ল্যাপটপ রিভিউঃ দোয়েল এখন আরও উন্নত… যদিও দাম কিছুটা বেড়েছে….

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল আছেন। বাংলাদেশি ব্রান্ডের ল্যাপটপ দোয়েলের বাজারে আসা নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। আবার বাজারে সেটিকে যেভাবে ছাড়া হয়েছে তা সাধারণ মানুষের আশা রক্ষা করতে পারেনি। সেই সাথে ছিল না না ধরণের গুজব। গণমাধ্যমে বলা হয়েছিল প্রাথমিক অবস্থায় এটি কেবল সরকারী প্রতিষ্ঠানের লোক জনের কাছে বিক্রি করা হবে। কিন্তু আসলে তা সবার কাছেই বিক্রি করা হয়েছিল। টেসিসের পণ্য হওয়ার কারণে সবার মধ্যে এর চাহিদাও ছিল দেখার মত। কিন্তু কিছু দিন আগে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক প্রত্রিকা প্রথম আলোয় একটা খবর ছাপা হয়েছিল, আমি ভুলে গিয়ে না থাকলে শিরোনামটা ছিল এরকম, "উড়ার আগেই মুখ থুবড়ে পড়ল দোয়েল"। সেখানে দোয়েলের ভবিষ্যৎ যে শেষ এমন ইঙ্গিতই দেওয়া হয়েছিল। এর আগে দোয়েলের বিভিন্ন মডেলের ল্যাপটপ আর নেটবুকের দাম নিয়ে নানা গুজব ছড়িয়ে ছিল, দাম হবে ১০ হাজার......... । তবে যাই হোক আশার ব্যাপার হল দোয়েল বহাল তবিয়তেই আবার উৎপাদন শুরু হয়েছে এবং বিক্রিও হচ্ছে। তবে আগের তুলনায় দাম বেড়েছে ১৭০০টাকা পর্যন্ত।

১. দোয়েল বেসিক ০৭০৩ই (পূর্বের ০৭০৩)

মূল পরিবর্তনঃ ব্যাটারী; আগের ০৭০৩ তে ছিল ২২০০mAh ব্যাটারী যার সর্বোচ্চ ব্যাকআপ টাইম ১ ঘন্টা ৩০ মিনিট ছিল। বর্তমানে ০৭০৩ই তে ব্যবহৃত হচ্ছে ৪৪০০mAh লিথিয়াম আয়ন ব্যাটারী ফলে এখন প্রায় ৩ঘন্টার উপর ব্যাকআপ পাওয়া যাবে।

স্ক্রীন সাইজঃ ১০.১" এলইডি (১০২৪x৬০০ পিক্সেলস)

প্রসেসরঃ       ইন্টেল এ্যাটম এন৪৫৫ (১.৬৬ গি.হা/৫১২ কে.বি ক্যাশ)

চিপসেটঃ       ইন্টেল এনএম১০

র‍্যামঃ            ১ গি.বা. ডিডিআর থ্রি

গ্রাফিক্সঃ        ইন্টেল জিএমএ ৩১৫০ (২৫৬মেবা পর্যন্ত বিল্টইন)

হার্ডডিস্কঃ      ২৫০ গি.বা. সাটা

ওয়েব ক্যামঃ  ১.৩ মেগাপিক্সেল

ব্লুটুথঃ            ২.০

ওয়াইফাইঃ     ৮০২.১১/বি/জি/এন

ব্যাটারীঃ         ৪৪০০mAh লিথিয়াম আয়ন

ইউএসবি পোর্ট সংখ্যাঃ  ২ টি ইউএসবি২

ল্যান পোর্টঃ                  RJ-45

কী-বোর্ড কী সংখ্যাঃ     ৮৩ টি

টাচ প্যাডঃ                  স্ক্রল স্কোপ

রংঃ                   কাল, মেরুন, সিল্ভার

মূল্যঃ                ১৫,৫০০/- (কাল); ১৫,৮০০/- (মেরুন/সিল্ভার)

ওয়ারেন্টিঃ        ৬মাসের ওয়ারেন্টি।

এছাড়াও আছে ২ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।

০২. দোয়েল স্ট্যান্ডার্ড ২৬০৩

স্ক্রীন সাইজঃ ১২.১"  এলইডি (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)

প্রসেসরঃ      ইন্টেল  এ্যাটম এন৪৭৫ (১.৮৩ গি.হা/৫১২ কে.বি ক্যাশ)

চিপসেটঃ      ইন্টেল এনএম১০

র‍্যামঃ          ২ গি.বা. ডিডিআর থ্রি

গ্রাফিক্সঃ      ইন্টেল জিএমএ ৩১৫০ (২৫৬ মে.বা. পর্যন্ত)

হার্ডডিস্কঃ     ৩২০ গি. বা. সাটা

ওয়েব ক্যামঃ   ১.৩ মেগাপিক্সেল

ব্লুটুথঃ           ২.০

ওয়াইফাইঃ   ৮০২.১১/বি/জি/এন

ব্যাটারীঃ      ৪২০০mAh (২.৫+ ব্যাকআপ)

ইউএসবি পোর্ট সংখ্যাঃ  ২টি ইউএসবি ২.০

ল্যান পোর্টঃ              RJ-45

কী-বোর্ড কী সংখ্যাঃ   ৮২ টি

টাচ প্যাডঃ               স্ক্রল স্কোপ

রংঃ                         কাল, মেরুন, সিল্ভার।

মূল্যঃ                     ২৩,০০০/- (কাল), ২৩,৩০০/- (মেরুন/সিল্ভার)

ওয়ারেন্টিঃ             ১ বছর (ব্যাটারী ৬ মাস রিপ্লেসমেন্ট)

এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।

০৩. দোয়েল এ্যাডভান্সড ১৬১২

স্ক্রীন সাইজঃ ১৪" এলইডি (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)

প্রসেসরঃ      ইন্টেল ডুয়াল কোর পি৬২০০ (২.১৩গি.হা./৩ মে.বা. ক্যাশ)

চিপসেটঃ      ইন্টেল এইচএম৫৫

র‍্যামঃ            ২গিবা ডিডিআর থ্রি

গ্রাফিক্সঃ       ইন্টেল এইচডি

হার্ডডিস্কঃ     ৩২০ গি.বা.

ওয়েব ক্যামঃ   ১.৩ মেগা পিক্সেল

ব্লুটুথঃ              ২.০

ওয়াইফাইঃ       ৮০২.১১/বি/জি/এন

ব্যাটারীঃ          ৪৪০০ mAh (৩ ঘন্টা ব্যাকআপ)

ইউএসবি পোর্ট সংখ্যাঃ ৩টি ইউএসবি ২.০

ল্যান পোর্টঃ                 Rj-45

কী-বোর্ড কী সংখ্যাঃ     ৮৬টি

টাচ প্যাডঃ                স্ক্রল স্কোপ

রংঃ                   কাল, মেরুন।

মূল্যঃ              ২৮,৫০০/- (কাল), ২৮,৮০০/- (মেরুন)

ওয়ারেন্টিঃ         ১ বছর (ব্যাটারীর জন্য ৬ মাস)

এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই  এবং ডিভিডি রাইটার ইত্যাদি । 

শীঘ্রই আসছেঃ দোয়েল এডভান্স্‌ড ১৬১২আই৩

স্ক্রীন সাইজঃ ১৪" এলইডি এইচ ডি [zero bright dot/Glare less] (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)

প্রসেসরঃ      ইন্টেল  কোর আই৩-২৩৫০এম (২.৩০গি.হা./৩ মে.বা. ক্যাশ)

চিপসেটঃ      ইন্টেল এইচএম৬৫

র‍্যামঃ           ৪ গিবা ডিডিআর থ্রি ৮ গি.বা. পর্যন্ত বাড়ানো যাবে

গ্রাফিক্সঃ       ইন্টেল এইচডি৩০০০

হার্ডডিস্কঃ    ৫০০ গি.বা.

ওয়েব ক্যামঃ   ১.৩ মেগা পিক্সেল

ব্লুটুথঃ              ৩.০

ওয়াইফাইঃ       ৮০২.১১/বি/জি/এন

ব্যাটারীঃ          ৫২০০ mAh

ইউএসবি পোর্ট সংখ্যাঃ ৩টি ইউএসবি ২.০

ল্যান পোর্টঃ                 Rj-45

কী-বোর্ড কী সংখ্যাঃ     ৮৭/৮৮/৯০টি

টাচ প্যাডঃ                স্ক্রল স্কোপ

রংঃ                   কাল, মেরুন।

এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই  এবং ডিভিডি রাইটার ইত্যাদি । 

আজ এ পর্যন্তই। তবে আরেকটা কথা। আপনারা যারা আগে দোয়েল বেসিক ০৭০৩ কিনেছিলেন এবং এর কমজোড়ি ব্যাকআপ এর কারনে অসন্তুষ্ট বা ব্যাটারিতে সমস্যা দেখছেন তারা টেশিসে গিয়ে ব্যাটারি রিপ্লেস নিতে পারবেন আর ০৭০৩ এর ৩ সেলের ২২০০mAh ব্যাটারি বদলে যদি ৬ সেলের ৪৪০০mAh ব্যাটারী নিতে চান তবে আরও ১৫০০/- গুনতে হবে।
সরাসরি চলে যান বাংলাদেশ টেলিফোন সংস্থায় (টঙ্গিতে যাওয়ার যে কোন বাসে উঠে হেল্পার কে বললেই ঠিক টেশিসের সামনে নামিয়ে দেবে) আর সেখানকার সিকিউরিটি গার্ডদের কাছে দোয়েল কিনবেন বললেই দেখিয়ে দিবে কোথায় যেতে হবে। টেশিসের কর্মচারীদের ব্যবহার যথেষ্ট ভাল মানের। আপনার মনে হতে পারে আপনি ভুল দেখছেন নাতো? কারণ বাংলাদেশে আসলে কোন বিক্রয় কারী এতটা সৌজন্য দেখায় না। আমার এক বন্ধুর ব্যাটারীতে সমস্যা হওয়ায় সে রিপ্লেসমেন্টের দাবী করার পর তারা হাসি মুখেই ব্যাটারী বদল করে দিয়েছেন।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৫১২ MB ক্যাশ??????? পাগল হইলেন নাকি?? নাকি নতুন PROCESSOR বানাইলেন? ৫১২ KB hobe!!!!!!!!!! :mrgreen:

আমার দোয়েল স্টান্ডার্ড এ ব্যাক আপ মাত্র ১৫ মিনিট। ৩ মাস হয়েছে কিনেছি। ব্যাটারি রিপ্লেসমেন্ট কি সাথে সাথে দেয় ?

Level 0

vai doel er operating system ki linux ase??operating system ki next a change kora jay?r jodi linux hoy tahole firefox chalano jabe ki

    @Imshad: জ্বি, লিনাক্স এবং উইন্ডোজের সকল ভার্ষণ সাপোর্ট করে আর লিনাক্সে মোজিলা ফায়ারফক্স চালাতে পারবেন।

Level 0

digtal doel eirokom ei hobe.

tnx 4 info

ভাল খবর শুনতে পড়তে বলতে অনেক ভাল লাগে।
ধন্যবাদ টিউনের জন্য।

ভাই আমি একটা নেট বুক কিনেছি স্যামসাং এর । ৫ ঘন্টা ব্যাকআপ , ২ জিবি ডিডি আর ৩ র‍্যাম ১.৬৬ অ্যাটম প্রসেসর ,১০.১ মনিটর ইউএসবি ৩.০ ব্লুটুথ ৩.০ এবং ওয়াই ফাই ওয়ারেন্টি ১ বছর । দাম ২৩০০০ টাকা । তাহলে সেই তুলনায় দোয়েল এর ২৩০০০ টাকার নেটবুক কেমন ?

    @অপূর্ব: সেই তুলনায় খুব একটা পার্থক্য থাকবে বলে মনে হচ্ছে না। তবে ব্যাটারীর দিক দিয়ে দোয়েল খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। কেননা কয়েকজন খুব ঝামেলায় পড়েছেন দোয়েলের ব্যাকআপ নিয়ে।

    @অপূর্ব: ভাই আমিও একটা কিনব আপনার তাই পছন্দ হইচে কোথা থেকে কিনছেন মডেল কত ?

    Level 0

    @অপূর্ব: net booktar model ki vai kindly share koren

Level 0

@opurbo bhai apner samsung net book er model koto, ektu janayen. Plz.

Level 0

শীঘ্রই আসছেঃ দোয়েল এডভান্স্‌ড ১৬১২আই৩
হার্ডডিস্কঃ ৩৫০০ গি.বা. 😮
সত্যি ই কি তাই?

আমি আজ কিনলাম এখান থেকে

http://www.bdstall.com/listingDetail/index/7036/

http://bit.ly/Jpx4g5

ভালই। দোয়েল উন্নতি করছে

আমার বাবাকে দোয়েল বেসিক নিয়ে দিছি ! অনেক সুন্দর চলছে এখনো কোন সমস্যা হয় নি। তবে মজার ব্যপার হল আমার বাবা মেকার মানুষ হওয়ায় ইউপিএস এর ব্যাটারি খুলে ডিসি ডাইরেক্ট কানেকশন করে প্রায় ২৪ ঘন্টার মত ব্যকআপ পায় ! 😀

দোয়েলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ! 🙂

ভালো খবর পেলাম।আপনাকে ধন্যবাদ।

Level 0

Ctg te doel kothay pabo?

অনেক ভাল খবর দিলেন। দোয়েলের দোয়েল এডভান্স্‌ড ১৬১২আই৩ এর দাম কত হতে পারে?
আর নিচের তথ্য গুলা পড়ে অনেক ভাল লাগল বিশেষ করে তাদের সেবা।
দেশ আরোও এগিয়ে যাক এই কামনাই করি।
আপনাকে অশেষ ধন্যবাদ।

Level 0

doel basic 0703e তে কোনও অপ্টিকাল ড্রাইভ নেই । তাহলে আমি যদি পরবর্তীতে উইন্ডোজ এক্সপি দিতে চাই তাহলে কেমন করে দিব । external dvd drive লাগানো যাবে ???

দোয়েল ব্যাসিক ০৭০৩ এর উইন্ডোজ ৭ এর ড্রাইভার দিতে পারবেন?

Level 0

শুধু বিজ্ঞাপন করলেই হবে না! বাজারে বেশি বেশি ছাড়তে হবে।

Chittagong a kothai poua jaba janala valo hoto .