নতুন বাংলা ব্লগ রঙপেন্সিল-এর যাত্রা শুরু………

আগামীকাল চালু হতে যাচ্ছে বাংলা ভাষায় নতুন ব্লগ রঙপেন্সিল । মুক্ত পথে আঁকি স্বদেশের মানচিত্র এ শ্লোগান নিয়ে শুরু হচ্ছে তাদের আনুষ্ঠানিক যাত্রা। ব্লগের মূল উদ্যোগতারা হল ফেসবুক এর জনপ্রিয় পেজ ভালবাসার গল্প  ও ওয়েব ডেভেলপার ফার্ম ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্টঅসংখ্য ব্লগের ভিতর জায়গা করে  নিতে এ ব্লগে থাকছে বেশ কিছু নতুনত্ব। যেমন- কোনপ্রকার সফটওয়্যার ছাড়াই এতে বাংলা লেখা যাবে। এটিতে সাধারণ ব্লগের পাশাপাশি থাকছে অনুব্লগ। অচিরেই এতে যোগ হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস ভিত্তিক গ্রুপ। এছাড়াও থাকছে আরও নতুনত্ব। সাময়িক ভাবে এ ব্লগে ফেসবুক আইডি ব্যাবহার করে রেজিস্ট্রেশান করা যাবে।

সাইটের বিস্তারিত রিভিউ দিতে হবে। প্রয়োজনে ছবিসহকারে। -মডারেটর।

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জোশ ভাবে ভালো লাগলো আপনাদের ব্লগটি। হারিয়ে যেন না যায় টাই বুকমার্ক করে রেখেছি।

Dhonnobad Tamim Vai…

অভিনন্দন।