গুগল ম্যাপ টোটাল সল্যুশনঃ অ্যাপ্রুভ করে নিন আপনার এডিট!!

বিশ্বের উন্নত দেশ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের গুগল ম্যাপ দেখলেও মনের ভেতর হাহাকার খেলে যায়।

কতসুন্দর ওদের ম্যাপ! সবাই মিলে কাজ করে কত নিখুঁত ডিটেইলস দিয়েছে ম্যাপে। এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি অনেক। প্রধান সমস্যা সম্ভবত বাংলাদেশের ইন্টারনেট স্পিড। ভাষার মাসে চলুন দেশের জন্য কিছু করা যাক।

গুগল ম্যাপ কেন এডিট করব?

দেশকে ডিজিটাল বানাতে ডিজিটাল মানচিত্র প্রয়োজন। ধরুন আপনি ভ্রমণে বেড়িয়েছেন, সেসময় আপনার মুঠোফোনটি যদি বলে দিতে থাকে রাস্তার পাশে কোথায় শপিং মল রয়েছে, কোথায় পাবেন এটিএম বুথ তাহলে ভ্রমণটা কত সহজ আর আনন্দদায়ক হবে ভাবতে পারেন? এজন্য প্রথমে দরকার নিখুত একটি ডিজিটাল ম্যাপ। আর তাই আপনি অবদান রাখবেন বাংলাদেশের ডিজিটাল ম্যাপিং এ।

আমি নতুন, কিভাবে ম্যাপিং শুরু করব?

খুব সোজা! আপনার জন্য রয়েছে বাংলা টিউটোরিয়াল!  এই সাইট থেকে বাংলায় টিউটোরিয়াল পড়ে ১০ মিনিটেই হয়ে যাবেন দক্ষ ম্যাপার! এরপর আপনার বাসার আশে-পাশের রাস্তার ম্যাপিং করে তাক লাগিয়ে দিন সবাইকে!

সাইটে যা যা পাবেন (স্ক্রিণশট)

আমার এডিট প্রকাশিত না হয়ে পেন্ডিং হচ্ছে কেন?

প্রথম প্রথম কয়েকদিন ম্যাপারদের নজরে রাখে গুগল। তাই  এডিট প্রকাশ পেতে সময় লাগে। গোটা কয়েক এডিট প্রকাশ পেলেই আর কারো ধার ধারতে হবেনা, অটোমেটিক পাবলিশড হতে থাকবে আপনার এডিট।

আমার কিছু পেন্ডিং এডিট আছে কিভাবে অ্যাপ্রুভ করে নেব?

সুখবর হল গুগল বাংলাদেশ থেকে কয়েকজনকে মডারেটর বানিয়েছে যাদের বলা হয় রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার (RER). এই RER গণ অত্যন্ত আন্তরিক এবং হেল্পফুল। তারা ফোরাম খুলে রেখেছেন সবাইকে সহায়তা এবং এডিট অ্যাপ্রুভ করে দেবার জন্য। বাংলাদেশী ম্যাপারসদের ফোরামে যোগ দিতে ক্লিক করুন এখানে

নিচের মত পেজ আসবে। ডানদিক থেকে Join This Group এ কিক করবেন।

এবার 1. ঘরে আপনার নাম লিখে 2. Joint This Group এ ক্লিক করুন।

অনেকগুলো পোষ্ট পাবেন। 1 চিহ্নিত পোষ্টে আপনার সমস্যার কথা সরাসরি জানানে পারেন। 2. চিহ্নিত পোষ্টে আপনার কোন এডিট পেন্ডিং থাকলে তার লিংকসহ জানান। অথবা নতুন পোষ্ট খুলে সাহায্য চাইতে পারেন।

আমি পুরানো ম্যাপার..

তাহলে আপনারকেই তো খুজছে বাংলাদেশ ম্যাপারস ফোরাম! আপনি দ্রুত গ্রুপে জয়েন করে নতুনদের টিপস ও ট্রিকস দিয়ে সহায়তা করুন। এছাড়া আপনার কোন সমস্যা হলে সরাসরি জানাতে পারেন মডারেটরদের। তারা আপনার সমস্যার সমাধানের জন্য আগ্রহ সহকারে বসে আছে! 😀

আমাদের উচিত গুগল ম্যাপকে সমৃদ্ধ করে দেশের ডিজিটাল মানচিত্রের অবদান রাখতে এগিয়ে আসা। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ঠার সম্মিলনেই একদিন হয়তো আমরা পেয়ে যাব নিখুঁত ডিজিটাল ম্যাপ। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।

 

দয়া করে এই পোষ্টটি আপনার পার্সোনাল সাইটসহ অন্যন্য সাইটে শেয়ার করে গুগল  ম্যাপারসদের তথ্য জানতে সহায়তা করুন।

Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল উদ্দ্যেগ। আমিও জয়েন করলাম। 😀

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
তোমাকে পেয়ে গর্বিত বোধ করছি জোবায়ের! 🙂

ভাই, কাজের জিনিষ দিছেন। আমার বাড়ি খুলনা। খুলনার ম্যাপে সব উল্টা পাল্টা হয়ে আছে। আমার বাড়ি থেকে তহশীল অফিসের দুরত্ব ১ কিমি. কে যেন আমার বাড়ির উপরেই তহশীল অফিস মার্ক করেছে। আবার ফায়ার ব্রিগেডের অফিস টা মার্ক করেছে এমন একটা যায়গায়, যেখানে বছরে একবার আগুন ধরে :P। ওয়াল্টন অফিস পড়েছে সিনেমা হলের উপরে, আর সিনেমা হলটা পড়েছে একটা পুকুরের মধ্যে। এইগুলি এডিট করার খুব ইচ্ছা আছে।

ধন্যবাদ।

    @শফিউল (Shafiul): ঝটপট ফোরামে চলে আসুন শফিউল ভাই। আপনার সমস্যাগুলো লিখে ফেলুন ওখানে। সবাই মিলে আগুল নেভাবো ইনশাল্লাহ! 😛

হ্যাঁ অবশ্যই আসব। সবাই যদি তার নিজের এলাকা নিয়ে কাজ করত, তাহলে অনেক তাড়াতাড়ি আমরা খুব সুন্দর একটা ম্যাপ পেতাম। আবারও ধন্যবাদ।

আমি গুগল আর্থ এডিট করব কেমন করে? ঐটাতো পারিনা।

    @abdus salam 120:
    google maps edit korla oita google earth update kora ny…….

    @abdus salam 120: গুগল ম্যাপের এডিট গুগল আর্থে নেয়া হয়। তাই আর্থ এডিট করতে হলে আপনাকে ম্যাপ এডিট করতে হবে।

Level 0

জয়েন করলাম, ম্যাপ ইডিট শুরু করব।

কিন্তু কত দিন পর আপডেট করে? আমি তো প্রায় 5 মাস আগে ম্যাপ এডিট করেছি কিন্তু এখনও সেটা আপডেট করেনি।

    @abdus salam 120: 15 মিনিটের মাঝেই শো করে। আপনার এডিটটি কি অ্যপিুভ হয়েছিল নাকি পেন্ডিং ছিল? পেন্ডিং থাকলে ফোরামে লিংক দিয়ে দিন, অ্যাপ্রুভ করে দেবে অ্যাডমিন, তাহলে প্রকাশিত হয়ে যাবে। আপনার আরো কোন অপ্রকাশিত এডিট থাকলে তার লিংক ওখানে দিন।

আমি জয়েন করতে পারুম না। রাস্তাঘাট চিনিনা ভাল কৈরা। 🙁 😥
টিউনের জন্য ধন্যবাদ। 🙂

    @নিওফাইটের রাজ্যে: হা হা হা… কমেন্টের জন্য ধন্যবাদ নিউফাইট! তুমি ম্যাপিং শুরু করলেতো গুগল ম্যাপে নতুন কোন ধামাকা যোগ হবে! আর্টিস্টিক গুগল ম্যাপ! 😀

      @নেট মাস্টার:

      তুমি ম্যাপিং শুরু করলেতো গুগল ম্যাপে নতুন কোন ধামাকা যোগ হবে!

      কি যে বলেন না ❗ ❗ 😳 😳
      ধামাকা যা দেখানোর তাতো আপনিই দেখালেন। 😆 :mrgreen:

Level 2

সরকার যেটা পারিনি সেট হয়ত আমাদের চেষ্টায় সফল হবে ইনসাআল্লাহ । পোষ্টটি করার জণ্য আপনাকে ধন্যবাদ ।

    @Zubair: স্বাগতম জোবায়ের ভাই! সরকারী সকল ওয়েব সাইট এবং LGRD সহ অন্যন্য সাইটগুলো তাদের কাজের জন্য গুগল ম্যাপের উপর নির্ভরশীল। বাংলাদেশের স্বাস্হ্য কম্পেক্সগুলোও কিন্তু গুগল ম্যাপে চিহ্নিত করা আছে। তবে সরকার হয়তো খরচ ও অন্যন্য আনুসঙ্গিক বিষয়ের কথা বিচেনা করে ডিজিটাল ম্যাপ তৈরীতে হাত তে পারেনি। তবে আমরা তরুণেরা ইনশাল্লাহ সরকারের হয়ে কাজটা করে দিয়ে তাদের থরচ বাচিয়ে দিতে পারি 😀

ধন্যবাদ অনেত দেনের আসা আমার আমি Google Map এ কাজ করব।………………………………….ধন্যবাদ আবার নেট মাষ্টার ভাই………………………..

    @MD.RAFIKUL ISLAM: টিউটোরিয়াল নিয়ে ম্যাপ এডিটে নেমে পড়ুন রাফিকুল ভাই। সহযোগীতার জন্য তো আমরা আছিই! 🙂

এই তানজিল ভাই!!!! এইবার জাইবেন কই। 😉

এখনই জয়েন করছি…….GPS সহ গুগল ম্যাপ (মোবাইল) আমার প্রতিদিনের সঙ্গী…….অনেকদিন আগে থেকেই গুগল আর্থ, গুগল ম্যাপ (মোবাইল) ও wikimapia ইউজ করে আসছি…..মনে হয় অনেক কিছুই জানতে পারবো, জানাতে পারবো…….

উদ্যেগটা ভাল নিঃসন্দেহে,ধন্যবাদ জানানোর জন্য।

@Net Master, valo asen? Khub sundor tune korechen, thanks. Onek din por dekhalam (tune), apnar sob tune e khub sundor hoy abon onek upokar kore, apnar poroborti tune er opekhay thaklam. r ekta problem, ami pc te bijoy use kori but avro install korle bijoy and avro duitai problem kore….ekshathe chalanor kono upay ase ki? janaben

    @রাসকিন: দেরীতে উত্তরের জন্য দুঃখিত। বিজয় এর ২০১২ ভার্সন ব্যবহার করুন, সমস্যা হবেনা।

এখন থেকেই শুরু করলাম

আমি তো বলেছিই, টেটিতে কেউ সত্যিকারের টিউনার থেকে থাকলে সেটা আপনে। আবারো থ্যাঙ্কিউ