PTC,ডুল্যান্সার, MLM কর্মীরা ওডেস্কে কাজ করার আশা ছাড়ুন, আপনাদের স্থান ওডেস্ক নয়

প্রথমেই বলে নিচ্ছি আমার এ টিউনের নিষেধ বানী তাদের জন্য নয়, যারা আসলেই কাজ পারে, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা কাজ বলতে মনে করে শুধু বিভিন্ন সাইটের এডে ক্লিক করে টাকা আয়ের আজগুবি চিন্তাকে এবং বিভিন্ন MLM সংক্রান্ত ফালতু টাইম নষ্ট করাকে। তাদেরকেই বলছি, দুনিয়াটা এত সহজ নয়। মাথাটা খাটান, PTC করে যদি সত্যিই বড়লোক হওয়া যেত তাহলে বিল গেটস এত কষ্ট না করে সে ই সবার আগে এটাতে লেগে থাকত খাটাখাটুনি না করে বড় লোক হওয়ার জন্য।

যাহোক, ইতোমধ্যে নিশ্চয়ই সবাই দেখেছেন এবং দেখেছেন বিভিন্ন MLM প্রতিষ্ঠান এবং PTC সাইটগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে এবং হচ্ছে। এখন এই কারণে এসব পিটিসিতে কাজ করা অসংখ্য কর্মীরা পড়েছে হতাশায়। তাদের ধারণা, "হায় হায় এখন কি করব। আমার কাজ করার শখের সাইটখান তো বন্ধ হয়ে যাচ্ছে।" কিন্তু পরক্ষনেরি তাদের মাথায় আবার আরেক চিন্তা আসে এমন -ও, শুনসি, ওডেস্ক, ফ্রিল্যান্সারে ও নাকি এভাবে অনলাইনে টামা কামানো যায়। যাই একবার চেষ্টা করি , আমার আর চিন্তা কি আমার তো কাজের অভিজ্ঞতা আছে , বিভিন্ন এডে ক্লিক করার একবছরের অভিজ্ঞতা 😛 , কাজ না পেয়ে যাব কোথায়। শুনেন ভাই, কথায় ভালোভাবে কান দিয়ে শুনে নিন, ওডেস্কের কাজ মানে এসব ptc মার্কা অকাজ না, আর ওগুলাতো কাজের মধ্যেই পড়ে না, সুতরাং এসব অকাজ Odesk এ পাওয়ার চিন্তা না করাই ভালো। এখানে কি করা হয়, কয় ধরনের কি কি কাজ আছে , কাজ বলতে কি বুঝায় তা ওই সাইটে একবার কষ্ট করে ঢু মারলেই বুঝতে পারবেন, বেশীক্ষন লাগবে না বুঝতে , বড়জোর পাঁচ মিনিট(আসলে ৫মিনিটও লাগার কথা না)। এবার এসব কাজ দেখার পরে মিলিয়ে দেখুন এগুলার মধ্যে আপনি কি পারেন, যদি আপনি এডক্লিকার হয়ে থাকেন তাহলে এসব কাজ পারার কথা না, আর যদি না ই পারেন তাহলে কেন ওডেস্কে সাইট খুলে কাজে বিড করেন না বুঝে!!! আপনি কি জানেন এখানে প্রতিটা কাজই শেষ হওয়ার পরে রিভিউ দেয়া হয় অর্থাৎ আপনি যে লোকের কাজটাতে বিড করছেন , সে যদি আপনাকে কাজ দেয় তবে কাজ শেষে বা কাজের জন্য বরাদ্দকৃত সময় শেষে সে আপনাকে রেটিং দিবে এবং আপনার ব্যাপারে কমেন্ট করবে যে, আপনি কি কাজ পারেন কিনা, কেমন পারেন নাকি কিছুই পারেন না এব্যপারে। এবং এ রেটিং ও কমেন্ট যদি নেগেটিভ হয় অর্থাত, যদি কাজটার মালিক কমেন্টে লিখে দেয় যে, আপনি কাজ পারেন না, শুধু শুধু টাইম নষ্ট করেন হেনতেন, তাইলে ভবিষ্যতে কাজ পাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। কারণ পরবর্তী অন্য কোন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে যাবে সে এই কমেন্টটা দেখবে যা আগের ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল। এধরনের কমেন্ট দেখে সে আপনাকে তো কাজ দেবেই না, উলটা আপনার দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কেও একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে যে, এই দেশের লোকগুলা সবাই বোধ হয় ভন্ড। তখন দেখা যাবে একসময় বাংলাদেশের যে কারোরজন্যই কাজ পাওয়া কঠিন হয়ে যাবে এরকম নেগেটিভ ধারণার জন্য। আপনি হয়তো বলবেন, আরে আমার একার জন্য আর এমন কি ইমেজ নষ্ট হবে দেশের ? কিন্তু ভাই বুঝার ভুলটা তো এখানেই, আপনি কি জানেন না, বাঙ্গালীদের "হুজুগে " বলে একটা বৈশিষ্ট আছে অর্থাৎ ," অন্যরা যেদিকে যায় , আমিও সেই দিকে যাই কিছু না বুঝে " - এই টাইপ।আপনি কি জানেন , আপনি মত কত এডক্লিকার আছে এই দেশে? অ...নে...ক। এখন আপনি যেমন টাকা কামানো ধান্দা করসেন ওডেস্ক থেকে, আপনার মত তাদেরও তো চিন্তাভাবনা একই, কারণ তারাও যে আপনার মত এডে ক্লিক করা ছাড়া কিছু পারে না, আর পারতেও চায় না, তারাও আপনার মত এডে ক্লিক করাকেই কাজ মনে করে এবং ওডেস্ককেই মনে করেন এসব কাজের উৎকৃষ্ট স্থান। তো এরকম হাজার হাজার লোক যখন আপনাদের নেগেটিভ কমেন্ট আর রেটিং  পায় ওডেস্ক থেকে কোনো কাজ না পারার কারণে, এবং দেখা যায় যে এর সবাই বাংলাদেশের, তখন তো ক্লায়েন্ট রা ধরে নেবেই, "বাংলাদেশ মানেই ভন্ডের দল, অকাজের ঢেকির দল"। আমরা যেমন এখন মনে করি-- বাংলাদেশে অমুক জায়গার লোক মানেই ধান্দাবাজ,অমুক জায়গার লোক মানেই খুব ভদ্র, অনেকটা এরকম।( অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি , মানুষের ভালো খারাপ হওয়াটা স্থান নির্ভর নয়, সেটা অন্য প্রসংগ) একসময় দেখা যাবে বাংলাদেশ কন্ট্রাক্টরদের তারা কাজ দিচ্ছে না, অসম্ভব কিছু না, ইতোমধ্যে এমনটা হওয়া শুরু করেছে, অনেক ক্লায়েন্ট আগেই লিখে দেয়, অমুক অমুক দেশ এপ্লাই করবেন ন।

তাহলে কি করবেন?

সুতরাং, ভাই আশা করব, আপনারা এমন হুজুগে মার্কা কাজ না করে অর্থাৎ, কোনো কিছু না বুঝে শুধু এড ক্লিকানোর জন্য বা কোনো কাজ না করে টাকা কামানোর মত মানসিকতা নিয়ে ওডেস্কের কথা চিন্তা করবেন না, ওডেস্ক আপনাদের এসব অকাজের কাজের জন্য না।  এখানে যেসব কাজ আছে সবগুলাইকরার আগে সে কাজ সম্পর্কে জানতে হয় , শিখতে হয়।এখন হয়তো বলবেন , শেখার এত টাইম কোথায়, কাজ আমার খুব তাড়াতাড়িই দরকার--- এগুলা আসলে অজুহাত ছাড়া কিছু নয়। আপনার যদি টাইম না ই থাকে যদি এমন হয় যে, এখন ইনকাম না করতে পারলে আপনি মরে যাবেন , তাহলে মাসের পরে মাস এড ক্লিকিং করার টাইম কোত্থেকে পেলেন, ঐ এডে ক্লিক করে যখন কিছুই করতে পারেন নাই, তখন কি আপনার দিন চলে নাই ? তখন যদি সময় থাকে তাহলে কাজ শিখলেন না কেন? যা হোক, অতীত is অতীত। এখন থেকে অন্তত একটা মাস ট্রাই করুন কোনো কিছু শিখতে, এক মাস যথেষ্ট , যদি কোনো কিছু শেখার আসলেই ইচ্ছা থাকে তাহলে এক মাসেই পারবেন। তারপরে কাজে নামুন আয় করতে।

কাজ করার অনেক ক্ষেত্র আছে , এসব কাজে নিজেকে আগে দক্ষ করে তুলুন ,এক সময় আপনার নিজেরই ভালো লাগবে --"আরে, আমি আসলেই এটাতে অভিজ্ঞ, বাহ!!!! " প্রতিটা কাজে অভিজ্ঞ ব্যক্তি একেক জন শিল্পী আর তাঁর কাজ হল শিল্প। নিজেকে শিল্পী আর নিজের কাজকে শিল্প ভাবতে খারাপ লাগার কথা না।

আর সব কথার শেষ কথা হল

পৃথিবীতে এমন কোনো কাজ নেই বা এমন কোনো আয়ের উৎস যার জন্য সামান্যতম কষ্টও করার দরকার হয় না।

 

এব্যাপারে সবাইকে সচেতন করে তুলুন, বিষয়টি তাই সবার সাথে শেয়ার করুন, ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর করে লিখেছেন। অনেক ধন্যবাদ।

vALO LAGLO BOS 🙂

PTC করে যদি সত্যিই বড়লোক হওয়া যেত তাহলে বিল গেটস এত কষ্ট না করে সে ই সবার আগে এটাতে লেগে থাকত খাটাখাটুনি না করে বড় লোক হওয়ার জন্য।

মিঠু ভাই…মজা পেলাম।বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা না করলে ওয়েব সাইট আসতো কিভাবে আর এসব স্ক্যাম সাইট আসতো কিভাবে?

    Level 0

    @মুকুট: ভাইয়ার সদয় অবগতির জন্য জানাতে চাই, মাইক্রোসফট বা বিলগেটস নেট/ওয়েব/ইন্টারনেট/ওয়েবসাইটের জনকও নয় কম্পিউটারেরও আবিষ্কারক নয়, শুধুমাত্র একটি ওএস এবং এই ওএস বেসড সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা। তাঁর আগেও ওএস ছিল, আর ওস এবং নেট দুইটা দুই ভিন্ন জিনিস। সুতরাং আপনার এই এই প্রশ্নটা আসলে অবান্তর।

ভাই কিছু আবা* পোলাপাইনের প্রোফাইল পেজ এর ছবি সংযুক্ত করলে ভাল হত!! পোলাপাইনে বুঝত ক্লিক মাইরা ধরা খাইয়া এখন ওডেস্কে গিয়া ঠেকছে কাম কাজ পারে না, তাই ১ সেন্ট ঘন্টা রেট ফিক্সড করছে!!!!

    @পাগলা স্ক্যানার: ভাই আপনি থাকেন কই? এইদিকে তো আপনার স্ক্যান করা বই দিয়া একজন সাইট চালাইতাছে, আর কয় তার সাইটের PDF এ কোন Watermark দেওয়া নাই। অথচ, আমি নামায়া দেখি ঔগুলা আপনার স্ক্যান করা বই যা ডাউনলোড কইরা নিজের সাইটের নাম দিয়া আপলোড করতেছে। 😐
    মাহবুব ভাই অবশ্য টিউন পেন্ডিং করেছেন, কিন্তু তাঁর কমেন্ট থেকে জানলাম আমি আর মাহবুব ভাই উনার টিউনে নেগেটিভ কমেন্ট করায় আবার উনি আমাদের নিয়ে টিউন দিছিল 😡
    চোরেদের জ্বালায় আসলেই শান্তি নাই 👿 । আমি উনার সাইট এর বিরুদ্ধে রিপোর্ট করেছি, আপনিও করেন। মাহবুব ভাইর থেকে সাইটের নাম জেনে নিয়েন। আমার মনে নাই 🙁
    ধন্যবাদ।

      @নিওফাইটের রাজ্যে:
      সাইটের নামটা কি ভাই ??? আর একটা কথা, আমি ওয়াটারমার্ক দেয়া বন্ধ করে দেয়ার পর ভারতের বাঙ্গালীদের মধ্যে আমার সাইটটি নিয়ে বেশ সাড়া পড়ে গেছে, অনেকেই আমার সাইটে আসেন ওয়াটারমার্ক ছাড়া বইগুলা ডাউনলোড করার জন্য!! কাজেই আমার বই চুরি করে কেউ ওয়াটারমার্ক দিয়ে আপলোড করলেই উপরে উঠতে পারবে না!! আপনার নিজের কথাই ধরেন, ওয়াটারমার্ক সহ না ছাড়া বই আপনি পছন্দ করবেন ?? চোরদের থামাতে পারব না, চেষ্টা করেছি, লাভের মধ্যে লাভ আমার পাঠকেরা খুব বিরক্ত হত এত বড় বড় ওয়াটারমার্ক দেখলে, !! আপনি সাইটের নামটা আমাকে মেসেজ এ জানান, ভারতীয় মহলে ছড়িয়ে দিব!! ব্যাস ওর আর পাঠক পাওয়া লাগবে না! ২ দিন পর এমনিতেই হাল ছেড়ে দিবে!!!

দারুন টিউন। ধন্যবাদ আপনাকে

Level 0

Vai r bolben na. Ara ato kome bid kore j kaj paoya kothin hoy. 25$ ar kaje bid kore 5-6$

Nice tune.Thanks bro…

ভাই আমি নতুন । অনলাইন আরনিং করতে চাই আমাকে একটু হেল্প করবেন প্লিজ
আমার ফেবু http://www.fb.com/aminul90
[email protected]

    Level 0

    @আমিনুল ইসলাম: অনলাইনে আয় করতে চাই, এ ধরনের নিয়ত না করে যদি নিয়ত হয় , অনলাইনে কাজ করতে চাই তবে আমি মনে করি ,আপনি সফল হবেন, তাঁর আগে দেখুন আপনার কিসে আগ্রহ আছে , কোন পথে কত টাকা তাঁকে প্রাধান্য না দিয়ে আপনার আগ্রহকে প্রাধান্য দিলেই বেশি সফল তথা আয় করা সম্ভব, নতুবা নয়। এ কথাটা ধ্রুব সত্য।

Level 0

ক্লিক পার্টির জ্বালায় মনে হচ্ছে ফ্রিল্যান্সিং এখন ডাল-ভাত 🙁 একেক জন ডু ফু তে ২০/৪০/৫০ টা একাউন্ট করছে এখন আইছ্যে Odesk এ। মনে করে একাউন্ট বানাইয়্যা বিড করলেই কাড়ি কাড়ি ডলার। মার্কেটটা নষ্ট করার দশা। কেন বাবা কাজ শিখ্যা আয়।

মিঠু ভাই সময়োপযোগী টিউন

    Level 0

    @swordfish: ধন্যবাদ, যদি সময়োপযোগী টিউন হয় তাহলে এব্যাপারে সবাইকে সচেতন করার জন্য আপনার ফেসবুক ওয়ালেও শেয়ার করুন আর অন্যদেরও করতে বলবেন আসা করি , ধন্যবাদ

Level 0

tense shit দরকার সকল ছাত্র ছাত্রীর জন্য আমার টাইপ করতে ভাল লাগছে না টাকা দিতে রাজি আছি
আমার টাইপের কাজ গুলা যদি অনলাইনে কেউ করে দিত পি টি ছি বাদ দিয়া আমার কাজ করে দেন ptc অলারা ধন্যবাদ মিথু ভাই

    Level 2

    @habib421: ভাইজানের কত পাতা টাইপ। বাংলা নাকি ইংরেজী। আমার ওয়ার্কার আছে। দিতে পারেন।

Level 0

ধন্যবাদ ভাইয়া!!!!! ভালোই লিখেছেন।

Level 0

ওহ ভাই! যা লিখেছেন। অসাধারণ।

বিষয়টা নিয়ে চিন্তায় আছি। হুজুগীরা কি এসব কথা শুনবে? তাদেরকি নিজের মানসম্মানবোধ আছে যে দেশের মান সম্মান নিয়ে চিন্তা করবে।
অডেস্ক এমনিতেই গেছে। এখন বেশিরভাগ ওয়েবসাইট ক্রিয়েশনের কাজে দেখা যায় বাজেট ১০০$ এর নিচে! এমনকি এভারেজ বিডও এর আসে পাশে থাকে। আর আওয়ারলির কথাতো বাদই দিলাম। ইল্যান্সে পুরুদমে লাগার টাইম পাইনি তাই এখনও সেখানে প্রথম কাজ পাইনি। তবে শিঘ্রই সেখানে কিছু না করলে কপালে খারাবি আছে।

ভাই গতকাল আমার এক ফ্রেন্ড ফেসবুকে কমেন্ট করছে
“ডুল্যান্সার লাখ লাখ এতিম রাইখা চইলা গেছে”
এইটা শুইনা আমি হাসতে হাসতে শেষ ।
বি দ্র সে ডুল্যান্সার করত এবং যা হওয়ার ……………।।

Level 2

ঠিকই কইসেন ভাই
পুরান পাগল এর ভাত নাই নয়া পাগল এর আমদানি

ধন্যবাদ। ভালোই লিখেছেন। যারা অনলাইনে ইনকাম করতে চান তাদের উচিত অনলাইনে টাকা ইনকাম করার আগে তার নিজেদের যোগ্যতাকে পরিমাপ করা। যদি তার যোগ্যতা না থাকে তা হলে তাদের উচিত সেই যোগ্যতা আগে অর্জন করে নেওয়া এবং অনলাইনে ইনকাম করার কথা আগে না চিন্তা করে তাদের উচিত আগে কিছু শিখে নেওয়া। অনেকেই জানে Odesk এ গেলে কাজ পাওয়া যায়। কিন্তু তাদের কে এটাও জানতে হবে সেই কাজের যোগ্যতা না থাকলে এবং যেই কাজ না সাবমিট করতে পারলে টাকা পাওয়া যায় না 😛

আমার স্টকে এই টাইপের একটি পোস্ট আছে সময়ের অভাবে পোস্ট করা হয় না… আজ একটু সময় পেলাম তাই ভাবছি এখনই পাব্লিশ করবো। সময় পেলে দেখে আসবেন।:)

Level 2

mithu vai ,
ami dolancer a kaaj kortam. 2 din aaage odesk a account khullam. taile apner kotha moto aamr jayga odesk a noy.
kintu , ami dolancer theke earn korsi abong seita diya 3ds max (pray sesher dike) , abong grafhics design shikhlam.
akhon apnei bolen amr jayga odesk a kina ???
vai , asole ami o khub valo vabe jantam dolancer thakbe na. ai jonno aagei ready hoia silam.
vai 3ds max shikte oneeeeek taka dorkar silo jeita amr kaase silo na, kintu dolancer theke ami sei oneeek gula taka paisi.(shudhu id beshi silo abong click korsi). ai jonno dolancer ar kotha ami vulbona.
r jai bolen vai, dolancer theke oneeekr khoti hoile-o beshir vaag manush ar kintu luuv hoise , kintu luuuv ar kotha keu bole na.

    Level 0

    @sakilsakib: আপনাকে এখন আমি কিছু কথা বলব, দয়া করে তাঁর জন্য কিছু মনে করবেন না।
    আপনার আপনার কমেন্টের প্রথম তিন লাইনের উত্তর আমার লেখার দ্বিতীয় প্যারায় আছে, যার সারমর্ম , আপনি যদি কাজ না জানেন তাহলে কাজ শিখুন তারপরে মাঠে নামুন, অন্যথায় আসার দরকার। এখন আপনিই বুঝুন, আমি কাদের কথা বলসি আমার এই টোটাল লেখায়। খুবই মেজাজ খারাপ হয় দশ বিশ লাইনের বেশি লেখার পরেও যখন ও লেখাটা কেউ না বুঝে, আপনি তো কাজ শিখছেনই, আপনি নিজেকে কেন ঐ ক্যাটাগরীতে ফেলসেন।
    আর পরের দিকে লিখসেন, ডুল্যান্সারে বেশির ভাগ মানুষের উপকার হইসে। আপনি কি বাংলাদেশে আছেন? নাকি দেখেও না দেখার ভান করেন।
    ১) বেশির ভাগ মানুষের উপকার হইলে কোন ইস্যু এটা বন্ধ করার সাহস পাচ্ছে বেসিস
    ২) প্রতারনা পড়া এত হাজার হাজার লোক কোথা থেকে জমা হইল ডুল্যান্সারের বাড়ির সামনে। বেশির ভাগ মানুষে উপকার হইলে তারা ডুল্যান্সারকে বাচাইতে আসল না কেন? আর নিজে টাকা পাইসেন বলে তা দিয়ে বেশির ভাগের বিচার করবেন না। আর যেকোনো কোম্পানী বিশ্বাস স্থাপন করানোর জন্য প্রথম কয়েক কিস্তি পে করে এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না। ধন্যবাদ।

    @sakilsakib: এমএলএম পিরামিডের উপরের দিকের সোনা/রুপা/হীরারা দালালি করে পেট ভরে। কিন্তু যারা পিরামিডের সর্বশেষ স্তরে অবস্থান করে তাদের কি হবে। নিজেকে মাফকরতে পারবে সেই লোক যে সবার শেষে একজন বন্ধু/ভাই বা পরিচিতকে অন্যায় লোভ দেখিয়ে কষ্টের টাকা অনিশ্চয়তার মাঝে ফেলে দিবে? আপনি যদি ডোল্যান্সার এর হয়ে থাকেন তাহলে আপনাকে কি প্রথমে ওখানের বিডিং সম্পর্কে কিছু বলেছিল ওরা?
    কোনদিন ট্রাই করে দেখেছিলেন বিড করে সেখানে? আমার টাকা দরকার তাই বলে আরেকজন কে ফাসিয়ে দেব…নিজের সম্মান খুইয়ে দিব তাতো সুস্থমস্তিষ্কধারী কোন মানুষ করতে পারে না

    @sakilsakib: “”vai , asole ami o khub valo vabe jantam dolancer thakbe na. ai jonno aagei ready hoia silam.” “ami dolancer theke earn korsi abong seita diya 3ds max (pray sesher dike) , abong grafhics design shikhlam.”
    ছি!!! ভাই লজ্জা করে নাই অন্যকে ঠকাতে? অনেক জায়গায় লিখা দেখি “সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক”
    আআরে ভাই যেই আদালতের বিচারকই ঠিক নেই সেই আদালতের আবার মুল্য আছে নাকি? :O

Level 0

“পৃথিবীতে এমন কোনো কাজ নেই বা এমন কোনো আয়ের উৎস যার জন্য সামান্যতম কষ্টও করার দরকার হয় না।”
কথাটা অনেক ভাল লেগেছে । ধন্নবাদ
There’s no shortcut to success…

গত কালকে এক রিসেনটলি ছেকা খাওা PTC দালাল আমার কাছে odesk এর কাজ শিখতে চাছে । সময় থাকতে অনেক বুঝিসি কিন্তু লাভ হয় নাই । এখন আমি বলে দিসি নিজের রাস্তা মাপ । কেমন করসি ভাই ?

    Level 0

    @Jubair Rahman: এক্ষেত্রে তাঁকে প্রথমে প্রশ্ন করা উচিত কোন ধরনের কাজের প্রতি তাঁর আগ্রহ আছে, সে যদি বলে ওয়েব ডেভেলপার, বা ডিজাইনার বা ৩ডি এনিমেটর বা কন্টেন্ট রাইটার হতে তাঁর আগ্রহ আছে, তাহলে তাহলে সংশ্লিষ্ট বিষয়ের টিউটোরিয়াল সাইটের লিংক দিয়ে বলবেন, “এগুলো পড়, এক মাস পরে দেখব তুমি কতটুকু ইম্প্রুভ করস, যদি না ইম্প্রুভ হয় তাহলে বুঝব, তুমি অলস, কাজ করে সব পাইতে চাও, তোমাকে দিয়ে কিছু হবে না, বসে থাক।” কথা শেষ।