আপনার ২য় মেইলিং সার্ভিস হতে পারে GMX

Google, Yahoo, Hotmail ইত্যাদিতে কার একাউন্ট নেই সেটা একবার বলুন তো! ইন্টারেন্টের জগতে এগুলো তো জানা নাম।
আমাদের কারো না কারো এসবের কোন একটিতে অথবা সবগুলোতেই একটা করে মেইল একাউন্ট রয়েছে। আর ই-মেইলের ফলে আমরা আমাদের কাজ করেছি অনেক সহজ, যোগাযোগ হয়েছে উন্নত।

অনেকেই আছেন আনকমন জিনিস খোঁজার চেষ্টা করেন, যেমন আমি। তো একদিন (আজ থেকে অনেক আগে) আমি চিন্তা করতে লাগলাম, Google, Yahoo ইত্যাদিতে তো মেইল একাউন্ট সবার রয়েছে – কিন্তু আমি অন্য কোথাও একাউন্ট খুলব, তখন এই দুইটা নাম ছাড়া আমি অন্য কোন নাম জানতাম না। তা হঠাৎ একদিন আমি সার্চ দেয়া বের করে ফেললাম GMX Mail। গুগল, ইয়াহুর আউটলুক আমার ভাল লাগত না। চাইছিলাম এমন কিছু যা দিয়ে চোখ জুড়ায়। GMX আমার আশা সম্পূর্ণ পূরন করেছে।

চলুন একটু ঢুঁ মেরে আসি http://www.gmx.com এ। দুই একটা জরিপ খুজে দেখলাম এটার স্থান গুগল ও ইয়াহুর পরেই। মজার ব্যাপার about.com এর একটা জরিপে গুগলের পরই একে স্থান দেয়া হয়েছে। লিংক গুলো ভুলে গেছি, তবে আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। এখানে সুবিধা আছে অনেক।

  • File Attachment করতে পারবেন 50+ মেগা।
  • অনেকগুলো থিম এবং আলাদা প্লাগিন আছে, যেগুলো আপনার মেইল পেজ সমৃদ্ধ করতে যথেষ্ট।
  • এখানে অন্য মেইল একাউন্ট পরিচালনার সুবিধা রয়েছে।
  • স্প্যাম ফ্লিটার অসাধারন শক্তিশালী, আমি অনেকদিন ব্যবহার করছি তাই অভিজ্ঞ।
  • নিজস্ব ৫ গিগা ফাইল স্টোরেজ সুবিধা পাবেন। এখানে আপনি আপনার একান্ত প্রয়োজনীয় ফাইলগুলো রাখতে পারবেন।
  • সার্ভিসিং চলছে, চলবে। এরা Green Server (পরিবেশবান্ধব) ইউজ করে, যা কোনদিন ডাউন হয় না এবং রিপেয়ারিং খুব সহজ।
  • আলাদা ফোরাম এবং আইডিয়া সেকশন রয়েছে।
  • মোবাইল থেকেও ব্যবহার করা যায়।

এখন একটু বিস্তারিতঃ
এত বড় ফাইল জুড়ে দেয়ার সুবিধা কোথায় পেয়েছেন? বলুন দেখি। ২-১ টা ছাড়া কোনটাতেই এমনটা আমি দেখিনি।

এটি তাদের জন্য, যারা মেইলের পাশাপাশি নিজের পেজটাকেও সুন্দর করতে চান। এখানে বিভিন্ন গ্যাজেট রয়েছে। যেমন নিউজ গ্যাজেট। প্রতিবার মেইলবক্স খুললেই আপনি লেটেস্ট নিউজের হেডলাইন পাবেন।

এখানে অন্য মেইল একাউন্ট পরিচালনার সুবিধা রয়েছে। ধরুন আপনার অন্য দুইজায়গায় ২ তি মেইল একাউন্ট রয়েছে, [email protected] এবং [email protected]. আপনি GMX থেকে GMX এর পাশাপাশি এই ২ একাউন্টের মেইল ম্যানেজ করতে পারবেন। ঐ দুই একাউন্টের মেইল ট্রান্সফার হয়ে সরাসরি GMX এ জমা হবে। অর্থাৎ এক জায়গা থেকে সব পরিচালনা করতে পারবেন।

ফোরাম ও আইডিয়া শেয়ারের জন্য লগিন করার পর User Lab নামক অংশে যান, সেখানেই পাবেন। আর File Storage, একাধিক মেইল ম্যানেজমেন্ট সুবিধা সাইন ইন করার পর উপরের ডান কোনায় দেখতে পাবেন। (লাল চিহ্নিত অংশ দেখুন)। Mail Collector একাধিক মেইল একাউন্ট ম্যনেজ করে।

স্প্যাম সিকিউরিটি খুব শক্তিশালী। ৫ গিগা জায়গার ফাইল রাখার সুবিধা পাবেন। এগুলো তখনই আপনি দেখতে পারবেন যখন লগিন করবেন। অর্থাৎ আপনার ফাইলের নিরাপত্তা থাকবে।

এদের আলাদা ফোরাম আছে, পাশাপাশি আছে আইডিয়া ফোরাম। আপনার সাইট সম্পর্কে কোন আইডিয়া থাকলে এখানে শেয়ার করবেন, আর চলতে থাকবে ভোটিং। আপনার আইডিয়া যথেষ্ট ভোট করলে ডেভেলপাররা তার পেছনে লেগে যাবে।
উদাহরনস্বরূপঃ একজন বলেছিল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে GMX লোড হতে সময় লাগে বেশি।
এর পেছনে ভোট পড়েছিল ২৫৪ তি। আর ব্যাস, সমাধানও সাথে সাথে।

সবশেষে বলি, যারা চাচ্ছেন Google/Yahoo এর পর অন্য কোথাও একাউন্ট খুলতে, তাদের জন্য এটা আদর্শ হতে পারে।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাল, দেখি কেমন।

নাম শুনেছিলাম। একাউন্ট খুলি নাই কখনো। দেখি কেমন হয়। 🙂

Level 0

খুব স্ট্রং পাসওয়ার্ড চায় । আমি অনেক চেষ্টায় একটা খুলেছিলাম । এরপর আর ব্যাবহার করিনি । এছাড়া mail.com & operamail.com এরা বিভিন্ন রকম ডোমেইনের মেইল সার্ভিস দেয় । GMX & mail.com একই কোম্পানির শাখা । মেইলডটকম ও শক্ত পাসওয়ার্ড চায় । ফলে একাউন্ট খোলা বিরক্তিকর । বিশেষ করে যারা আমার মত পিসি নাই , মোবাইল ই সবকিছু , তারা অপেরামেইল ডটকমে একাউন্ট খুলতে পারেন । এখানে মেইল সার্ভিসও ভাল । তবে একটা অন্য কোন কোম্পানির মেইল এড্রেস থাকতে হবে ।

    @Unables™: স্ট্রং পাসওয়ার্ডই তো ভাল 😐 । শুধুমাত্র অক্ষর দিয়ে পাস না লিখে তার মধ্যে ফুলস্টপ, আন্ডারস্কোর, দুই একটা দিবেন পাস খুবই স্ট্রং দেখাবে, এবং এটাই পাস নির্ধারন করার টিপস।

    (আমি অনেক আগে একাউন্ট খুলেছিলাম, তখন স্ট্রং পাস দিয়েছি এবং কোন সমস্যা হয়নি। উদাহরনঃ 123.sdf)d

ভাই জটিল জিনিস দিলেন ♣ comment করার পর Account খুলতে যাচ্ছি ।

Level 0

vai hossa na

Level 0

Your registration could not be processed at the moment. Please try again later.
If the error persists, please contact us.” a ai message dessa onek bar try korlam

    @ujjalbs: গ্রামীন মোডেম দিয়ে ট্রাই করলে কেন জানি এমন হয়। এক কাজ করুন, http://www.hidemyass.com এ গিয়ে প্রক্সি ইউজ করে একাউন্ট খুলুন।
    সবচেয়ে ভাল হয়, যদি IP Change করে একাউন্ট খুলেন।

    Level 0

    @ujjalbs: If you have failed, how have you managed to post your comment?

    Level 0

    @ujjalbs: Sorry brother. I made the comment without understanding the fact completely.

Level 0

ভাল লাগল

ভাল মনে হইতেছে,দেখব ট্রাই করে,ধন্যবাদ শেয়ার করার জন্য।

ete ki POP3 / Outlook service achhe ?

আমিও ব্যবহার করি বছর খানেক হল। আমার নামটা খালি পাওয়াতে আর POP3 ফ্রি থাকাতে নিয়েছি। এক এ্যাকাউন্টে দশটা ইমেইল অ্যাড্রেস বানানো যায়। আমি আমার নাম গুলা দুইটাই নিয়ে রেখেছি। 😀

Level 0

Thank you very much for the post. I appreciate your effort in this post. Sorry for using English for the comment as I haven’t installed any software for Bangla platform.