আসসালামু অলাইকুম । কেমন আছেন আপনারা সবাই ।আশা করি ভাল আছেন । আমি খুব একটা বেশী লেখা লেখি করতে পছন্দ করি না । বলতে পারেন এ ক্ষেত্রে অলস প্রকৃতির । যা হোক আজ আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করে দেব। সাইটটার নাম হচ্ছে বাংলা NurAnswer ।
এখন আপনারা তো আমার কাছে প্রশ্ন করতেই পারেন এর মধ্যে মিস করার মত + মেগা পোষ্ট হওয়ার কি আছে ? । কই জিঙ্গাসা করুন । ঠিক আছে ধরে নিলাম প্রশ্ন করেছেন ।
এই সাইটটিতে ফেসবুকের মত ১০ টি ফিচার রয়েছে । যা ব্যাবহার করতে কোন পয়সা লাগেনা।
অর্থাৎ আপনারা বাংলাদেশের তৈরি একটা সাইটে বসেই ফেসবুকের মত লোভনীয় ১০ টি বা তার চেয়েও বেশী ফিচার ব্যাবহার করতে পারবেন।
সাইটটি তৈরির উদ্দেশ্য :
হ্য আপনারা অবশ্যই জানেন প্রত্যেকটি বস্তু বা জিনিস তৈরির পেছনেই একটি করে উদ্দেশ্য থাকে। সেই পরিপ্রেক্ষিতে এই সাইটটি তৈরির একটি বড় উদ্দেশ্য রয়েছে । কি সেগুলো ?
সাইটটির আকর্ষনী ফিচারগুলো :
হ্যা এখন আপনাদের জানাবো সেই অভাবনীয় ফিচার ১০ টি সমেন্ধ :
এরকম আরো অনেক ফিচার রয়েছে যা এখানে লিখে শেষ করা যাবে না।
বিদ্র: http://bd.nuranswer.com/you এরপরের সব সাব লিংক এর পৃষ্ঠাগুলোতে ঠুকতে আপনাকে অবশ্যই লগইন করে নিতে হবে।
কিভাবে প্রশ্ন করবেন ।( আসল জিনিস )
হ্য এখানে প্রশ্ন করা জন্য লগইন অবস্থায় আপনাকে শুধুমাত্র ২টি কাজ করতে হবে । এবং লগইন না করে থাকলে লগইন করতে হবে। সদস্য না হয়ে থাকলে ৩ টি কাজ করতে হবে ।
দেখলেন কত সোজা প্রশ্ন করা বা আপনার সমস্যাটিকে সবাইকে জানানো
কারা আপনার প্রশ্নের উত্তর দিবে ।( খুবই গুরুত্বপূর্ন )
আসলেই খুবই গুরুত্বপূর্ন বিষয় এটা । আপনারা কি বলেন । ঠিক যে ভাবে আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন ।
নিচে আমি সাইটটির বেশ কিছু স্ক্রিনশট দিচ্ছি আশা করছি ভাল লাগবে । ধন্যবাদ ।
আশা করছি উপরের স্ক্রিনশট গুলো আপনাদের কাছে ভাল লেগেছে
ও ভাল কথা আমি কিন্তু এই সাইটের মালিক / এ্যডমিন নই । আমি শুধুমাত্র বাংলা অনুবাদ করেছি এবং আমি এখানের একজন সাব এ্যাডমিন ।
আপনি যদি নিজেকে সাব এ্যাডমিন হওয়ার যোগ্য মনে করেন তাহলে যোগাযোগ করুন
+৮৮০ ১৭৫৫ ৫৭৫ ২৩০ অথবা ইমেইল করুন nuranswer @ gmail.com স্কাইপি : panpiedgroup
সাইটটির কাজ এখনো সম্পূর্ন শেষ হয়নি । ২১/২/২০১২ তারিখ থেকে আপনারা সাইটির স্ম্পূর্ন বাংলা অনুবাদ সহ সাইটটিকে ব্যাবহার করতে পারবেন ।
তবে বর্তমানে প্রশ্ন করা এবং রেজিষ্ট্রেশন করা উন্মুক্ত করা হয়েছে ।
আর একটা কথা সা্ইটটিকে মোট ৬ টি ভাষায় অনুবাদ করা হবে । তবে বাংলা ভাষায় সাইটটিকে প্রথমে চালু করা হয়েছে । এবং অনুবাদ করা হয়েছে
ভাষা গুলো হচ্ছে Bangla , Arabic , English , Hindi , Japanese , Chinese
এবং মনে রাখুন প্রত্যেকটি ভাষার সাইটেরই নিজস্ব ব্লগ এবং উইকি থাকবে।
তাহলে অবশ্যই বাংলা ভাষায়ও থাকবে।
যেখানে থেকে আপনারা খুব সহজেই আপনাদের সমস্যার সমাধান পাবেন বলে আশা করা যাচ্ছে ।
আপনিকি রেজিষ্ট্রেশন করতে চান এখানে যান : http://bd.nuranswer.com/signup
আপনিকি প্রশ্ন করতে চান তাহলে রেজিষ্ট্রেশন করুন অথবা লগইন করুন এবং অবশ্যই নিয়ম মেনে প্রশ্ন করুন।
আপনার কাছে সাইটটি এবং পোষ্টটি ভাল লাগলে অবশ্যই পোষ্টটিকে বিভিন্ন বাংলা সাইট , ব্লগ এবং ফোরাম সমূহে প্রচার করুন।
আমি এখানে পোষ্টটির HTML ফাইল আপলোড করে দিলাম ।
HTML ফাইল ডাউনলোড করতে এখানে চাপ দিন
আপনাকে শুধু ফাইলটি ডাউনলো করতে হবে । তারপর যে কোন ধরনের নোট প্যাডে খুলুন এবং সবটুকু অংশকে কপি করুন । তারপর যে কোন যায়গায় পেষ্ট করুন ।
অবশ্যই সম্পূর্ন পোষ্টটিকে প্রচার করুন। নয়তোবা অন্যরা ভালভাবে বুঝতে পারবে না ।
তারপার ঠিক এরকম একটি পোষ্ট সেখানে পেয়ে যাবেন । ধন্যবাদ । আশা করি সাইটি আপনাদের কাছে ভাল লাগবে।
এখন যে আমাকে যেতে হবে আপনারা সবাই ভাল থাকবেন এই সাইটটি এবং আমার জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।
সাইটটি ব্যাবহার করতে ভুলে যাবেন না কিন্তু
ও আমি না একটা জিনিস ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে এখানে এই আইডি দিয়ে লগইন করে ঘুরে দেখে আসতে পারেন ।
তবে একটা কথা আপনি এই আইডি দুইটি থেকে কোন প্রশ্ন করতে পারবেন না। এবং কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সম্পূর্ন নিষিদ্ধ/p>
আইডি ১ : email id: [email protected] পসওয়ার্ড : bd.nuranswer.com UserName : TechTunes
আইডি ১ : email id: [email protected] পসওয়ার্ড : bd.nuranswer.com UserName : TunerPage
আমি নেটমাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
.-.-.-.- ছন্ন ছাড়া পথিক। রুবেল দ্যা কম্পিউটার গাই [ Rubel The computer Guy ] । আপনি কি রিয়েল আমি এর সাথে দেখা করতে চান ? তাহলে এখানে এইদিকে আসুন : মাহমুদুল হাসান রুবেল । :) " নেটমাষ্টার " .-.-.-.-