প্রিয় টেক নামের অনলাইন টেক ম্যাগাজিনটি আজকাল বিখ্যাত আর কুখ্যাত যেটাই বলেন কিছু একটা হয়ে উঠছে। তাদের প্রকাশিত সংবাদগুলো বেশ আলোচিত এবং সমালোচিত হচ্ছে। আজকে আমরা জানব কেন প্রীয় টেক কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে। আমি নিচে এ সম্পর্কে কিছু উল্লেখ্যযোগ্য বিষয় আলোচনা করছি।
অজ্ঞ লেখক নিয়োগঃ প্রীয় টেক যাদেরকে লেখালেখির দায়িত্ব দিয়েছে তারা জেনেই হোক আর না জেনেই হোক নিম্ন মানের লিখা প্রকাশ করে যাচ্ছে ফলে তারা অনেক বেশি সমালোচনার শিকার হচ্ছে। দেখা যাচ্ছে কয়েকদিন পরপরই ফেসবুকে বা অন্য কোথাও তাদের লেখা নিয়ে সমালোচনার ঝড় উঠছে।
সাইটের হিট বাড়াতে অশ্লীল বিষয়বস্তুর ব্যবহারঃ এই ব্যাপারটা সবার কাছে সমালোচিত। বাংলার ওয়েবের জগতে প্রথম সারির একটি সাইট হয়েও তারা সস্তা জনপ্রিয়তা পেতে কিছু এমন জিনিষ বেছে নিচ্ছে যেগুলো সভ্য সমাজে আলোচনা হয়না। এই ধরনের খবর খুজে বের করার পেছনে উদ্দেশ্য কি তা সহজেই অনুমেয়। এখন কথা হচ্ছে তাদের পথ চলা শুরু করার উদ্দেশ্য হচ্ছে বাংলা কন্টেন্ট তৈরী করা। কিন্তু তারা এ কোন ধরনের কন্টেন্ট তৈরী করছে?
ব্যাপারটা বুঝতে না পারলে এখানে ক্লিক করুন।
ওয়েব থেকে অন্ধ অনুকরনঃ প্রীয় টেক অধিকাংশ সংবাদ ওয়েব থেকে সংগ্রহ করে। ফলে অনেক ক্ষেত্রেই তা আর নতুন থাকেনা। আর বাসি সংবাদ লোকজন পড়বে কেন? তাছাড়া প্রকাশিত সংবাদগুলোতে তারা অনেক সময় কোন অ্যানালাইসিস না করেই প্রকাশ করে। এবং আবার নতুন সমালোচনার জন্ম দেয়। আবার দেখা যায় তথ্যসূত্র প্রকাশ করার অভ্যাসও তাদের নেই।
সংবাদের উপযোগিতা শেষ হয়ে যাওয়ার পর তা প্রকাশ করাঃ অনেক সময় দেখা যায় ওয়েব থেকে তারা যে সংবাদটা সংগ্রহ করেছে তার উপযোগিতা অনেক আগেই শেষ। সুতরাং বাস্তবের সাথে মিল খুজে পাওয়া যায়না। এসব সংবাদ বিভ্রান্তি ছাড়া কিছুই ছড়ায় না। যেমন তারা পিসি ওয়ার্ল্ডের এই লেখাটার অনুবাদ করেছে এখানে যেটা ২০১০ এর একটা রিপোর্টকে ভিত্তি করে লিখা।
কার কি হল তার তোয়াক্কা না করাঃ ইদানিং প্রীয় টেকের যে সংবাদগুলো নিয়ে আলোচনা চলছে সেগুলো "কে মারা যাবে টাইপ"(অনেকটা এই পোষ্টের মতই)। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ওয়াইম্যাক্স কোম্পানিগুলো কেন টিকবেনা এবং অতিসম্প্রতি লিনাক্স কেন ডেস্কটপে টিকবেনা সেটা নিয়ে লিখা হয়েছে। এখন ওয়াইম্যাক্সের কথা বলতে গেলে সেই কোম্পনিগুলোর ব্যবসায়িক লোকসানের কারন হতে পারে প্রীয় টেক। তাছাড়া লিনাক্স কেন টিকবেনা সেটা নিয়ে লিখতে গিয়ে লিনাক্স থেকে ব্যবহারকারীদের অনেকটা ভয় পাইয়ে দিচ্ছে। ফলে লিনাক্স ব্যবহারে অনেকে নিরুৎসাহীত হবেন।
উপরুক্ত কারনে প্রীয় টেক বাংলা ওয়েব কমিউনিটিতে অনেকটা ভিলেনের ভুমিকা নিচ্ছে। তাই প্রীয় টেকের সমর্থক এখন খুব একটা পাওয়া যাবেনা। যারাই প্রীয় টেকে যাচ্ছে তারা এই সমালোচিত সংবাদের জন্যই যাচ্ছে। এবং বার বার উত্তেজনা সৃষ্টি করতে গিয়ে প্রীয় টেক বিরক্তির কারণ হয়ে দাড়াচ্ছে। তাই দেখা যাবে কিছুদিন পর এখানে যে সংবাদই প্রকাশ করা হোক সেটাকে আর কেউ তেমন একটা পাত্তা দেবেনা। কারন কথায় আছে, “অতিরিক্ত কোন কিছুই ভাল না"। আর যেটা হচ্ছে সেটাতো অবশ্যই ভাল না। ভিজিটর নেইতো কিছুই নেই। উদাহরণ হিসাবে আমরা টেকনোলজি টুডেকে নিতে পারি। তারা অনেকে জনপ্রিয় ম্যাগাজিন এবং প্রীয় টেক থেকে অনেক বেশি মানসম্মত সংবাদ প্রকাশ করেও ভিজিটরের অভাবে ওয়েব সাইট টিকিয়ে রাখতে পারেনি।
সাইটের সম্পাদক জাকারিয়া স্বপন এমনিতে বিখ্যাত একজন মানুষ কিন্তু এসব বিষয়ে নজর না দেয়ায় প্রীয় টেকের পাশাপাশি নিজেও বিরাগভাজন হচ্ছেন। তাই আসা করি প্রীয় টেক এসব বিষয় সংশোধন করে টিকে থাকার লড়াই চালিয়ে যাবে। আমার এই লিখাটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, একে ব্যক্তিগত আক্রমন মনে করে ভুল করবেন না।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিনাক্স নিয়ে পোষ্টটা আমারও খুব খারাপ লেগেছে।