আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল আছেন। বাংলাদেশি ব্রান্ডের ল্যাপটপ দোয়েলের বাজারে আসা নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। আবার বাজারে সেটিকে যেভাবে ছাড়া হয়েছে তা সাধারণ মানুষের আশা রক্ষা করতে পারেনি। সেই সাথে ছিল না না ধরণের গুজব। গণমাধ্যমে বলা হয়েছিল প্রাথমিক অবস্থায় এটি কেবল সরকারী প্রতিষ্ঠানের লোক জনের কাছে বিক্রি করা হবে। কিন্তু আসলে তা সবার কাছেই বিক্রি করা হয়েছিল। টেসিসের পণ্য হওয়ার কারণে সবার মধ্যে এর চাহিদাও ছিল দেখার মত। কিন্তু কিছু দিন আগে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক প্রত্রিকা প্রথম আলোয় একটা খবর ছাপা হয়েছিল, আমি ভুলে গিয়ে না থাকলে শিরোনামটা ছিল এরকম, "উড়ার আগেই মুখ থুবড়ে পড়ল দোয়েল"। সেখানে দোয়েলের ভবিষ্যৎ যে শেষ এমন ইঙ্গিতই দেওয়া হয়েছিল। এর আগে দোয়েলের বিভিন্ন মডেলের ল্যাপটপ আর নেটবুকের দাম নিয়ে নানা গুজব ছড়িয়ে ছিল, দাম হবে ১০ হাজার......... । তবে যাই হোক আশার ব্যাপার হল দোয়েল বহাল তবিয়তেই আবার উৎপাদন শুরু হয়েছে এবং বিক্রিও হচ্ছে। তবে আগের তুলনায় দাম বেড়েছে ১৭০০টাকা পর্যন্ত।
এছাড়াও আছে ২ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই এবং ডিভিডি রাইটার ইত্যাদি ।
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই এবং ডিভিডি রাইটার ইত্যাদি ।
আজ এ পর্যন্তই। তবে আরেকটা কথা। আপনারা যারা আগে দোয়েল বেসিক ০৭০৩ কিনেছিলেন এবং এর কমজোড়ি ব্যাকআপ এর কারনে অসন্তুষ্ট বা ব্যাটারিতে সমস্যা দেখছেন তারা টেশিসে গিয়ে ব্যাটারি রিপ্লেস নিতে পারবেন আর ০৭০৩ এর ৩ সেলের ২২০০mAh ব্যাটারি বদলে যদি ৬ সেলের ৪৪০০mAh ব্যাটারী নিতে চান তবে আরও ১৫০০/- গুনতে হবে।
সরাসরি চলে যান বাংলাদেশ টেলিফোন সংস্থায় (টঙ্গিতে যাওয়ার যে কোন বাসে উঠে হেল্পার কে বললেই ঠিক টেশিসের সামনে নামিয়ে দেবে) আর সেখানকার সিকিউরিটি গার্ডদের কাছে দোয়েল কিনবেন বললেই দেখিয়ে দিবে কোথায় যেতে হবে। টেশিসের কর্মচারীদের ব্যবহার যথেষ্ট ভাল মানের। আপনার মনে হতে পারে আপনি ভুল দেখছেন নাতো? কারণ বাংলাদেশে আসলে কোন বিক্রয় কারী এতটা সৌজন্য দেখায় না। আমার এক বন্ধুর ব্যাটারীতে সমস্যা হওয়ায় সে রিপ্লেসমেন্টের দাবী করার পর তারা হাসি মুখেই ব্যাটারী বদল করে দিয়েছেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৫১২ MB ক্যাশ??????? পাগল হইলেন নাকি?? নাকি নতুন PROCESSOR বানাইলেন? ৫১২ KB hobe!!!!!!!!!!