"তারুণ্যর পথচলা অবিরাম সারাবেলা" শ্লোগানে চালু হতে যাচ্ছে কমিনিউটি ব্লগ তারুণ্য৭১.কম...
"দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বর্তমান সময় তারুণ্য নির্ভর...তাই তারুণ্যই এই ব্লগের মুল উপজীব্য...তারুণ্যর শক্তি,সম্ভাবনা,তাদের চাওয়া,তাদের প্রত্যাশা,তাদের উচ্ছ্বাস উঠে আসবে ব্লগটিতে...মূলত ভেদাভেদহীন তারুণ্য সৃষ্টির লক্ষ্যেই তারুণ্য৭১.কম এর যাত্রা শুরু হতে যাচ্ছে...আশা করা যাচ্ছে সেপ্টেম্বর ২০১২ এর মধ্যেই ব্লগটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে...
একটা সময় ব্যক্তিগত ব্লগে সবাই ব্লগিং করতে পছন্দ করত। কিন্তু কমিউনিটি বা মাল্টি ইউজার ব্লগগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই এই ধরনের ব্লগকে বলা হয় বিকল্প গণমাধ্যম। তেমনি একটা ব্লগ হল তারুণ্য৭১.কম। যেখানে সবাই লিখতে পারবেন।
এখানে সদস্য হয়ে তরুণরা তুলে ধরবে তার নিজস্ব আবেগ-অনুভূতি, আনন্দ-বেদনা, পাওয়া না পাওয়া সবকিছু... শেয়ার করতে পারবে কিংবা জানাতে পারবে তাদের ক্যাম্পাস কিংবা পাশে ঘটে যাওয়া চমকপ্রদ কোন খবর যা হয়তো পত্রিকায় আসতে পারে। ভাবুন আপনিও লিখছেন অনলাইনে একজন গণমাধ্যম কর্মীর মত যার পাঠক সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ, এমনকি প্রবাসীরাও আছেন।
কেউবা আছেন সাহিত্যচর্চা করেন। লেখা পত্রিকায় প্রকাশএর জন্য উদগ্রীব হয়ে আছেন, তাদের লেখার জন্য বিকল্প একটা মাধ্যম হতে পারে তারুণ্য৭১.কম। এখানে তরুনেরা করতে পারবে কারও কাজের সমালোচনা। কেউ কোন অন্যায় করলে তার আলোচনা পাশাপাশি সমালোচনা করতে আর ভাল কাজ করলে তার জন্য ধন্যবাদসূচক পোস্ট করে উৎসাহিত করতে পারবে।।
চলুন ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনীতিকে উর্ধ্বে রেখে তারুণ্যর সাথে সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু সারাদেশে এটাই হতে যাচ্ছে তারুণ্যনির্ভর বা ক্যাম্পাসভিত্তিক বাংলা ব্লগ। তাই এটাকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। হয়তো এটাও হতে পারে আমাদের কথা বলার মাধ্যম।
তারুণ্য৭১ ব্লগের সাথে আপনার পথচলা সুন্দর হোক।
সবাইকে আমাদের এই ব্লগে লেখার জন্য আহ্বান জানাচ্ছি... http://www.tarunno71.com এবং ইংরেজি ভার্সন www.eng.tarunno71.com
আমি নিভৃত পথচারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি...নিজে নিজে শিখতে চেষ্টা করি...
gud job…. carry on… 🙂