Google Adsense. মামা ভাগিনার চোর পুলিশ খেলা।

অনলাইন আয় বলতে আমরা এতদিন পিটিসি কেই বুঝতাম।কিন্তু Dolencer, skylancer এর জন্য আমাদের চিন্তাচেতনার কিছুটা উন্নতি ঘঠেছে। আমরা এখন অনলাইন আয় বলতে Google Adsense, Odesk, Freelancer  কে খুব সামান্য হলেও বুঝতে শিখেছি। কিছু দিন আগের একটা গল্প বলি।আমার পাশের বাসার একটা ছেলে ৭০,০০০ টাকা দিয়ে Dolencer এর ১০টা Account কিনেছিল।১ মাসের Payment  পাইয়া ছেলেটার মাটিতে পা পড়ে না এই অবস্থা। তারপর Dolencer এর অবস্থা সবার এ জানা।অন্য আর একটা ছেলেকে আমি জানি। শহরের খুব ভাল একটা পজিশনে তার Computer & Mobile Accessories এর দোকান ছিল। Dolencer, skylancer  এর পাল্লাই পরে সব হারিয়ে এখন সিটি কর্পোরেশনে ঘোরাঘুরির দায়িত্ব নিয়েছে।যাহোক, আমি আজকে Google Adsense  নিয়ে লিখতে গিয়ে কিনা কি লিখা শুরু করে দিয়েছি।আমার এক বন্ধু Google Adsense এর টাকা দিয়ে কয়দিন আগে বিয়ে পর্যন্ত করলো। সুতরাং, বুঝতেই পারতেছেন Google Adsense  কি পরিমান টাকা তাকে দিয়েছে।কিন্তু কথা হলো Google Adsense এর Account  পাবো কেমনে? এটা তো এখন সোনার হরিন হয়ে গেছে।এমন ও অনেক আছে যারা বছরের পর বছর চেষ্টা করতেছে একটা Google Adsense Account এর জন্য।হয়তো ভাবতেছেন Google মামার টাকা কমে গেছে তাই আর Account  Approve করে না। আসলে ঘটনা তার উলটা। মামা কিন্তু রেডী হয়ে আছে কখন ভাগিনা Account নেওয়ার জন্য আসবে। কারন টা খুবই সহজ। ভাগিনা Account পাইলে মামার ও যে কিছু ইনকাম হয়। আসলে আমরা ভাগিনারা মামার কাছে সঠিক উপায়ে Account  চাইতে পারিনা।আমরা ভাবি যে একটা ওয়েবসাইট বা ব্লগ করলেই তো মামা Google Adsense Account  দিবেই। ধারনা টা চরম মিথ্যা।মামা আমাদের জন্য কি কি করনীয় তা কিন্তু সব কিছু বলেও দিয়েছেন। অথচ এগুলো না বুঝে আমরা মামার সাথে চোর পুলিশ খেলি। আসুন দেখি মামার কি কি দরকার একটা Account দিতে।

১. Google Adsense এ Apply  করার জন্য আপনার বয়স ১৮+ হয়তে হবে।

২. একটা সম্পুর্ণ ওয়েবসাইট বা ব্লগারে ব্লগ থাকতে হবে।

৩. আপনার সাইটে ভালো মানের কিছু কন্টেন্ট থাকতে হবে। সংখ্যাটা ৩০ এর উপরে হলে ভালো হয়। কোন সাইট থেকে কোনো কন্টেন্ট কপি করা যাবে না।

৪. আপনার সাইটে কোনো অবৈধ, পর্ণ এবং কাউকে হেয় করে কোনো লেখা কন্টেন্ট থাকা যাবে না।

৫. আপনার ওয়েবসাইট বা ব্লগের বয়স ন্যুনতম ৬মাস হওয়া ভালো।

৬. একটা ব্যাংক Account  থাকা ভালো।

এবার আসুন Account  Approve  হওয়ার কিছু টিপস দেখে নেয়।

১. আপনার সাইটে অবশ্যই কমপক্ষে ২০টা কন্টেন্ট রাখুন।

২. আপনার সাইটে প্রতিদিন মোটামুটি সংখ্যক নতুন ভিজিটর রাখার ব্যবস্থা করুন।

৩. Adsense এ Apply  করার পুর্বে Adsense নিয়ে কিছু লিখবেন না। যদি লিখতেই হয় তাহলে তা যেন Google, Adsense, Another Product Of Google এর বিপরীতে না যায়।

৪. হাই পেয়িং কী ওয়ার্ড নিয়ে লেখালেখি করবেন না। এতে Google  ধরে নিতে পারে আপনি শুধু মাত্র টাকা ইনকাম এর জন্য সাইট বানাইছেন।

৫. আপনার সাইটে ভালো মানের কন্টেন্ট রাখুন। কোনো কপি পেষ্ট করবেন না।

৬. ভালো PR সাইটে আপনার সাইট বা ব্লগের ব্যাকলিঙ্কস তৈরী করুন। এতে ভিজিটর ও বাড়বে গূগল টীম ও ইম্প্রেস হওয়ার চান্স থাকবে।

৭. আপনার ওয়েবসাইট বা ব্লগে অবশ্যই About পেজ থাকতে হবে। Google জানতে চাই আপনি এবং আপনার ব্লগ সম্পর্কে।

৮. আপনার ওয়েব বা ব্লগের একটা Privacy Policy থাকতে হবে অবশ্যই।

৯. আপনার সাইটকে যত সম্ভব হাল্কা রাখুন। ভিজিটর দের ভুল পথে চালিত করে এমন লিঙ্ক শেয়ার করবেন না।

১০. যখন Adsense  এর জন্য Apply করবেন তখন Black Hat Technique নিয়ে কিছু লিখবেন না কিংবা Pop Up Ads ডিসপ্লে করবেন না। পারতঃ পক্ষে অন্য কোনো নেটওয়ার্কের Ads  সাইটে রাখবেন না।

১১. Youtube, Hubspot, Flixya, Docstoc, Xomba and Infobarrel এর মাধ্যমে Google Adsense এ Apply  করুন।

উপরের সব গুলো শর্ত পুরণ করে Apply করলে আশা করি মামা ভাগিনার চোর পুলিশ খেলতে হবে না।একটা অনুরোধ করব আপনাদের। অনেক জায়গা তে Google Adsense এর Account  কিনতে পাওয়া যায় এই রকম বিজ্ঞাপণ দেখা যায়। দয়া করে Account কিনবেন না। কারন, মামা খুবই কঠিন। একটু ভুল করলেই Account  বাতিল করবে। তাই পরিশ্রম করে নিজে সব কিছু শিখে মামারে Account  দিতে বলবেন।মামা আমাদের বিমুখ করবেন না ইনশাআল্লাহ।

এই প্রথম এত বড় ব্লগ লিখলাম। জানি অনেক ভুল হয়েছে। ভুল গুলো মাফ করে দিবেন।

আর আমার ব্লগ সাইট ২টা থেকে  ঘুরে আসবেন একবার।

কোডিং স্কুল

http://codesschool.blogspot.com

এবং

ফেসবুক কভার ফটো

http://fbcoverphotowallpaper.blogspot.com

আমাকে ফেসবুকে এখানে পাবেন।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাল লাগল।

Level 2

ধন্যবাদ ভাই। খুশি হলাম।

মামা, এত সুন্দর ঘড়ি পাইলেন কই?

Level 0

vai amar site deke bolen to adsence pabo kina

    Level New

    @sudipto007: অনেকগুলা সফটওয়ারের পোর্টেবল ভার্সন ফ্রি ডাউনলোডের লিংক রেখেছেন আপনি যা কপিরাইটের সুস্পষ্ট উদাহরণ। এডসেন্স একাউন্ট এপ্রুভের সম্ভাবনা শুণ্য।

জটিল হইছে…

Level 0

মামা সম্পর্কে পরিস্কার ধারণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

মামা জটিল

Level 2

মামা দিয়েছে@ স্বার্থপর

Level 2

এটা আমি কেন মামা নিজেও জানে না আপনাকে দিবে কিনা। পোষ্ট টা ভালো করে পরে নিজের সাথে মিলিয়ে নেন।

Level 2

ধন্যবাদ@ ভাই…… রাস

Level 2

কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ মামা@ রাহিম

Level 2

জী মামা@ মামুন

Level 0

jooooooooooootil

Bangla blog theke ki apply kora jabe?

Content ke bujhe na.,.
Doya kore janaben.

Level 2

ওমাগো!!! ভয় পাইছি@ ড্রাকুলা

Level 2

বাংলা ব্লগ মামা এপ্রভ করে না। কন্টেন্ট হলো আপনি যে টপিক্স নিয়ে লেখবেন।@ সামাদ

Level 0

আচ্ছা, টেক tt তে তো অনেক পোস্ট থাকে যেগুলো tuner page বা অন্য কোথাও পাওয়া যায় … বা অন্য কোথাও প্রকাশিত হয় । সেগুলো তো copy right হছে । তাহলে tt এর অ্যাডসেন্স account banned হয় না কেন… ? জানালে খুসি হতাম । আমার ওয়েবসাইট http://www.tecsolutions.org . অ্যাডসেন্স দিলে থাকবে কি না ?

    Level 0

    “১১. Youtube, Hubspot, Flixya, Docstoc, Xomba and Infobarrel এর মাধ্যমে Google Adsense এ Apply করুন।” এই জিনিস টা বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন।

Level 0

http://www.radiodream24.com/home/ এই সাইট এর জন্য অ্যাপ্লাই দিতে পারবো?

Level New

আমিও গুগল এডসেন্স এর টাকা দিয়ে বিয়ে করুম 😀

আপনার সাইটে প্রতিদিন মোটামুটি সংখ্যক নতুন ভিজিটর রাখার ব্যবস্থা করুন

প্রতিদিন নুন্যতম কত ইউনিক ভিজিটর থাকলে সেটা এডসেন্স পাবার পক্ষে সহায়ক হবে একটু জানালে ভালো হত 😀

Level 0

আপনার সাইটটা খুব সুন্দর হয়েছে ।ওয়ার্ডপ্রেস দিয়ে করেছেন ।
আমাকে একটু হেল্প করবেন ?

টিউনের জন্যবাদ ।

Level 2

কি রকম হেল্প চান আপনি?