সাবধান হউন! আত্নিয় স্বজনদেরও সাবধান করুন। বিষেশ করে মহিলাদেরকে সাবধান করুন।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।কেমন আছেন সবাই? আশা আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। টেকটিউনে আজকে আমি আমার প্রথম টিউন করতেছি। যদিও টেকটিউনস প্রায় দু বছর থেকে ব্রাউজ করতেছি। কথা আর না বাড়িয়ে মুল কথায় আসি।

অনেকদিন আগে একটি অপরিচিত জিপি নাম্বার থেকে আমার এক আত্নিয়কে ফোন করে বলল আমি GP CARE থেকে বলছি।আপনি যদি আমার দেয়া নাম্বারে সর্ব মোট দুই হাজার  টাকা ফ্লেক্সি করেন তা হলে আপনাকে দশ হাজার টাকা বোনাস হিসেবে দেয়া হবে। তো আমার আত্নিয় ছিল একজন মহিলা। সে সর্ব মোট দুই হাজার টাকা ফ্লেক্সি করলো ধোকাবাজারে বিভিন্ন সময়ে দেয়া বিভিন্ন নাম্বারে। যখন দু হাজার টাকা ফ্লেক্সি করা হলো তখন আমার আত্নিয় বলল কখন আমাকে দশ হাজার টাকা বোনাস দিবে। তখন সে আমার আম্মার কাছে ব্যাপারটি খুলে বললে আমি  বিষয়টি জানতে পারি। আমি তখনই জিপি কেয়ার এ ফোন দেই এবং তাদেরকে বিষয়টি বলি।

যাই হোক আজ আমি কলেজে যাচ্ছি এমন সময় একটি অপরিচিত নাম্বার থেকে নাম্বার থেকে ফোন আসল এবং বলল হ্যালো স্যার আমি জিপি কেয়ার থেকে বলছি। গ্রামীনফোন লটারী ড্রতে মোট দশটি নাম্বার সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে আপনার নাম্বারটি প্রথম স্থানে রয়েছে। আপনার নাম্বারটি বিজয়ী হিসেবে আপনাকে একটি প্রাভেটকার দেয়া হবে যার বাজার মূল্য প্রায় সাতাশ লক্ষ টাকা।
এখন প্রাইজটি আপনি কিভাবে নিতে চান কল কাটার এক মিনিটের ভিতরে এই নাম্বারটিতে 01771794781 যোগাযোগ করবেন। আমি তো ব্যাপারটি বুজতে পারছি এটা সেই ধোকাবাজি। তারপরও আমি এই নাম্বারটিতে কল করি এবং তারা বলল আপনি মনে হয় রাস্তার পাশে নিরিবিলি পরিবেশে যেয়ে কথা বলুন। তো আমি কলেজের ভিতরে (পটুয়াখালী সরকারী কলেজ) গাছ তলার নিচে গিয়ে জিপি কেয়ারে ফোন দিয়ে বিষয়টি জানাই। তারা বলল স্যার আমরা গ্রাহককে কোন তথ্যের জন্য ফোন করলে 121 ব্যতিত কোন নাম্বার থেকে ফোন দেইনা। আপনার সাথে ধোকাবাজি করার জন্য এই রকম করতে চেয়েছিল.........
এখন আমার কথা হলো জিপি কেয়ার তারা কি এই নাম্বারের ব্যক্তিদের খুজে শাস্তি দিতে পারেনা যা মিডিয়ায় প্রচার করার মাধ্যমে সাধারণ মানুষ দেখবে এবং সাধারণ মানুষ সচেতন হবে। আমি চাই এই রকম কিছু ঘটুক....
সবাই ভাল থাকবেন

Level 0

আমি Emrul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

প্রচার করলে তো বদনাম হবে।GP রা ও বদ। এ তো কিছুর পর ও কেস করে না কেন?

Level 0

case korena ba kono step neyna tar karon oi criminal ta to GP ke sim user hisebe taka dicce. R phone company gulo te ei type kono complain kore temon ekta lav hoyna. Bole oi user tao to ekjon respected !! customer.