জিপি সিম এ নিয়ে নিন ৪ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন ।
আজ আমি হারামি ফোন থুক্কু গ্রামীণফোনের একটা অফার নিয়ে আলোচনা করতে চাই ।
গতকাল রিক্সা দিয়ে বাজারে যাওয়ার সময় হঠাৎ গ্রামীণফোন সেন্টারে চোখ পড়লো ।
দেখলাম সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে যে " গ্রামীণফোন এর বন্ধ সিম চালো করলেই ৪ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ।
আর যেকোনো অ্যামাউন্ট রিচার্জে ২০০% বোনাস" দেখে আমার মাথা ঘুরে গেল ।
তারপর তাড়াতাড়ি haramiphone.com ভিসিট করলাম । এবং বিস্তারিত দেখলাম । বিস্তারিত দেখে আমার মনটা খারাপ হয়ে গেল ।

অফার এর শর্তসমুহঃ
১।ক্যাম্পেইনটি চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস পাওয়া যাবে।
২।রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যেই গ্রাহক রিচার্জ বোনাস পেয়ে যাবেন।
৩।গ্রাহক এই পুরো ক্যাম্পেইনটি চলাকালীন মাত্র ৪ টাকায় প্রতিদিন উপভোগ করতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট।
৪।রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ০.০২ টাকা/কিলোবাইট হিসেবে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।
৫।মাত্র ৪ টাকায় প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে, গ্রাহককে অবশ্যই মিনিপ্যাক পে পার ইউজ (পি ১) প্যাকেজটি অ্যাক্টিভেট করতে হবে । প্যাকেজটি অ্যাক্টিভেট করতে ডায়াল করতে হবে *৫০০*১# অথবা P1 লিখে ৬।এসএমএস পাঠাতে হবে ৫০০০ নম্বরে।
৭।প্রতিদিন ১০এমবি ইন্টারনেট ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে।
৮।প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ জানতে ডায়াল করুন *৫৭৭*৫# নম্বরে।
৯।রিচার্জ বোনাস অ্যামাউন্ট গ্রাহক শুধু মাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে ৪৯/৫০ পয়সা কল প্রযোজ্য থাকবে না।
১০।রিচার্জ বোনাসের অ্যামাউন্ট এবং মেয়াদ চেক করতে ডায়াল করুন *৫৬৬*৯# নম্বরে।
১১।সকল ট্যারিফ ও পালস্ পূর্বের নিয়ম অনুযায়ী থাকবে।
১২।মাই জোন-এ রেজিস্টারকৃত গ্রাহক তাদের ডিসকাউন্ট রেটের সাথে বোনাস অ্যামাউন্ট ব্যবহার করতে পারবেন না, কিন্তু তারা এই বোনাস তাদের ট্যারিফ প্লান-এর বোনাস হিসেবে ব্যবহার করতে পারবেন।
১৩।১৫% ভ্যাট প্রযোজ্য।
১৪।এই অফার শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৩০ জুন ২০১২ পর্যন্ত।

কি বুঝলেন ১০ এমবি ইন্টারনেট দিয়ে বড় করে লিখে ৪ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ।
অফার ১ টা আর শর্ত ১৪ টা ।
শ্রেষ্ঠ হারামির পদক পাবে গ্রামীন ফোন ।
আরও জানতে দেখুনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/38268

আপনার মনের বর্তমান অবস্থা কমেন্ট করে জানাবেন । আর গ্রামীনফোন থেকে দূরে থাকুন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

O jotil hoice! Vai osadarun likcen.

ওরে বাবা

রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ০.০২ টাকা/কিলোবাইট হিসেবে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।
বুঝলাম না

Level 0

“রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ০.০২ টাকা/কিলোবাইট হিসেবে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে” এর মানে হচ্ছে রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত প্রতি কেবি ০.০২ পয়সা । এভাবে আপনি যদি ১০ কেবি USE করেন তাহলে আপনার চার্জ হবে ২০ পয়সা । এভাবে যদি দৈনিক ৫ এমবিও USE করেন আপনার চার্জ ৪ টাকা হবে ।

GP/HP er offer deikha khali hashi r hashi………..!!!

dur mia

বাজে………………

paltu service

গ্রামীণ ফোন ডেসটিনির চেয়ে বেশী ঠকবাজ। আমরা নিরুপায়ে গ্রামীন সীম ব্যবহার করি। আমাদের এখানে অন্য অপারেটরের নেটওয়ার্ক পায়না নয়ত কবে গ্রামীন সীম পায়খানায় ফেলতাম।

আমি P7/P10 package use করি। মোবাইলে এইটা খুব ভাল। কম্পিউটারের জন্য হবেনা।

Level 0

৭।প্রতিদিন ১০এমবি ইন্টারনেট ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে। mane 10mb ar por internet to gaya…………………………

ফেয়ার ইউসেজ পলিসি মানে হইছে 0 বাইট থেকে 999 বাইট স্পীডের এর মধ্যে পারলে ইন্টারনেট চালান!!!!!!!!!

Level 0

hmmm. amr ekt gp bondho sim ase…. ki kore bujmu ami ai offer upovog korte parbo…plz janan

ha ha ha

Level 0

vai apni o to ei kaztai korlen… unlimited koiya 10 mb dekhailen lol…

Level 2

আমি ব্যবহার করে দেখেছি, সবোচ্চ ১ দিনে ১০০ এম বি পজন্ত ব্যবহার করা যায়। আমার কাছে মনে হয় এর থেকে সস্তা এই যুগে আর কিছুই নেই।