আজ আপনাদের সাথে নিজের কিছু কথা share করব। আমার বয়স তেমন বেশি না কিন্তু অনলাইন এ কাজ কাজ করতেসি ৬ মাস আর অনলালিনে এ time waste করেছি ২ বসর। এটা আমার প্রথম টিউন এর আগে একটা এক ভাই কে দিয়ে লিখিয়ে নিয়ে আমি পোস্ট করেছিলাম। আমার গল্প টি শুরু করতেছি।
আমি একটা সময় চিন্তা করেছি অনলাইন থেকে টাকা পাওয়া যায় আবার কেমনে। এটা সম্ভব না। প্রথম এ বাংলা ব্লগ পরলাম কিছু তখন ও বাংলা এত ব্লগ ছিল না যে আমি হেল্প পাব। কিছু ইংলিশ আর কিছু বাংলা ব্লগ পরে শিখতে থাকলাম। একদিন এক ভাই এর কাছে সুনলাম Speak Asia র নাম। জানতে ইসসা হল। সুনলাম বুজতে পারলাম অনেক টাকা পয়সা। এক দিন ভাবলাম মনে মনে চিন্তা করলাম যে ৩ মাস পর টাকা উঠলে একটা ল্যাপটপ কিনব। তার পর একটা I-phone. আবার লোক জইন করালে টাকা তো আছেই। ২ টা অ্যাকাউন্ট করলাম অনেক কষ্টে। আমি যখন করেছি তখন Speak Asia বন্ধ ছিল। হয়ত সেটা ছিল June মাস। April এ খুলবে আমার Speak Asia. তারপর ল্যাপটপ কিনব Speak Asia র টাকা দিয়ে। কিন্তু আজ ও টা স্বপ্ন এই আছে।
তারপর শুরু করলাম PTC. তখন ও বাংলাদেশি PTC সাইট নাই। ১২ টা PTC টে কাজ করলাম ১ মাস নষ্ট করার পর ও পেলাম না কিছু। কারন $১ করতে গিয়া জান বারাইয়া গেছে। দিলাম এটা বাদ তারপর শুরু করলাম Microworkers.অনেক কষ্টে $৮.১০০০০ করেছিলাম তারপর একদিন শুনলাম ওরা নাকি এখন Letter পাঠায় না। দিলাম এটা বাদ। তারপর করলাম Berry Survey। এখানে আমার লস হল কিছু But যারা আমার সাথে জইন করে ছিল তাদের সব লস। যাই হক মান সন্মান অনেক লস হল আমার। এখান থেকে পেলাম $৩৪। এবার করলাম HYIP। $৩৪ কে কিছু দিন এর মধ্যে $৬০ করে ফেললাম। খেলাম এক লস $৬০হল $২৫। কি আর করা টাকা তুলে নেট বিল দিলাম কিছু খরচ করলাম।
তারপর এল Dolancer। দিন যায় র লোক জন বলে এটা কর এটা Safe। আমি বলতাম আগে Speak Asia র টাকা আসুক তারপর Dolancer কিনে নেব। যাই হক PTC টে এ পর্যন্ত ধরা খাই নাই। তারপর ওয়েবসাইট এর কাজ শিখতে থাকি। Adsense বেপারে জানার চেষ্টা করি। একটা সাইট বানাইসিলাম কিন্তু সেটা মুভি ডাউনলোড সাইট স গুগল আপ্প্রভে হল না। কি আর করা সাইট দিলাম বাদ। এক ভাই নাম হল সোহাগ তিনি বললেন Adsense আপ্প্রভে তো হল না এখন Odesk কর। Odesk বাংলাদেশি দের জন্য better। সেই সিদ্ধান্ত আমার জীবনের সবচে ভাল একটা শিদ্ধান্ত।
তারপর জইন করলাম একটা গ্রুপ এও জইন করলাম। তারা অনেক হেল্প করল তারপর কাজ শুরু করলাম। আমি তেমন কিছু যানতাম না। আমি কিছু HTML and CSS যানতাম। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতাম। তাও আমি এক মাস কাজ করে ৮০০০ টাকা income করি। সে এক মাসে আমি বুজতে পারি আমার আর সিখতে হবে। গত এক মাস আমি Odesk এ কাজ করতেছি না। এখন আমি শিখতেসি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারো যদি হেল্প লাগে তাহলে আমি করার চেষ্টা করব। এখানে কমেন্ট করুন অর আমার সাথে Skype টে যোগাযোগ করতে পারেন।
আমার Skype Name: filmspace11
ধন্যবাদ
"আর একটা কথা Amazon এর কি এত ঠেকা যে ওদের বাংলাদেশি PTC টে অ্যাড দিতে হয়"
আমি Sudip Paul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Want to know more
ভালো লাগলো । এইসব HYIP , পিটিসি , ফুল্যান্সার এর থেকে ফ্রীল্যান্সিং হাজার গুন ভালো । দোয়া রইল 🙂