আজ টেকটিউনে সকালে যা হয়ে গেল তা আমাদের কারোরই কাম্য ছিল না। তবুও ঘটে গেল এই অনভিপ্রেত ঘটনা। যা আদৌ দরকার ছিল কি ছিল না সে বির্তকে আমি যাব না। আমরা যারা টেকটিউনে আসি টিউন করি বা ভিজিট করি সবাই সবাই চিনি না। শুধু তাদের টিউনটিই পড়া হয়। খুবই ভাল লাগতে মন্তব্য করি। ব্যস্ত এই পর্যন্তই।
এখন মূল কথায় আসা যাক--
টেকটিউনরে কিছু সীমাবদ্ধতা আছে যা আমাদের সবার সর্ম্পককে খুব বেশী কাছে টানতে পারছে না। আমরা অনেকেই হয়ত টেকটিউনে অনেক সময় লগইন থাকি কিন্ত কে অনলাইনে আছে তা আমরা জানতে পারি না।
আমাদের সর্ম্পককে আরো বেশী কাছে টানতে আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। জানি না আমার প্রস্তাবটা কতটা যুক্তি সংগত বা যৌক্তিক।
টেকটিউনের অনেকেই হয়ত yahoo. msn, Galk এ চ্যাটিং করে থাকেন কিন্তু সবার আই ডি আমরা জানি না। বিভিন্ন
জায়গায় chatting করার ফলে আমরা থাকি বিচ্ছিন্ন।
যদি আমরা এমন কোন সফটওয়্যার এর মাধ্যমে সংযুক্ত হই যেখানে শুধু থাকব আমরা। ফলে সেখানে আমরা চ্যাটিং করতে পারব, ভয়েস কল, ভিডিও কল করতে পারব। ইন্টারনেটে এমন অনেক সফটওয়্যার পাওয়া যায় যেমন : skype, facebook ইত্যাদি
আমি skype কে সমর্থন করি কারন এতে ভয়েস কল, ভিডিও কল, চ্যাটিং করা যায়।
আর facebook সমর্থন করি না কারন এতে ভয়েস কল করা যায় না। ভিডিও কল ও না । এছাড়াও Facebook এ অনেক সমস্যা আছে।
যদি আপনাদের জানা মতে এমন কোন সফট থাকে তবে লিখতে পারেন। তবে সফটওয়্যারটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে সর্বপরি ঝামেলা মুক্ত হতে হবে। ভাই আমরা সবাই আরো কাছে থাকতে চাই কখনো বিবাদ চাই না।
উপরে যা কিছু লিখলাম এতে যদি আমার কোন ভুল হতে থাকে তবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি।
আমার এই প্রস্তাব সর্ম্পকে দয়া করে আপনার মতামত জানান। যদি প্রস্তাবটি ভাল নাও লেগে থাকে তবুও মন্তব্য করুন। তাহলেও আমি বুঝতে পারব যে আমার প্রস্তাব আপনাদের ভাল লাগে নি।
এই ব্যাপারে যারা জনপ্রিয় টিউনার আছে তাদের সহযোগীতা আশা করছি।
ধন্যবাদ সবাইকে।
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হু…. এরকম করা যায় তবে এতে সবার মত আছে কিনা?