সব টিউনারদের দৃষ্টি আকর্ষন করছি!!! বিষয়টা একবার ভেবে দেখুন তো কেমন হয়?

আজ টেকটিউনে সকালে যা হয়ে গেল তা আমাদের কারোরই কাম্য ছিল না। তবুও ঘটে গেল এই অনভিপ্রেত ঘটনা। যা আদৌ দরকার ছিল কি ছিল না সে বির্তকে আমি যাব না। আমরা যারা টেকটিউনে আসি টিউন করি বা ভিজিট করি সবাই সবাই চিনি না। শুধু তাদের টিউনটিই পড়া হয়। খুবই ভাল লাগতে মন্তব্য করি। ব্যস্ত এই পর্যন্তই।

এখন মূল কথায় আসা যাক--

টেকটিউনরে কিছু সীমাবদ্ধতা আছে যা আমাদের সবার সর্ম্পককে খুব বেশী কাছে টানতে পারছে না। আমরা অনেকেই হয়ত টেকটিউনে অনেক সময় লগইন থাকি কিন্ত কে অনলাইনে আছে তা আমরা জানতে পারি না।

আমাদের সর্ম্পককে আরো বেশী কাছে টানতে আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। জানি না আমার প্রস্তাবটা কতটা যুক্তি সংগত বা যৌক্তিক।

টেকটিউনের অনেকেই হয়ত yahoo. msn, Galk এ চ্যাটিং করে থাকেন কিন্তু সবার আই ডি আমরা জানি না। বিভিন্ন

জায়গায় chatting করার ফলে আমরা থাকি বিচ্ছিন্ন।

যদি আমরা এমন কোন সফটওয়্যার এর মাধ্যমে সংযুক্ত হই যেখানে শুধু থাকব আমরা। ফলে সেখানে আমরা চ্যাটিং করতে পারব, ভয়েস কল, ভিডিও কল করতে পারব। ইন্টারনেটে এমন অনেক সফটওয়্যার পাওয়া যায় যেমন : skype, facebook ইত্যাদি

আমি skype কে সমর্থন করি কারন এতে ভয়েস কল, ভিডিও কল, চ্যাটিং করা যায়।

আর facebook সমর্থন করি না কারন এতে ভয়েস কল করা যায় না। ভিডিও কল ও না । এছাড়াও Facebook এ অনেক সমস্যা আছে।

যদি আপনাদের জানা মতে এমন কোন সফট থাকে তবে লিখতে পারেন। তবে সফটওয়্যারটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে সর্বপরি ঝামেলা মুক্ত হতে হবে। ভাই আমরা সবাই আরো কাছে থাকতে চাই কখনো বিবাদ চাই না।

উপরে যা কিছু লিখলাম এতে যদি আমার কোন ভুল হতে থাকে তবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি।

আমার এই প্রস্তাব সর্ম্পকে দয়া করে আপনার মতামত জানান। যদি প্রস্তাবটি ভাল নাও লেগে থাকে তবুও মন্তব্য করুন। তাহলেও আমি বুঝতে পারব যে আমার প্রস্তাব আপনাদের ভাল লাগে নি।

এই ব্যাপারে যারা জনপ্রিয় টিউনার আছে তাদের সহযোগীতা আশা করছি।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হু…. এরকম করা যায় তবে এতে সবার মত আছে কিনা?

Level 0

ami , vai ekpaye khara

    Level 0

    ভাই ডিউটি থুক্কু দেশ সেবা রাইখা টিন (টিউন) সেবা করতে চান?
    মন্তব্য করার সাথে সাথে ক্ষমা চাই-এটা আজ থেকে চালু হলো।

    Uncle থেকে নেয়া

Level 0

ভাই, এখন দেখছি অবস্থা এমন হয়েছে যে টিউনারদের টিউন করার সাথে সাথে ক্ষমা চাইতে হচ্ছে যা ভাল টিউন করার জন্য নেতিবাচক।
আসুননা সব কলহ মিটিয়ে ফেলি

    ভাই এছাড়া তো আর কোন উপায় দেখছি না। যাই হোক এ ব্যাপারে আর কোন কথা না বলাই ভাল। উপরের টিউনটি সম্পর্কে তো কোন মন্তব্য দিলেন না?

    Level 0

    খুবই ভাল প্রস্তাব

আমার কাছে তো প্রস্তাবটা একেবারে মন্দ মনে হয় না….ভালোই….
বাকিরা কি বলে….???

    Level 0

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!আপনি তো হাটতেছেন , হেটে হেটে বাকি সবার কাছ থেকে জেনে নিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    OK…
    জানার কাজটা আপনাকে দিয়েই শুরু করলাম…..
    বলেন ….. আপনার কি মত….???

দেখি সবাই কি মতামত দেয়। তারপর না হয় আমরা সবাই মিলে একটা সফটওয়্যার সর্ম্পকে সিদ্ধান্ত নেব।

    আমার মনে হয় ফেইসবুকটাই সবচাইতে ভাল হবে….কারন , অনেকেই আছে যারা ভয়েস বা ভিডিও চ্যাট করে না……
    তাছাড়া….fb-এর মেইল সুবিধা কম কিসের…….এবং দেখা যায় অধিকাংশ টিউনারের-ই ফেইসবুক এ্যাকাউন্ট আছে….

    ভাই শুভ আপনার মতামতটা অনেক ভাল । কিন্তু আমরা voice, vedio, chatting সব সুবিধা দিতে চাই।

জনপ্রিয় টিউনার……….New Term

    ami vai facebook,skype,yahoo, sob tei asi………korte parle valo

    সাইফুল্লাহ ভাই আপনাদের সহযোগীতা ছাড়া তো সম্ভব নয়। আপনার skype ID টা বলেন

    কি জালায় পরলাম? আমার এই নামে কেন ডাকতেসেন ? আমার নাম সাম্য। দইয়া করে এই নাম টাই ডাকেন। ID- sammo.2009

vai ami apnake 1000% support kori. amio chai atai kortepokkho koruk………….. tai tader dristi akorshon korsi………….

টেকটিউনসেই যদি এমন চেট করার সুবিধা দিত তাহলে ভাল হত।

    “চেট” করার সুবিধা দিলে টিউন করা ভুলে যাবে! তারচে বরং ফেসবুক অথবা অন্যান্ন মেসেজ্ঞারে কানেক্টেড থাকতে পারেন।

    Level 0

    টিনটিন ভাই বেশ মজার কথা বলছেন তো….

    টিনটিন ভাইয়া একদম ঠিক কথাই বলছেন।

    টিনটিন ভাই আপনার কথাটা সুন্দর হয়েছে। কিন্তু ভাইয়া যে কোন একটা মেসেঞ্জার সিলেক্ট করতে হবে? অবশ্যই মেসেঞ্জার NOT facebook. কারন facebook এর মত সারা পৃথিবির ছবি শেয়ার, আরেক জনের ফ্রেন্ডলিষ্টের মেয়ে ছেলে শেয়ার এই সব কোন কাজে আমরা টেকটিউনসের বন্ধুরা না হয় নাই গেলাম। BOSS একটা ঝামেলা মুক্ত মেসেঞ্জারের নাম বলেন যাতে ঝামেলা কম। কারন এখন অনেকেই আছে যারা grameen এর P5,P6 বা অন্যান্য কোম্পানির বিভিন্ন লিমিটেড প্যাকেজ ব্যবহার করে। এমন একটা মেসেঞ্জার হতে হবে যাতে chatting করলে টাকা বা মেগাবাইট কম কাটে। বিষয়টা মাথায় রেখে একটু গবেষনা করা এমন একটা মেসেঞ্জার খুজে বের করুন। তারপর আমরা সবাই মিলে sign up করব। তারপর মনের আনন্দে কথা বলব, chatting করব। মেসেঞ্জার সিলেক্ট হলে sign up করার মত যে কোন একটা পোষ্টের নিচে মন্তব্যতে আমাদের আই ডি গুলো সবাইকে জানিয়ে দেব। সবাই মিলে একটু চেষ্টা করুন দয়া করে। ধন্যবাদ। সবাই ভালে থাকবেন। শুভ সকাল।

    gtalk ব্যবহার করতে পারেন।

I agree With U. But we Have to also agree for not making any quarrel in techtunes and also in that system which has been proposed . I like techtunes very much. Some people spend their time in facebook but i spend my leisure time in http://www.Techtunes.com.bd . Go ahead Techtunes…… Thank U all Techtunes member and Also The Top techtuner Tintin Vaia , Moin vaia , Hasib vaia , Mamun vaia , Shakil vaia and many other tuners .

অতি উত্তম…

প্রস্তাব তো ভালই। তবে মনে হয় এর জন্য স্কাইপের দরকার নেই। কারণ ইয়াহু মেসেঞ্জারে তো এসব সুবিধা আছেই,এখন গুগল টক বা জি-টকেও ভয়েস ও ভিডিও চ্যাট সুবিধা চালু হয়েছে। আর সকলেরই ইয়াহু বা জিমেইল এ্যাকাউন্ট যেহেতু আছে,তাই এই দুটোর মধ্যেই বেছে নেয়াই হয়তো ভাল হবে। তবে সবাই যাতে একমত আমিও তাতে একমত।

Level 0

খুব ভাল প্রস্তাব……..

Wel come……Swagotom….
prastab ta khub i valo.

rubel.co is my skype id
skype is the best of best
I support it