ে দিতে হবে। তাই যারা এ সম্পর্কে এখনো জানেননা, তারা সতর্ক হন।
ইচ্ছা হলেই কিছুদিন ব্রাউসিং করবেন এবং কিছুদিন প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করবেন আনলিমিটেড প্যাকেজ নিয়ে, সেটি আর হচ্ছে না। অবশ্য যাদের কাড়িকাড়ি টাকা আছে, তাদের কথা আলাদা।
মোটকথা প্রিপেইড এবং পোস্টপেইডের মধ্যে আর কোন পার্থক্য রইল না!! আপনি চান বা না চান, ৫ গিগার ইউসেস লিমিট আপনার ঘারে জোড় করে চাপিয়ে দেয়া হল। যাতে আমাদের মত সাধারণ জনগণের কিছুই করার নেই!! বর্তমান জামানায় ১ মাসে ৫ জিবি দিয়ে ব্রাউসিং না ডাউনলোড - কোনটা করবেন??
রমজান উপলক্ষে সিটিসেল সহ অন্যান্য অপারেটররা যেখানে আকর্ষণীয় প্যাকেজ অফার করছে, সেখানে গ্রামীণফোন আমাদের জন্য এই অসাধারণ প্যাকেজ (!) উপহার দিল!!
তাই আসুন মুভি/গেমস/সফটওয়্যার ডাউনলোড বাদ দিয়ে আমরা গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানাই। আর বিনিময়ে পাই-- সুদীর্ঘ, চোখা এবং সেইসাথে মোটা বাঁশ - সারাজীবণের জন্য !!!!
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
আপনার পিকচার তা জটিল হইছে। হারামি ফোন। হারামি ফোন এখন আবুল গো লেইগা খালি মানে জাগ কারী কারী টাকা আছে তাদের জন্য শুধু। আমি তো সেই কবেই হারামি ফোন রে লাথি মাইরা দিসি