নতুনরা টিউন করায় হাফেজ হন নিচের সূএ ধরে !!!

টিউনে আগত আতিথি ও সদস্যগন সবাইকে শুভেচছা। এই টিউনে বিভিন্ন টিউন দেখে আপনার মনেও সুপ্ত বাসনা জেগেছে। যে আপনিও অপনার প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতার কথা আমাদের জানাবেন কিন্তু কিভাবে ?? যারা এখানে নতুন তারা যদি টিউন করতে চান আমার দেয়া ফর্মূলা অনুসরন করুন এবং অল্প দিনেই টপটিউনার এর জায়গা দখল করুন।
টিউনের ভিতরে ছবি দেয় কি ভাবে?? এখানে ক্লিক করলে লিংক পাবেন কিন্তু লিংক দেয় কি ভাবে?? থাম্বলিং এ ছবি দেয় কি ভাবে?? এগুলির সব উওর নিচে পর্যায়ক্রমে দেয়া হলঃ

  • ১) টিউন করতে হলে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেসন করতে হবে। রেজিষ্ট্রেসন করার জন্য আমি টেকটিউনার এ ক্লিক করুন। তার পর রেজিষ্টারে ক্লিক করে ১টি ইউজার নাম ও ই-মেল ঠিকানা দিতে হবে এর পর আপনার ই-মেল ঠিকানায় নাম ও পাসওয়ার্ড পাঠান হবে।

11

  • ২)সেখান থেকে নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

22

  • ৩)Add New তে click করুন।

33

  • ৪) টিউনের শিরোনাম দিন কম পক্ষে ৫ শব্দ বিশিষ্।
  • ৫) টি্উনের বিষয় বস্তুর বর্ননা।

44

  • ৬)যদি টি্উনের ভিতরে ছবি দিতে চান।
  • ৭)ছবি পছন্দ করে সিলেক্ট করুন।
  • ৮)আপলোড করুন।

55

  • ৯)ছবি ইনসার্ট করেত হবে লাল বিন্দু গুলো ছবি শো'র স্টাইল।

66

  • ১০)গ্যালারি তে ক্লিক করে আপলোড করা ছবি টিক দিয়ে।
  • ১১)ইনসার্ট করতে হবে।

77

  • ১২) মুছে দিতে হবে।

88

  • ১৩)লিংক দিতে হলে লিংকে চাপ দিয়ে।
  • ১৪)পেস্ট দিতে হবে।

99

  • ১৫)টিউনের নাম দিন।
  • ১৬)বিভাগ সিলেক্ট করতে হবে।
  • ১৭)সেভ ড্রাফট করতে হবে।
  • ১৮)প্রিভিউ করে দেখেতে পারেন ভুল হলে ঠিক করুন।
  • ১৯) টিউন টি সবার জন্য উন্মুক্ত করুন।

999

9999

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার প্রথম পোস্ট করতে গিয়ে অনেক ঝামেলা করতে হয়েছে। খুবই দরকারী পোস্ট নতুনদের জন্য।

    Level 2

    ধন্যবাদ, আমিও প্রথম প্রথম অনেক ঝামেলায় পরেছিলাম। টিউন করা শিখে নিন এই পৃস্ঠা এখনও অপডেট হয়নি তাই যারা নতুন তার হাতরিয়ে পানি খাবে কিন্তু কিছুই করতে পারেবনা। তাই নতুনদের থেকে কাছ থেকে নতুন আইডিয়া পাওয়া যাবেনা। এ জন্য আমার এ টিউন যা শধু নতুন দের অনুপ্রনিত করার জন্য।।

    Level 2

    মনে টিউন করা একটু কঠিন, নিজের ছবি, যা কিছু মানুেষর সাথে শেয়ার করতে চাচ্ছি তা আপলোড করা ইত্যাদি সঠিক পথ পাচ্ছিনা…………..

হুম ভাল করেছেন টি্উন টা করে নতুনদের কাজে লাগবে এবং টিউন করতে সাহত পাবে।ভাল থাকবেন।

কৌশিক says:

আমার প্রথম পোস্ট করতে গিয়ে অনেক ঝামেলা করতে হয়েছে। খুবই দরকারী পোস্ট নতুনদের জন্য। একমত।

সত্যি কথা বলতে আমার দেখা টেকটিউন এর অন্যতম প্রয়জনীয় টিউন। বাবু ভাই KEEP GOING

বিষেশ ধন্যবাদ!

বাবু ভাই আপনার পা দুটি ধরে মিনতি করছি, দয়া করে সাইবার লিংক পাওয়ার ডিভিডির কির লিংকটা ইমেল করেন। খুবই বিপদে আছি, দয়া করোন।
[email protected]

Techtunes login korar por je page ta ashe shetar bangla dikmoto pora jai na kintu home page jokjoke vabe pora jay.at keno hoi?abar tune korar por update post dile ta draft hoye jay.why?

    Level 2

    টিনটিন ভাই উপরের প্রশ্নের উত্তর দেন।

Level 0

আমারও প্রথম টা সেট করতে কষ্ট হয়েছে। আমি এখনো নিজের থাম্ব এড করতে পারিনা। নতুন সবার জন্যই দরকারি।

ধন্যবাদ

    আপনি কি কোন টিউন করেছেন?

Level 0

খুবই দরকারি ও সুন্দর ভাবে উপস্থাপিত টিউনের জন্য ধন্যবাদ

Level 0

Babu ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নতুনদের কাজে লাগবে, টিউন করার ব্যপারে……।।।।।।।।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে টেকটিউনসে দেখে থাকতে পারেন। আমি এ পযর্ন্ত ৩ টি টিউন করেছি। গ্রামিনের একটা হেল্প …………. টিউন করেছিলাম কিন্তু আমি ছবি দিতে পারি নাই। এখন আমি অবশ্যই পারব । আবার আপনাকে ধন্যবাদ।

খুবই দরকারি টিউন আমি মনে করি টিউনটি টেকটিউনসের প্রথম পাতায় ডান সাইটে রাখা উচিত।
ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

সিয়ন ভাই আমিও আপনার সাথে একমত>>
কেননা, যারা নতুন আছেন, কিভাবে টিউন করবে তারা জানে না
কতৃপক্ষ এটা ভেবে দেখবেন???

এখানে টিউন করা খুবই কষ্টসাধ্য। নিয়মিত বাংলা ব্লগ সাইটের মতো এটি নয়। আমার মনে হয় নতুন পোষ্ট অপশন টা আরো ইউজার ফ্রেন্ডলি করতে হবে। আমি নিয়মিত ব্লগিং করি কিন্তু এখানে পোষ্ট দিতে গিয়ে বারবার ব্যার্থ হতে হচ্ছে। একবার বলে ট্যাগ বেশী হয়ে গেছে তো আরেকবার বলে কম হইসে। কর্তৃপক্ষ কি একটু দেখবেন?

http://facebookhelpcenter.blogspot.com/

Level 0

করেছিলাম, তবে অন্য বিষয়ের উপর

বিষেশ ধন্যবাদ

ভাই আমার একটা গুরুতর সমস্যা হয় টেকটউন্সে Tune লিখতে গেলে…
কেন হয় তা একটি Tune করে লিখছি…

kono post posondo hole ta ki ami save kore rakhte parbo? parle seta kivabe korte hobe?

Level 0

Please Send It Front Page…

i can’t found all alphabet so i can’t tuning .so pls will u tell the keybord layout soon. or give the link of the font which is use there.

Level 0

khooooooooooob valo tune………. 1st tune korte amar jan ber hoya gese………………

Level 0

oneeeeeeeeeeeeeek valo…………

potom tune korte amar matha nosto hoya gese……….

এখনতো আমারো টিউন করতে মঞ্চাইতাছে….. থাউক আইজগা আর করলামনা। কিন্তু next time ঠিকই কইরালামু।

politekhan

Level 0

আমি নতুন তাই সামনের দিকে কাজে লাগবে , ধন্য বাদ

থাম্বনাইলের অভাবে আমার পোস্টটি প্রকাশ করা যাচ্ছিল না।অবশেষে আমার প্রথম পোস্ট প্রকাশিত হল।এজন্য অশেষ ধন্যবাদ @Babu

at last i join techtunes……….but i can't write bangla words……..

Level 0

আমিতো টিউন করতে পারছিনা, টাইটেলের জায়গায় লিখলে উল্টা পাল্টা শব্দ আসে। কউ হেল্প করবেন প্লিজ?

ভাই অমি ও মনেকরি যে এটা প্রথম পাতায় রাখা উচিত কেননা এটা সকল নতন টিউনার দের জন্য উপকার হবে ।

আমি আমার প্রোফাইল পিকচার কিভাবে এড করব বুঝতে পারছি না । ভাই একটু সাহায্য করবেন, প্লিজ….

Level 0

tune korle tuner der lav ki janaben??

Level 0

ভালো জিনিস দিছেন তো ! বেশ আপার কোয়ালিটি !!!! শেয়ার করার জন্য ধন্যবাদ।

sorry bangla type korte parina.
nijer chobi ki vabe add korbo…………..?
jodi bolten…..!

হাফেজ হওয়ার সহজ পদ্ধতির জন্য কৃতজ্ঞতা 😉 😛 😀 😆

ভাল লাগল ভাই পুস্টটা

SPECIALLY TNX………..