টেকটিউন্স! মেতে উঠুন প্রযুক্তির সুরে!!
আমরা রংপুরবাসী এবার অন্বেষণে নেমেছি প্রযুক্তির নেশায় মেতে উঠা সেইসব প্রযুক্তিপ্রেমীর, যারা রংপুর থেকে টেকটিউন্সে নিজেদের মেধা এবং শ্রম দিয়ে গড়ে তুলছেন নিজেকে সাথে নিজের জ্ঞানকে বিলিয়ে দিয়েছেন অন্যদের মাঝে।
হ্যাঁ টিউনার্স! অন্যান্য বিভাগের মত টেকটিউনস কনক্লেভের জন্য এবার ভাবছে প্রযুক্তির পীঠভুমি রংপুর বিভাগ!!
আমরা রংপুর অনলাইন প্রফেশনালস এবং ব্লগারস ফোরামের সংঘবদ্ধ প্রচেষ্ঠায় চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি টিউনার কনক্লেভ আয়োজন করার। এজন্য প্রথমেই আমাদের জানা প্রয়োজন টেকটিউনসে মোট কতজন টিউনার ও ফ্যান আছেন, যারা রংপুর থেকে টিউন, ভিজিট এবং টিউমেন্ট করেন?
যারা আছেন দয়া করে আপনাদের মতামত জানান।
সবার মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী স্টেপ সম্পর্কে আলোচনা করবো। আর সবাইকে নিশ্চিন্ত করে রাখি,কনক্লেভের খরচ নিয়ে কেউ ভাববেন না,কনক্লেভের পুরো আয়োজনকে স্পন্সর করবে রংপুর অনলাইন প্রফেশনালস এবং ব্লগারস ফোরাম। আমরা শুধু টিউনারদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
যারা রংপুর জেলাতে রয়েছেন এবং কনক্লেভের ব্যাপারে উৎসাহি দয়া করে কমেন্টের মাধ্যমে জানান।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
রংপুরের! সাথেই আছি! 😀 .. উদ্যগের জন্য অসংখ্য ধন্যবাদ! 🙂