ওয়েবসাইট দিয়ে Earn করুন Unlimited।গুগল অ্যাডসেন্স এই শেষ ভরসা নয়

আজ একটা পোস্ট দিছিলাম সকালে হয়ত সবার কাছে ভাল লেগেছে তাই আর একটা দিলাম। আমি কোন Daily টিউনার না। আসলে এটাও জানি না কিভাবে টিউন লিখতে হয়। কোন ভুল হলে ক্ষমাশীল দৃষ্টি তে দেখবেন।

গত শুক্রবার এর এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি সকাল ১০ টার দিকে সাইবার ক্যাফে টে বসে আসি। আমার এক ভাই এর ক্যাফে ভাই আসে নাই তাই আমি ছিলাম। যাই হক আমার পাশে এক Uncle এসে বসলো আমার আব্বু  থেকে একটু বড় হবে বা সমান হবে (এটা একটু বেশি বলে ফেললাম)। কিছু টাইম পর টার দিকে লক্ষ করলাম দেখি তিনি আমাদের সবার প্রিয় PTC নিয়ে মহা ব্যস্ত। তিনি ৪৫ মিনিট ছিলেন। বিল হল ২০ টাকা।

কিছু টাইম পর ভাই আসলো আমি তাকে বললাম এক লোক আইসিল বয়স ৪৫-৫০ PTC করল অই লোক টা কে? ভাই আমাকে বলল অই লোক নাকি Daily আসে। আমি তো পুরা অবাক এ কি কাহিনী। তাহলে অই লোক এর Daily খরচ ২০ টাকা। প্রতি মাস এ খরচ করঃ

২০X৩০= ৬০০ টাকা

তিন মাসে খরচঃ

৬০০X৩=১৮০০ টাকা

নেট খরচ+ Invest :

১৮০০+৭০০= কত হয় আর বললাম না।

এবার আসি গুগল অ্যাডসেন্স এ, এটা থেকে যে প্রচুর Earn করা যায় এটা প্রায় সবাই জানে। তাই আমি আর অই পেচাল পারব না। এই লেখাটি তাদের জন্য যারা মনে করে গুগল থেকে ব্যান্ড খাইসি আমার সব শেষ। আমি প্রথম যখন ওয়েবসাইট থেকে Earn করার চিন্তা করি তখন একটা English ব্লগ এ পড়ি যে ২৮ ভাবে ওয়েবসাইট থেকে Earn করা যায় গুগল হল PPC Advertising Networks এর মধ্যে একটা ওয়েবসাইট আর ও ২৮ টা পথ আছে PPC ছাড়া। এর জন্য আমি বলি আগে একটা ভাল ওয়েবসাইট বানান। আসলে ভাল ওয়েবসাইট বলতে দেখতে ভাল হতে হবে সেটা না। ভাল পোস্ট থাকতে হবে। পোস্ট এর মধ্যে অনেক কিছু দেখার আসে, সব পোস্ট এই পপুলার হয় না। SEO এর দিকে ও একটু মনোযোগ দিতে হবে। যারা করতেছেন তারা জানেন। আর ১০০ টা ক্লিক না করে ২ টা ভাল পোস্ট করা অনেক ভাল বেপার। আপনার ইংলিশ যেমন দিন দিন ভাল হতে থাকবে একটা সময় লাইফ টাইম Earn ও করতে পারবেন। আসুন আমরা এইডস এবং PTC উভয় কে না বলি।

ধন্যবাদ

Level 0

আমি Sudip Paul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Want to know more


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মন্তব্য নিভর টিউন না করাই ভালো।

কিছু টিউটোরিয়াল থাকলে শেয়ার করুন। ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করুন যাতে আরও ২৮টা পথ খোলা আছে।

    @silentkhan007: সহমত

    Level 0

    @silentkhan007: Google e lak lak site ase apnake help korar jonno. Ami ekhane site er link share kori ni. coz eta PTC na j click korley taka. Kisu kosto korun then $1 income korlew mone hobe life er sobche boro income eta.

Level 0

শুধু কয়েকটা উপদেশ দিয়ে টিউন কমপ্লিট ? ২৮ টা কি কি ইনকামের পথ আছে সেটা না বলেই টিউন শেষ ? এরকম একটা পপুলার সাইটে এরকম ফালতু টিউন কখনোই আশা করিনি ৷

    Level 0

    @ng24nt19: Erokom ekta popular site e apnara ektaw comment koren na. But visitor onek. KIvabe asa koren new new post asbe. R issa thakle class 6 er polapan o eta google theke ber korte parbe. esob faltu comment na kore eta likhe search den “earn from website”. R kokhono esob faltu comment korben na. Kisu nije korar chesta koren . Manus apnake sob kisu khawaia dibo na.

Level 0

I agree with U .
Say no to PTC.

Level 0

@ng24nt19 Vai Ei rokom atkta jogpojugi valo post e ei doroner comment thik noy….Chaily apne er cheye o akta valo tune amader shathe share korun.. Abong valo kichu besi besi kore janate o bojte sahajjo korun……!! Be positive and give inspiration to well more.!! don’t mind plz.

Level 0

vablam, apnar dara kisu amon site ar nam jana soho full details jante parbo, ulto pelam kisu upodesh………post korun khali asha deyar jonno noi, kisu poth o dekhai den…… r sob jodi google mamar kas theke jante partam, taile regular akhane astam na…………thanks…….

আসুন আমরা এইডস এবং PTC উভয় কে না বলি।
চরম মজা পাইলাম

Level 0

Vai lekhar jonno thanks. Apnar post ar maddhome j message dilen oitaw khub valo. But post ar title ta mile nai. Asha kori aro valo lekha pabo future a.