PTC যারা করেন তারা দয়া করে একবার হলেও পরবেন। যারা না করেন তারাও পরবেন।

আজ আপনাদের সাথে নিজের কিছু কথা share করব। আমার বয়স তেমন বেশি না কিন্তু অনলাইন এ কাজ কাজ করতেসি ৬ মাস আর অনলালিনে এ time waste করেছি ২ বসর। এটা আমার প্রথম টিউন এর আগে একটা এক ভাই কে দিয়ে লিখিয়ে নিয়ে আমি পোস্ট করেছিলাম। আমার গল্প টি শুরু করতেছি।

আমি একটা সময় চিন্তা করেছি অনলাইন থেকে টাকা পাওয়া যায় আবার কেমনে। এটা সম্ভব না। প্রথম এ বাংলা ব্লগ পরলাম কিছু তখন ও বাংলা এত ব্লগ ছিল না যে আমি হেল্প পাব। কিছু ইংলিশ আর কিছু বাংলা ব্লগ পরে শিখতে থাকলাম। একদিন এক ভাই এর কাছে সুনলাম Speak Asia র নাম। জানতে ইসসা হল। সুনলাম বুজতে পারলাম অনেক টাকা পয়সা। এক দিন ভাবলাম মনে মনে চিন্তা করলাম যে ৩ মাস পর টাকা উঠলে একটা ল্যাপটপ কিনব। তার পর একটা I-phone. আবার লোক জইন করালে টাকা তো আছেই। ২ টা অ্যাকাউন্ট করলাম অনেক কষ্টে। আমি যখন করেছি তখন Speak Asia বন্ধ ছিল। হয়ত সেটা ছিল June মাস। April এ খুলবে আমার Speak Asia. তারপর ল্যাপটপ কিনব Speak Asia র টাকা দিয়ে। কিন্তু আজ ও টা স্বপ্ন এই আছে।

তারপর শুরু করলাম PTC. তখন ও বাংলাদেশি PTC সাইট নাই। ১২ টা PTC টে কাজ করলাম ১ মাস নষ্ট করার পর ও পেলাম না কিছু। কারন $১ করতে গিয়া জান বারাইয়া গেছে। দিলাম এটা বাদ তারপর শুরু করলাম Microworkers.অনেক কষ্টে $৮.১০০০০ করেছিলাম তারপর একদিন শুনলাম ওরা নাকি এখন Letter পাঠায় না। দিলাম এটা বাদ। তারপর করলাম Berry Survey। এখানে আমার লস হল কিছু But যারা আমার সাথে জইন করে ছিল তাদের সব লস। যাই হক মান সন্মান অনেক লস হল আমার। এখান থেকে পেলাম $৩৪। এবার করলাম HYIP। $৩৪ কে কিছু দিন এর মধ্যে $৬০ করে ফেললাম। খেলাম এক লস $৬০হল $২৫। কি আর করা টাকা তুলে নেট বিল দিলাম কিছু খরচ করলাম।

তারপর এল Dolancer। দিন যায় র লোক জন বলে এটা কর এটা Safe। আমি বলতাম আগে Speak Asia র টাকা আসুক তারপর Dolancer কিনে নেব। যাই হক PTC টে এ পর্যন্ত ধরা খাই নাই। তারপর ওয়েবসাইট এর কাজ শিখতে থাকি। Adsense বেপারে জানার চেষ্টা করি। একটা সাইট বানাইসিলাম কিন্তু সেটা মুভি ডাউনলোড সাইট স গুগল আপ্প্রভে হল না। কি আর করা সাইট দিলাম বাদ। এক ভাই নাম হল সোহাগ তিনি বললেন Adsense আপ্প্রভে তো হল না এখন Odesk কর। Odesk বাংলাদেশি দের জন্য better। সেই সিদ্ধান্ত আমার জীবনের সবচে ভাল একটা শিদ্ধান্ত।

তারপর জইন করলাম একটা গ্রুপ এও জইন করলাম। তারা অনেক হেল্প করল তারপর কাজ শুরু করলাম। আমি তেমন কিছু যানতাম না। আমি কিছু HTML and CSS যানতাম। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতাম। তাও আমি এক মাস কাজ করে ৮০০০ টাকা income করি। সে এক মাসে আমি বুজতে পারি আমার আর সিখতে হবে। গত এক মাস আমি Odesk এ কাজ করতেছি না। এখন আমি শিখতেসি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারো যদি হেল্প লাগে তাহলে আমি করার চেষ্টা করব। এখানে কমেন্ট করুন অর আমার সাথে Skype টে যোগাযোগ করতে পারেন।

আমার Skype Name: filmspace11

ধন্যবাদ

"আর একটা কথা Amazon এর কি এত ঠেকা যে ওদের বাংলাদেশি PTC টে অ্যাড দিতে হয়"

Level 0

আমি Sudip Paul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Want to know more


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো । এইসব HYIP , পিটিসি , ফুল্যান্সার এর থেকে ফ্রীল্যান্সিং হাজার গুন ভালো । দোয়া রইল 🙂

Level 0

thanks apnar experience gulo share korar jonno..
amio recently Odesk e akta account kulci..
amk jodi aktu help koren kub upokrito hoitam..
Group e kivabe join korbo? kaj kivb pabo?
question gulo mathay gurtece sudhu..

    Level 0

    @towhid: Kaj korar jonno group e join korte hoy na. Apni apnar profile 100% kore. Apni je bisoy e expert se job gula te bid korte thaken. Kosto kokhono bretha jay na.

      Level 0

      @Sudip Paul: ami profile 100% complete korci..
      5 ta kaj e bid o korci..
      oneke bole rat 2 ta 3 tar dike bid korle naki kaj paoa sohoj..
      amr jonno ata kub kotin..tai ami caccilam group e join korle hoyto lav hobe..

        Level 0

        @towhid: Valo group e join korle lav ase. R Apni nije try koren. cover latter valo kore lekhen. Jesob job e apply korben sejob er opor je exam ase segula complete koren.. R ekta kotha kebol apply koresen 5 ta jedin 50 ta hobe sedin ektu hotas hoien. Apni 5 ta kore venge poresen. !!!

          Level 0

          @Sudip Paul: apnak ami hyto tik bujate pari ni..
          ami venge pori ni..
          ami j pothe aci se pothe e colte takbo..but jodi ar theke valo kono poth take ja amr jonno better, tobe ami kno seta grohon korbo na!!?

Level New

খুবই সুন্দর আর প্রেরণামূলক পোস্ট। তবে microworkers এর ব্যাপারে আপনার ধারনা ভুল। কিছুদিন আগেই আমার কাছে letter এসেছে এবং alertpay তে payment ও পেয়েছি।

    Level 0

    @বাধন: Ami to bolesi je amake ek lok bolesilo je microworkers naki chithi pathay na. So ami tar kotha sune kaj stop kore disilam.

Level 0

কেউ PTC তে ক্ষতি গ্রস্থ হলে ট্রাই করতে পারেন একটা ফরেক্স সিগন্যাল সাইট http://www.pipsne.ws। $৭ অর্থাৎ মাত্র ৬৩০ টাকা এক মাসে দিতে হবে। আর আপনি তো নিজের অ্যাকাউন্ট এ ব্যাল্যান্স রেখে ট্রেড করবেন। মানি ম্যানেজমেন্ট করবেন তাহলে লস হবে না। ফরেক্স এর বেসিক জেনে নিন bdpips.com থেকে। তারা গত সপ্তাহে ৩৮০ পিপ্স দিয়েছে কিন্তু আমি ১৯০ পিপস নিতে পেরেছি। ব্যাল্যান্স কম ছিল । আশারাখি উপক্রিত হবেন

ভাই আমারে কেউ odesk এ team এ নেন…

🙂 সাধু সাধু 😀 ফুল্যান্সারের ও সরি ডোল্যান্স্যারের ট্রাফিক কিন্তু টিটির চেয়ে এক ধাপ উপরে। বুঝে-শুনে কথা বলবেন কিন্তু 😛

Level 0

Post ti pochondo korar moto. R vai ami odesk ac khulsi bt profile complete create korte parchi na. Kew jodi help korten khub upokar hoto. Amar fb id => http://www.fb.co/hasanTHEdevil . And thanks 4 sharing

Level 0