২০০৪ সালের ৯ নভেম্বর ওয়েব জগতে একটি নতুন প্রোডাক্ট আলোড়ন তুলেছিল। ৫ বছরের এই যাত্রা পথে প্রোডাক্টটি আনে এক ব্যাপক পরিবর্তন। এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে আধুনিকায়নের জন্য যেহেতু কোটি কোটি ইউজার, কমিউনিটির মন জয় করেছে যদিও এই চলার পথে তাদের প্রতিযোগি হিসেবে রয়েছে ক্রম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং অপেরা সবাই ওয়েবের পুরোন ধারনা থেকে উত্তোলনের জন্য কাজ করছে। আমার মনে হয় আপনারা এখন বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট কি। আর কিছুই নয় সকলেরই প্রিয় মজিলা ফায়ারফক্স। মজিলা নভেম্বরের ৯ তারিখ তাদের ৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এই পঞ্চম বর্ষ পূর্তি সেলিব্রেট জন্য মজিলা “Light the Web with Firefox” একটি ক্যামপেইন আয়োজন করেছে। খুব সহজেই আপনিও এই আয়োজনে অংশ গ্রহন করতে পারেন। সেলিব্রেশনে অংশ গ্রহণের জন্য আপনি যা করতে পারেন-
প্রজেক্টরের মাধ্যমে ফায়ারফক্সের লগো ওয়ালে দেখাতে পারেন যাতে মনে হয় ফায়ারফক্সের পার্টি হচ্ছে অথবা আপনি জটিল ইফেক্টের জন্য ফ্ল্যাশ লাইটও ব্যবহার করতে পারেন।
চিন্তা করে দেখুন সবচেয়ে মজার পথ কি হতে পারে ফায়ারফক্স এবং লাইটের সমন্বয়ের জন্য। উদাহরণ স্বরূপ-
বার্থে কেকের উপর ফায়ারফক্সের লগো দিয়ে মোমবাতি জ্বালাতে পারেন। আপনার হাতে অনেক সময় থাকলে আপনি লাইট শো ও করতে পারেন। এছাড়াও আপনি মজার মজার ওয়ালপেপারও বানাতে পারেন। আপনি আপনার সৃজনশীলতা থেকে আরও ভাল কিছু করতে পারেন।
আপনির মোবাইল ফোনে ফায়ারফক্সরে লগো ব্যবহার করুন। আপনার সকল বন্ধুরা মিলে সকলের মোবাইলে ফায়ারফক্সের লগো ব্যবহার করে গ্রুপ ছবি ও তুলতে পারেন।
আপনি এখন যা যা করলেন তা ছবি তুলে রাখুন এবং ভিডিও করে রাখুন। এরপর “Firefox5” নামে ট্যাগ করে Flickr এ আপলোড করুন আপনি কিভাবে ফায়ারফক্সের পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন করলেন। এই সব ফিচার গুলো নভেম্বরের ৯ তারিখ একটি বিশেষ সাইটে লঞ্চিং হবে এবং সেরা সৃজনশীল কাজের জন্য পুরষ্কৃত করা হবে। আপনি চাইলে ফেসবুক অথবা টুইটার থেকেও এই সেলিব্রেশনে অংশ গ্রহন করতে পারেন। তো আপনি কিভাবে করছেন ফায়ারফক্সের সেলিব্রেশন??
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
Yeasin ভাই গুগলের জন্মদিনেও কেক পাইলাম না এবার কি মজিলার জন্মদিনেও কেক পাব না ।