চলুন বন্ধু নতুন করে পথ চলা শুরু করি

গত কয়েকদিন থেকে টেকটিউনে শুধু প্রতারনার থবর। যারা সাধারন জনগনের সাথে প্রতারনা করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয় কারন ক্ষমা মহত্মের লক্ষণ তারা তাদের ভুল শিকার করুক আর নাই করুক। আমরা অন্যদের তুলনাই পিচিয়ে থাকার কারন আমরা অযতা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকি। তাই চলুন বন্দু গতদিনের ভুলগুলো ঝেড়ে নতুন করে পত চলা শুরু করি নিজেদের জানার ভান্ডার সমৃব্দ করি

Level 0

আমি mohb। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

completely agree

Level 0

amio, noton tune chi

আসুন আমরা নতুন করে প্রযুক্তির পথে অগ্রসর হই ,
জ্ঞানকে ছড়িয়ে দেই সকলের মাঝে ।

আর নয় বিতর্কিত টিউন
আর নয় বিতর্কিত মন্তব্য,
আসুন আলোকিত করি টেকটিউনস,
এটাই হউক সকলের কাম্য ।

———–@ শান্ত থাকুন > শিক্ষিত সমাজ @———–

    Level 0

    ধন্যবাদ রুহুল আমীন ভাই আরো সুন্দর করে উপস্থাপনের জন্য

শিকার করুক আর নাই করুক————- হে হে হে না হেসে পারলামনা, কি শিকার করবে তারা—- বাঘ নাকি ভাল্লুক
আমি যতটুকু জানি যে, এভাবে দলাদলি অন্যের দোষ নিয়ে মজা করা ভালোনা, কিন্তু সত্যি কথা বলতে কি আসলেই মজা পাচ্ছি।

    Level 0

    আপনি কি মজা চান না মজা করে কিছু শিখতে চান!

আমার ও মনে হয় সবার এখন থামা দরকার ………… যা হয়েছে এ ব্যাপারে টেকটিউনস থেকে একটি বিবৃতিমূলক টিউন খুব তারাতারি দেয়া হবে ।

    যাক আপনি আসছেন। আমরা তো আপনার আশা তেই ছিলাম

    টিনটিন ভাই কি বলব দুঃখের কথা যুদ্ধের আগে বা পিছে ছিলাম না । শুধুমাত্র একটা কমেন্ট করেছিলাম যুদ্ধ বন্ধ করার কিন্তু তাতেও আমারে বাজাইয়া ফেলাইল । আর সাম্যরে তো …………………। ভাই আপনে এখন আপনার পাওয়ার প্রয়োগ করেন ।

    captain planet………the powers is urs…..hi hi hi

Level 0

আমিও একমত। ক্ষমা মহত্মের এবং ক্ষমা মানুষইতো করে।
তবে সবাইকে ভাল হতে হবে।
আমাদের উচিত ভাল হওয়া ভাল সাজা নয়। আর গঠনমূলক সমালোচনা করা এবং তার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া।
প্রতারণা এবং নকলবাজমুক্ত সমাজ তৈরী হোক এই আশায়-রইলাম।

নতুন,গঠনমূলক এবং টিউন চাই আরো বেশি-

marony ভাই,
আমিও আপনার সাথে একমত ।

mohb ভাই আমি বললাম এগুলো ভাল না , কিন্তু মজা লাগছে মনে, মনতো ভাই মজা লাগলে কি করবো বলেন—– কিন্তু তার মানে এই নয় যে, আমি এটাকে সাপ্রোট করছি
তার প্রমান—- আমি কোন মন্তব্যই করিনি, বিগত কয়েকটি টিউনে।

Level 2

হ্যাকিং বিভাগ বাদ দিতে হবে অথবা আমার Power DVD9 টিউন ফেরত দিতে হবে

    হ্যাকিং বিভাগ বাদ দিব? না ভাই না । আমি তা হইতে দিমু না। আর যা হো এইটা হবে না। অন্যটা হোতে পারে

    Level 2

    আমার Power DVD9 পাইরেসি তে অভিযুক্ত কিন্তু ও টা তো হ্যাকিং বিভাগে টিউন করেছি সেটা গায়েব হল কেন??
    হ্যাকিং মানে কি???
    উওর প্লিজ>>

    আর এ ভাই আমি গরিব মানুষ এই উওর আমি কেমনে্ দেব ? তবে আপনার মোবাইল বিষয়ক কোন দরকার থাকলে জানাবেন। অই বিভাগে আমি আবার বড়লোক…………হে হে হে

    আর একটা কথা আপনার কাছে থেকে আরও অনেক মোবাইলিয় টিউন আশা করি

Level 0

মানুষ বলেনা যে, ” মন থাকলে বনে যেতে হয় না, মনের ভিতরে বনের সৃষ্টি করা যায় ” আসলে পরিস্কার মন থাকনে সব কিছুই করা সম্ভব। তাই সবাইকে সেভাবেই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।

    কমেন্ট টা আমার ব্যাক্তিগতভাবে খুবই ভালো লেগেছে!

    Level 0

    এই কমেন্ট থোকে ও অনেক কিছু শিকার আছে

ঠিক বলেছেন আপনি।
শুধু বিতর্ক করে লাভ কি?

শুধু শুধু বিতর্কের খাতিরে বিতর্ক করে লাভ কি? যদি না সে বিতর্ক থেকে সুন্দর কিছু শেখা না যায়।
ধন্যবাদ সবাইকে।

সব বাদ দিয়ে সবার কাছে আরো সুন্দর সুন্দর টিউন চাই। ধন্যবাদ সবাইকে।