সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়; পড়ে দেখুন, আপনিও হয়তো বাচাতে পারেন একটি জীবন।

আসসালামুআলাইকুম।টেকটিউনসে এটা আমার প্রথম টিউন।কোন ভূল হে ক্ষমার চোখে দেখবেন।

আমরা সবাই-ই যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়তো আমরা
স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে
পারবো।
...
একটি সত্যি গল্পঃ

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন।
উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে
তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স
ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার
নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ
সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন,
তাকে
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো, তিনি অনুষ্ঠান
চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক
সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়,
সাহায্যহীন,
ভরসাহীন
মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন, যদি একজন
স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,
তবে
তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে
কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে
মেডিকেএকজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে
হাসপাতালে নেয়া যায়, তবে তাকে
সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে
স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে
রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের
অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন
ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো
প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না,
কি
অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ

S – Smile রোগীকে হাসতে
বলুন।

T – Talk রোগীকে আপনার
সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands. রোগীকে একসাথে
দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে
নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে
চলে যায়, সেটাও স্ট্রোকের
লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

একজন খ্যাতনামা হৃদবিশেষজ্ঞ বলেছেন, যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে
পারবো।

দয়া করে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও জানান !!!!! হয়তো একটা জীবন
বেচেও যেতে পারে কেয়ারে ।

এই পোষ্টটি প্রথম প্রকাশিত হয় :http://www.somewhereinblog.net/blog/rrr/29569492-এ

Level 0

আমি Logical Network। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে কিছু জানতে চাই,অপরকেও জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

    Level 0

    টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ । অনেক দরকারি টিউন ।

    Level 0

    দোয়া করবেন যেন এমন আরো টিউন করতে পারি।

Age janle Amar Anti ke hoyto bachate partam,by the way Thank u bro.

    Level 0

    আপনার আন্টিকে আল্লাহ বেহেশত নসীব করুন।

Level 0

খুবই সুন্দর টিউন। অল্প কথায় গুছিয়ে তথ্যগুলো দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    মূল লেখাটি আমার না।লেখাটি পড়ে আমার ভাল লাগল তাই শেয়ার করলাম।
    আপনিও জানুন অন্যকেও জানান।আপনাকে ধন্যবাদ।।।।

সকলের জন্য উপকারী টিউন। আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

Level 0

ধন্যবাদ

    Level 0

    স্বাগতম।।।

Level 0

আমি ৭ম শ্রেণীতে পড়ি।পরীক্ষা চলছে সবাই দোয়া করবেন।

Bast Post 2012

Level 0

apnake onek thx ar new kisu to bujlam alpo hok ta onk valo thx again

Thank a Lot.Go ahead.

Level 0

খুব ভাল একটি পোষ্ট এর আগে আমি আমার ফেজবুকে এটি শেয়ার করেছিলাম ।

মাশাআল্লাহ, অনেক সুন্দর লিখছ ভাইয়া।