আপনারা কেমন আছেন? আমি কেমন আছি বা কেমন থাকা উচিত বুঝতে পারছি না। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাহলে বিস্তারিত বলি। সেদিন ই-মেইল চেক করছিলাম। হঠাৎ দেখি Janet Hessian এর নামে একটি email এসেছে। ই-মেইলে কিছু লেখা নাই,শুধু একটা pdf ফাইল পাঠিয়েছে। ফাইলটা ডাউনলোড করতেই আমার চোখ বটগাছ! একি দেখছি, আমি লটারি জিতেছে। Spanish Sweepstatke Lottery. যার অর্থ রয়্যাল ব্যাঙ্ক অফ কানাডা লন্ডনের একটা শাখায় জমা করা আছে। আমাকে Batch Number & Pin number দুইটাই দেওয়া হয়েছে। অর্থ না পাউয়া পর্যন্ত কাউকে কিছু না জানাতে নিষেধ করা হয়েছে। যোগাযোগ করতে নিচের ঠিকানা দেওয়া হয়েছে: Contact Mr. Alfred Brunson
Mobile: + 44 7700089639
Telephone +447024033630
Office Fax: +447024063375
Email: [email protected]
Office Address: 300 Oxford Street
এখন বুঝুন আমি কত টাকার মালিক।থুক্কু ব্রিটিশ পাউন্ড এর মালিক। সবাই সম্মান করে কমেন্টস করবেন!(মজা করলাম)
আসল কথায় আসি, এটা ছিল একটা Lottery Scams । Scammer-রা victim এর কাছে email,Fax অথবা চিঠি পাঠান যে তারা বিদেশী লটারী জিতেছেন। এতে বলা হয় অর্থ পাওয়ার জন্য আপনার ব্যক্তিগত bank account ইনফরমেশন এবং সামান্য কিছু Fees প্রদান করতে হবে।
একবার ভেবে দেখুন:
১। যদি আপনি বিদেশী দেশের মধ্যে একটি লটারীর টিকিট নাই ক্রয় করেন, এটা অবিশ্বাস্য কিভাবে আপনি একটি পুরস্কার জিততে পারেন?
২। কেলেঙ্কারী ইন্টারনেট, মেইল, অথবা ফ্যাক্স পদ্ধতির মাধ্যমে হয়. বৈধ সরকারীভাবে lottery সাধারণত টেলিভিশন, রেডিও, অথবা খবরের কাগজে বিজ্ঞাপন দেয়।
৩। বেশির ভাগ লটারীতে বলা হয় পুরস্কার তোলার সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
৪। কোন বৈধ লটারী অগ্রীম কোন ফি চায় না।
৫। গুণগতভাবে, লিখিত নোটিশ বানান এবং ব্যাকরণ ভুল বা বিশ্রী বাক্যে কথন ধারণ করে।
৬। লিখিত বিজ্ঞপ্তি একটি বিনামূল্যে ইয়াহু, হটমেইল, জিমেইল বা এর মতই মেইল একাউন্ট থেকে আসতে পারেন।
৭। আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার winnings গোপনীয় রাখা যেতে পারে "নিরাপত্তাজড়িত কারণে।
আপনার যা করা উচিত:(জানি আপনি নিজেও জানেন কি করা উচিত)
আপনি কোন প্রকার অর্থ পাঠাবেন না।
যুক্তরাষ্ট্যীয় আইন অনুসারে মেইল বা ফোনের মাধ্যমে কোন লটারিতে অংশগ্রহণ আইন বহি:র্ভুত। যদি আপনি কোন অর্থ পাঠান তবে তা ফেরত পাওয়া অসম্ভব।
আপনার ব্যক্তিগত কোন তথ্য দিবেন না। নিজের ব্যাংক এবং ক্রেডিট কার্ড তথ্য প্রতারণামূলক কাজে ব্যবহার হতে পারে।
Lottery scams যেকোন জায়গা থেকে হতে পারে। তবে কমন উদাহরণ হল:
স্প্যানিশ লটারি কেলেঙ্কারীতে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস মাদ্রিদ
মার্কিন যুক্তরাষ্ট্র কনস্যুলেট জেনারেল বার্সেলোনা
এবং বৈদেশিক নাগরিক সেবা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট অফিসে স্প্যানিশ লটারি (যেমন "এল Gordo" কখনো কখনো উল্লেখ করা হয়েছে) সম্পর্কে প্রাপ্ত. অধিকাংশ অনুসন্ধানে দেখা গেছে তারা Spanish lottery জিতেছেন বলে মেইল আসে।
কিভাবে কাজ করে?
Scam গুলোর মধ্যে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমে victim একটা email বা fax এর মাধ্যমে জানানো হয় সে Spanish lottery এর একটা বিরাট অংকের অর্থ জিতেছেন। এরপর টাকা পাওয়ার জন্য transfer fees, taxes, anti-terror fees, insurance fees, claims agent fees, and other administrative costs চাওয়া হয়। scam টি অফিসিয়াল নামে করা হয় যেমন El Gordo Sweepstakes Lottery. Spanish এর বৈধ লটারি দুইটি El Gordo এবং La Primitiva । El Gordo বছরে একবার শুধুমাত্র বড়দিনের সময় হয়। Spanish lottery পুরষ্কারের জন্য কোনপ্রকার tax চায় না। El Gordo জিততে হলে আপনাকে spain এর অধিবাসী হতে হবে এবং আপনাকে দেশটি থেকে ticket কিনতে হবে। মনে করুনতো আপনি ticket কিনলেনই না জিতলেন কেমন করে?!
জানিনা আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পারলাম কিনা। চেষ্টা করেছি বোঝানোর জন্য। এ সম্পর্কে search দিলে আরো ভালভাবে জানতে পারবেন। একবার ভেবে দেখুন যখন দেখলাম আমি এতো বড়লোক হয়ে গেছি।(৯০০০০০০ফুট লম্বা !)
আমি ফারহানুল হাসান পাপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছাত্র শ্রেণী: দ্বাদশ (বিঞ্জান) পুলিশ লাইন্স হাই স্কুল আ্যান্ড কলেজ, বগুড়া।
ji bos amar o emon onekbar ashsilo,but ami reply disi tor gusti kilai