এ কোন যুদ্ধ শুরু হলোঃ ক্ষতির আগেই জাগ্রত হোন!!!

লিখাটির টাইটেল কি দিবো খুঁজে পাচ্ছিলাম না। ভাষা হারিয়ে গেছে আমাদের। সাধারন মানুষ হিসেবে আমরা কি আসলেই ভাল থাকার অধিকার রাখি এই দেশে? দেশের কোন দিকটি দিয়ে সুখে রেখেছেন আমাদের। দাঙ্গাহাঙ্গামা জ্বালাও পোড়াও। ওপস!!!! এটাকে কি একটি স্বাধীন দেশ বলে! যেখানে মানুষের জীবনের কোন মূল্য এবং নিরাপত্তা নেই। পরাশক্তিরা যেভাবে খুশি আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে যায় তার পরেও কোন ভ্রুক্ষেপ নেই দেশের উপর মহলের।

প্রিয় পাঠক! দেশের আর ১০০টা মানুষের মত আমিও একজন বাঙ্গালী! অন্যদের মত দেশকে ভালবাসি দেশের মানুষগুলোকে ভালবাসী। কিন্তু, ভালবাসলেই কি সব? আমি বা আমরা মন খুলে কোন কথা বলার অধিকার রাখি না। ভাল কিছু করতে বলতে গেলেই আমি হয়ে যাই এন্টি! আচ্ছা আমরা সাধারন জনতা না হয় চুপ থাকবো। কিন্তু উপর মহল আপনারা কি দিচ্ছেন আমাদের? যাক এভাবে বলে হয়তো কিছু জায় আসবে না তাদের...

গত কয়েকমাস থেকে বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিএসএফ কতগুলো মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে, কত মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ফিরে এসেছে মৃত্যুকে বরণ করে তার হিসাব হয়তো দিতে পারছি না। এরই জের ধরে ধরে বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্স(BBHH) এবং ইন্ডিয়ান হ্যাকারদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সাইবার যুদ্ধ। যা আজ পর্যন্ত দুদেশের সরকারী এবং বেসরকারী প্রায় ৩০০ এর বেশি সাইট হ্যাক হয়েছে। সাথে অনেক পরিমানের ক্ষতির অংক গুনতে হচ্ছে। দেখুন কিছু হ্যাক হওয়া সাইটের নমুনাঃ

ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইটঃ
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.fireservice.gov.bd/
http://www.brta.gov.bd/
http://bpsc.gov.bd/
http://molwa.gov.bd/
http://dcbarisal.gov.bd/
http://ptkpolice.gov.bd/

বাংলাদেশী হ্যাকারদের কবলে পড়া ভারতীয় ওয়েবসাইটঃ

http://asita.co.in/
http://stateindia.com/
http://www.odyssey.in/index.htm
http://merginglayers.co.in/
http://sparklingmoments.in/
http://moneyschool.in/
http://www.remedialrx.com/
http://abhimanyusingh.com/
http://acait.in/
http://amindaily.com/
http://babbarinteriors.com/
http://beautyteengirlsescort.com/
http://brigadecars.com/
http://censyscorp.com/
http://glamourhub.com/
http://jkavenue.in/
http://jubileerevivalag.org/
http://kaamyagroup.com/
http://key4search.com/
http://khushitravels.com/
http://maayafoundation.in/
http://mambizsolution.com/
http://minapjanakpur.org/
http://mindescort.com/
http://mkpp.in/
http://mmaski.in/
http://moneyschool.in/
http://palmsresidency.com/
http://pinkfly.in/

লিঙ্ক সূত্রঃ টেকপ্রিয় ব্লগ

এখন পর্যন্ত হ্যাক হওয়া সাইটের সংখ্যা কত তা জানা সম্ভব হচ্ছে না। তবে, যেভাবে এই হ্যাকিং যুদ্ধ চলছে তাতে মনে হয়না খুব ভাল দিকে গড়াচ্ছে দু’দেশের প্রযুক্তির জন্য। কারন বাংলাদেশী হ্যাকাররা ইউটিউব এর এক ভিডিওতে বলেই দিয়েছে,

“ হ্যালো বাংলাদেশের নাগরিকরা,আমরা বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ ১ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে,তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশী। অপহৃত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে,আমরা চাই ভারত সরকার নিরাপরাধ বাংলাদেশীদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করবো। এটি চলতেই থাকবে।”

আর ভারত হ্যাকাররাও পাল্টা জবাবে জানিয়েছে,

“ পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো। বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে!”

এদিকে দেশের সকল ওয়েব মাস্টাররা তাদের সাইটগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় পড়েছেন। তাদের উদ্দেশে বিবিএইচএইচ বার্তা হল আপনাদের সাইটের সকল ব্যাকআপ নিয়ে রাখুন প্রতি ঘন্টার, সাথে সামান্য বাগ থাকলে সেগুলোকে সলভ করুন এবং সফটও্য়্যারগুলো আপডেট রাখুন। ডেটাবেস এর শক্তিশালী পাসওয়ার্ড দিন এবং সাধারন ব্যবহারকারীদের একসেস কিছু দিনের জন্য বন্ধ করে দিন। সাথে সিএমএস সাইটগুলোর লগইন প্যালেন সহ সকল ধরনের একসেস ডিসএ্যাবল করুন।

এখন আমাদের দেখার বিষয়, এতা কিছুর পর কি আমাদের দেশ নেতাদের বিবেক উদয় হবে না। তারা যে ডিজিটাল দেশের স্বপ্ন দেখিয়েছেন তাদের সেই স্বপ্ন আজ মুখ থুবরে পড়ার মুখে! এখনও কি চুপ থাকবেন? নাকি সব কিছু শেষ হবার পরেও চুপ থাকবেন। আমাদের এই প্রশ্ন আপনাদের জবাব দিতেই হবে। আপনারা কি পারেন না সমঝোতায় আসতে? পারেন না দু’দেশের মধ্যে সীমান্তবর্তী সমস্যার অবসান ঘটাতে। সময় এখনো অনেক বাকী এখনো অনেক কিছুই ঠিক আছে।

কিন্তু ভয় হয়, যেভাবে গর্জে উঠছে দু’দেশের সাইবার বিশ্ব তাতে শুধু সাইবার বিশ্ব-ই না স্বাভাবিক জীবনেও এর প্রভাব পড়তে শুরু করে। আমরা এই যুদ্ধ চাই না। আমাদের শান্তি চাই। আমরা আর লাশ দেখতে চাইনা .. আমরা আর যুদ্ধ দেখতে চাইনা। এই যুদ্ধ থামাতেই হবে আপনাদের!

কিন্তু আমাদের কথাগুলো যদি আপনাদের কানে না পৌছায় বা আমাদের কথার মূল্যায়ন না করেন তবে হয়তো...... এই হ্যাকার বাহিনীদের কেউ থামাতে পারবে না। ধ্বংস হবে এদেশের সব সাইবার স্পেস, ধ্বংস হবে প্রযুক্তি! আর এটা আমাদের কাম্য নয়। আপনারা হবে ব্যর্থ!

আর এভাবেই যদি চলতে থাকে তবে, প্রযুক্তি প্রেমীরা কেউ চুপ থাকবে না। চলতে থাকবে এই সাইবার যুদ্ধ তাতে যোগ দিতে সকল দেশপ্রেমিক প্রযুক্তিবিদরা। কারন আমাদের স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে।

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যা এই যুদ্ধ বন্ধ না হলে তরুণ প্রজন্ম টেকনোলজির প্রতি আস্থা হারাবে।

চিন্তার বিষয়।

Level 0

যা শুরু হইছে। কেউ কম না

কি শুরু হলো এ গুলো

Level 0

সাইবার যুদ্ধ ভালই জমছে মনে হয়।… এই যুদ্ধের মধ্যে আমি একটা পজেটিভ দিক খুজে পেলাম সেটা হল এখন থেকে সব ওয়েবমাস্টারই সতর্ক হয়ে যাবে.. তারা আরও আপগ্রেড হবে, নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করবে, জ্ঞানের চর্চা হবে জ্ঞান বাড়বে। যে সাইট হ্যাক হাবার তা হবেই, ভাল সাইট হ্যাক করা অত সহজ না।
হ্যাকারদের কাজই হচ্ছে সাইটের দুর্বল পয়েন্ট বের করা.. কাজেই সকলের প্রতি অনুরোধ সাইটের নিরাপত্তা ব্যাবস্থা আরো শক্তিশালি করুন.. দেখবেন কেউ কিছু করতে পারবে না।
বাস্তব জীবনেও তাই, অপ্রিয় হলেও সত্য যে…. দুর্বলের কোন স্থান নেই।
শাওন ভাই আমি এই যুদ্ধের পক্ষে 😀 যুদ্ধ চলতে থাকুক.. হ্যাকার ভাইদের বলছি যে সকল সাইট হ্যকিংয়ের যোগ্য জাষ্ট হ্যাকিয়ে দাও ডন্ট লেট। 🙂

Level 0

“ বাংলাদেশ সাইবার যোদ্ধাদের জয় হোক,সরকারের হুশ হোক আর সীমান্ত ঠান্ডা হোক এই কামনা করি ”

আমি খুব খুশি হই যখন দেখি ইন্ডিয়ার সাইট হ্যা করেছে বাংলাদেশী হ্যাকাররা 🙂 ওদের সাইটে শোভা পাচ্ছে গুরুত্বপুর্ণ মেসেজ, জাতীয় সংগীত 🙂 কিন্তু ওরাওতো…….
আজ প্রয়োজনীয় একটি সরকারি সাইটে ঢুকে দেখি ইন্ডিয়ার পতাকা উড়ছে। লজ্জা পেয়ে তারাতারি বের হয়ে এসেছি 🙁

বাংলাদেশী সকল সাইটের নিরাপত্তা নিশ্চিত করে তবে এই যুদ্ধে নামলে মনে হয় ভালো হত।

DON’T MIND. HOW YOU KNOW AT A TIME THIS SITE HACKED BY BD AND IDN? WHAT IS THE BANEFIT FOR HACKING? WHY THY INTARESTED TO FITE TOGATHER? HACKING ( FITING) CAN’T BRING PEACE.

Level 0

i would like to say something here.
যদি seriously জুদ্ধ লেগেই যায় সেক্ষেত্রে ভারত এর ই বেশি ক্ষতি হবে। কারন বাংলাদেশের সরকারি ওয়েবসাইট গুলা এখনো অতটা ইন্টারনেট dependent না। বরং technology’r দিক দিয়ে পিছিয়েই আছে। এখন বেশিরভাগই analogue system এ চলে। হ্যাঁ, কিছুটা ক্ষতি অবশ্যই হবে। তবে ভারতের হবে আরও বেশি। so lets support it. lets see if it has any impact on the border killing and these type of shitty works
জয় বাংলাদেশ!!!!

Level 0

“ বাংলাদেশ সাইবার যোদ্ধাদের জয় হোক,সরকারের হুশ হোক আর সীমান্ত ঠান্ডা হোক এই কামনা করি ”

বাংলাদেশী সংস্কৃতির বিরুদ্ধে যে আগ্রাসন চলছে সে দিকে নজর দেয়া উচিত। নয়তো সাইবার যুদ্ধ শুধুই একটি গেম হিসাবে গণ্য হবে। যেন শিকড় কেটে উপর দিয়ে পানি দেয়া।

দেশি হ্যাকারদের সাথেই আছি।

Level 0

আজ প্রয়োজনীয় একটি সরকারি সাইটে ঢুকে দেখি ইন্ডিয়ার পতাকা উড়ছে। লজ্জা পেয়ে তারাতারি বের হয়ে এসেছি 🙁
…. বানী অমৃত

    @rahatbd: এখন মন হচ্ছে এ ধরণের ঘটনা হরহামেশাই ঘটতে থাকবে 😥

চালিয়ে যাও বন্ধুরা, সবাই এ হয়ত যুদ্ধে অংশ নিতে পারবেনা, কিন্তু প্রতিটি দেশপ্রেমিক মানুষের আকুন্ঠ সমর্থন থাকবে।

নারে ভাই, বাংলাদেশের অনেক সাইট তো ইন্ডিয়ানরা হ্যাক করেছে। সেই হিসেবে আমাদের কি চুপ থাকা উচিত? তবে হুট করে সাইবার যুদ্ধ ঘোষনা করা ভুল হইছে।
তারাও যেমন অন্যায় করেছে আমাদেরকে সেই অন্যায়ের জবাব দিতে হবে। এখন যদি বলেন কেন শান্তি নষ্ট করে আমরা এরকম যুদ্ধ করব, তাহলে আমার উত্তরঃ
বাংলাদেশের এই সব রাজনৈতিক নেতা দিয়ে কিছু হবে না।

যাও বাংলাদেশিরা এগিয়ে যাও , সবাই তোমাদের সাথে আছে

ভাই এই যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, কারন ভারত আমাদের প্রতি গত কয়েক বছর যাবত যে আচরন করছে, সরকার তাদের প্রতিহত করতে কোন উদ্দেগ তো নিচ্ছেইনা,

বরং কিছু অসৎ ভারতের দালাল পারলে দেশটাকে ভারতের কাছে বেচে দেয়। উপরন্তু এই হ্যাকিং এর কাহিনী কিন্তু বদমাইশ ভারতীয়রাই প্রথমে শুরু করেছিল,

আমাদের হ্যাকাররা এখন উপযুক্ত জবাব দিচ্ছে। আরেকটা জিনিষ খেয়াল করেছেন, ভারতীয় বদমাইশগুলা সবসময় আমাদের প্রতি অত্যন্ত বাজে ভাষা ইউজ করে।
তবে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেন আমাদের নিজেদেরই যেন অপূরণীয় কোন ক্ষতি না হয়ে যায়।
আমি জানি আমার কমেন্ট পড়ে কিছু “হৃদয়ে ভারত” টাইপের নামে বাংলাদেশী কামে ভারতের চামচা মার্কা পাবলিকের গায়ে রীতিমতো আগুন লেগে গেসে!!
আমি জানিনা দিবালকের মতো স্পষ্ট একটি কথা আমাদের অনেকে কেন বুঝতে চায়না যে ভারত কোনদিন আমাদের বন্ধু ছিলনা, বন্ধু নয়, সুদূর ভবিষ্যতেও ভারত

আমাদের সাথে বন্ধুত্তের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মনে হয়না, ভারত আমাদের কেবল ক্ষতিই করতে চায়।

    @আরিফ_: ভারত চিরদিন সবাইকে বন্ধু ভাবে । “তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি ” 1947 এর আগেও আমরা শান্তি চাইতাম আজও চাই । ভারত তো বাংলাদেশ এর স্বাধীনতায় সাহায্য করেছিল , আপনারা কেন শত্রু ভাবেন ?
    যুদ্ধ নয় বন্ধুত্ব ই সব কিছু বদলে দিতে পারে ।