গত ০২/০৪/২০১২ ইং তারিখ রোজ-সোমবার, সন্ধ্যা বেলায় আমি আমার মোবাইলের বাংলালিংক সিমে ৩২০/= টাকা রিচার্জ করি। তখন আমার বাংলালিংকে P৬ সার্ভিস চালু করা ছিল। কিন্তু আমার ডাটা ১০২৪ MB শেষ হয়ে গিয়েছিল। আমি নতুন করে P6 সার্ভিস চালু করার জন্য ৩৩৪৩ নম্বরে Message করি। তারা আমাকে জানায় আমার বর্তমানে GPRS সংযোগ চালু করা আছে। তখন আমি সেই সংযোগ বন্ধ করে দেই এবং তখনও আমার সিমে ৩২০/= টাকা ছিল। তারপর আবার ৩৩৪৩ নম্বরে P6 লিখে Message করি। তারা আমাকে Reply তে জানায় *২২২*১*৮# চেপে সার্ভিস চালু করার জন্য। আমি সেটি করি এবং তারা আমাকে Reply তে একটি Congratulation Message দেয়। তখন আমি মোবাইল থেকে সিমটি খুলে পকেটে রাখি। রাতে সে সিমটি Modem এর মাধ্যমে পিসিতে Connect করি। দুই মিনিট সংযোগ থাকার পরে তা বিচ্ছিন্ন হয়। তখন আমি আমার MB দেখে অবাক! আমার কোন GPRS সংযোগ নেই।
পরদিন আমি বাংলালিংক কাষ্টমার কেয়ারে যোগাযোগ করি। তারা বলে আমি টাকা রিচার্জ করার সাথে সাথে আমার টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমার পুনরায় P6 সার্ভিস Auto চালু হয়েছে। কিন্তু আমি GPRS Deactivate করার পরও আমার বেলেন্সে ৩২০/= টাকা ছিল এবং পরে চালু করার সময় Congratulation Message - ও দেয়।
এখন আমার করার মতো আর কিছুই নাই। তাই এই লেখা, আমি মনে করি এই ঘটনা আরও অনেকের সাথে হয়েছে। আপনারা সবাই যদি এই পোষ্টটি শেয়ার করেন তাহলে হয়ত আমরা সবাই উপকৃত হবো।
ধন্যবাদ।
যোগাযোগ
Facebook.com/sudip73
আমি Sudip Paul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Want to know more
🙁 আমি সর্বশান্ত বড় ক্লান্ত—–আমার পথের নেই কোন শেষ
কেস করা দরকার শালাদের নামে। :\