লিখাটির টাইটেল কি দিবো খুঁজে পাচ্ছিলাম না। ভাষা হারিয়ে গেছে আমাদের। সাধারন মানুষ হিসেবে আমরা কি আসলেই ভাল থাকার অধিকার রাখি এই দেশে? দেশের কোন দিকটি দিয়ে সুখে রেখেছেন আমাদের। দাঙ্গাহাঙ্গামা জ্বালাও পোড়াও। ওপস!!!! এটাকে কি একটি স্বাধীন দেশ বলে! যেখানে মানুষের জীবনের কোন মূল্য এবং নিরাপত্তা নেই। পরাশক্তিরা যেভাবে খুশি আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে যায় তার পরেও কোন ভ্রুক্ষেপ নেই দেশের উপর মহলের।
প্রিয় পাঠক! দেশের আর ১০০টা মানুষের মত আমিও একজন বাঙ্গালী! অন্যদের মত দেশকে ভালবাসি দেশের মানুষগুলোকে ভালবাসী। কিন্তু, ভালবাসলেই কি সব? আমি বা আমরা মন খুলে কোন কথা বলার অধিকার রাখি না। ভাল কিছু করতে বলতে গেলেই আমি হয়ে যাই এন্টি! আচ্ছা আমরা সাধারন জনতা না হয় চুপ থাকবো। কিন্তু উপর মহল আপনারা কি দিচ্ছেন আমাদের? যাক এভাবে বলে হয়তো কিছু জায় আসবে না তাদের...
গত কয়েকমাস থেকে বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিএসএফ কতগুলো মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে, কত মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ফিরে এসেছে মৃত্যুকে বরণ করে তার হিসাব হয়তো দিতে পারছি না। এরই জের ধরে ধরে বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্স(BBHH) এবং ইন্ডিয়ান হ্যাকারদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সাইবার যুদ্ধ। যা আজ পর্যন্ত দুদেশের সরকারী এবং বেসরকারী প্রায় ৩০০ এর বেশি সাইট হ্যাক হয়েছে। সাথে অনেক পরিমানের ক্ষতির অংক গুনতে হচ্ছে। দেখুন কিছু হ্যাক হওয়া সাইটের নমুনাঃ
ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইটঃ
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.fireservice.gov.bd/
http://www.brta.gov.bd/
http://bpsc.gov.bd/
http://molwa.gov.bd/
http://dcbarisal.gov.bd/
http://ptkpolice.gov.bd/
বাংলাদেশী হ্যাকারদের কবলে পড়া ভারতীয় ওয়েবসাইটঃ
http://asita.co.in/
http://stateindia.com/
http://www.odyssey.in/index.htm
http://merginglayers.co.in/
http://sparklingmoments.in/
http://moneyschool.in/
http://www.remedialrx.com/
http://abhimanyusingh.com/
http://acait.in/
http://amindaily.com/
http://babbarinteriors.com/
http://beautyteengirlsescort.com/
http://brigadecars.com/
http://censyscorp.com/
http://glamourhub.com/
http://jkavenue.in/
http://jubileerevivalag.org/
http://kaamyagroup.com/
http://key4search.com/
http://khushitravels.com/
http://maayafoundation.in/
http://mambizsolution.com/
http://minapjanakpur.org/
http://mindescort.com/
http://mkpp.in/
http://mmaski.in/
http://moneyschool.in/
http://palmsresidency.com/
http://pinkfly.in/
লিঙ্ক সূত্রঃ টেকপ্রিয় ব্লগ।
এখন পর্যন্ত হ্যাক হওয়া সাইটের সংখ্যা কত তা জানা সম্ভব হচ্ছে না। তবে, যেভাবে এই হ্যাকিং যুদ্ধ চলছে তাতে মনে হয়না খুব ভাল দিকে গড়াচ্ছে দু’দেশের প্রযুক্তির জন্য। কারন বাংলাদেশী হ্যাকাররা ইউটিউব এর এক ভিডিওতে বলেই দিয়েছে,
“ হ্যালো বাংলাদেশের নাগরিকরা,আমরা বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ ১ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে,তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশী। অপহৃত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে,আমরা চাই ভারত সরকার নিরাপরাধ বাংলাদেশীদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করবো। এটি চলতেই থাকবে।”
আর ভারত হ্যাকাররাও পাল্টা জবাবে জানিয়েছে,
“ পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো। বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে!”
এদিকে দেশের সকল ওয়েব মাস্টাররা তাদের সাইটগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় পড়েছেন। তাদের উদ্দেশে বিবিএইচএইচ বার্তা হল আপনাদের সাইটের সকল ব্যাকআপ নিয়ে রাখুন প্রতি ঘন্টার, সাথে সামান্য বাগ থাকলে সেগুলোকে সলভ করুন এবং সফটও্য়্যারগুলো আপডেট রাখুন। ডেটাবেস এর শক্তিশালী পাসওয়ার্ড দিন এবং সাধারন ব্যবহারকারীদের একসেস কিছু দিনের জন্য বন্ধ করে দিন। সাথে সিএমএস সাইটগুলোর লগইন প্যালেন সহ সকল ধরনের একসেস ডিসএ্যাবল করুন।
এখন আমাদের দেখার বিষয়, এতা কিছুর পর কি আমাদের দেশ নেতাদের বিবেক উদয় হবে না। তারা যে ডিজিটাল দেশের স্বপ্ন দেখিয়েছেন তাদের সেই স্বপ্ন আজ মুখ থুবরে পড়ার মুখে! এখনও কি চুপ থাকবেন? নাকি সব কিছু শেষ হবার পরেও চুপ থাকবেন। আমাদের এই প্রশ্ন আপনাদের জবাব দিতেই হবে। আপনারা কি পারেন না সমঝোতায় আসতে? পারেন না দু’দেশের মধ্যে সীমান্তবর্তী সমস্যার অবসান ঘটাতে। সময় এখনো অনেক বাকী এখনো অনেক কিছুই ঠিক আছে।
কিন্তু ভয় হয়, যেভাবে গর্জে উঠছে দু’দেশের সাইবার বিশ্ব তাতে শুধু সাইবার বিশ্ব-ই না স্বাভাবিক জীবনেও এর প্রভাব পড়তে শুরু করে। আমরা এই যুদ্ধ চাই না। আমাদের শান্তি চাই। আমরা আর লাশ দেখতে চাইনা .. আমরা আর যুদ্ধ দেখতে চাইনা। এই যুদ্ধ থামাতেই হবে আপনাদের!
কিন্তু আমাদের কথাগুলো যদি আপনাদের কানে না পৌছায় বা আমাদের কথার মূল্যায়ন না করেন তবে হয়তো...... এই হ্যাকার বাহিনীদের কেউ থামাতে পারবে না। ধ্বংস হবে এদেশের সব সাইবার স্পেস, ধ্বংস হবে প্রযুক্তি! আর এটা আমাদের কাম্য নয়। আপনারা হবে ব্যর্থ!
আর এভাবেই যদি চলতে থাকে তবে, প্রযুক্তি প্রেমীরা কেউ চুপ থাকবে না। চলতে থাকবে এই সাইবার যুদ্ধ তাতে যোগ দিতে সকল দেশপ্রেমিক প্রযুক্তিবিদরা। কারন আমাদের স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
হ্যা এই যুদ্ধ বন্ধ না হলে তরুণ প্রজন্ম টেকনোলজির প্রতি আস্থা হারাবে।