Google, Yahoo, Hotmail ইত্যাদিতে কার একাউন্ট নেই সেটা একবার বলুন তো! ইন্টারেন্টের জগতে এগুলো তো জানা নাম।
আমাদের কারো না কারো এসবের কোন একটিতে অথবা সবগুলোতেই একটা করে মেইল একাউন্ট রয়েছে। আর ই-মেইলের ফলে আমরা আমাদের কাজ করেছি অনেক সহজ, যোগাযোগ হয়েছে উন্নত।
অনেকেই আছেন আনকমন জিনিস খোঁজার চেষ্টা করেন, যেমন আমি। তো একদিন (আজ থেকে অনেক আগে) আমি চিন্তা করতে লাগলাম, Google, Yahoo ইত্যাদিতে তো মেইল একাউন্ট সবার রয়েছে – কিন্তু আমি অন্য কোথাও একাউন্ট খুলব, তখন এই দুইটা নাম ছাড়া আমি অন্য কোন নাম জানতাম না। তা হঠাৎ একদিন আমি সার্চ দেয়া বের করে ফেললাম GMX Mail। গুগল, ইয়াহুর আউটলুক আমার ভাল লাগত না। চাইছিলাম এমন কিছু যা দিয়ে চোখ জুড়ায়। GMX আমার আশা সম্পূর্ণ পূরন করেছে।
চলুন একটু ঢুঁ মেরে আসি http://www.gmx.com এ। দুই একটা জরিপ খুজে দেখলাম এটার স্থান গুগল ও ইয়াহুর পরেই। মজার ব্যাপার about.com এর একটা জরিপে গুগলের পরই একে স্থান দেয়া হয়েছে। লিংক গুলো ভুলে গেছি, তবে আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। এখানে সুবিধা আছে অনেক।
এখন একটু বিস্তারিতঃ
এত বড় ফাইল জুড়ে দেয়ার সুবিধা কোথায় পেয়েছেন? বলুন দেখি। ২-১ টা ছাড়া কোনটাতেই এমনটা আমি দেখিনি।
এটি তাদের জন্য, যারা মেইলের পাশাপাশি নিজের পেজটাকেও সুন্দর করতে চান। এখানে বিভিন্ন গ্যাজেট রয়েছে। যেমন নিউজ গ্যাজেট। প্রতিবার মেইলবক্স খুললেই আপনি লেটেস্ট নিউজের হেডলাইন পাবেন।
এখানে অন্য মেইল একাউন্ট পরিচালনার সুবিধা রয়েছে। ধরুন আপনার অন্য দুইজায়গায় ২ তি মেইল একাউন্ট রয়েছে, [email protected] এবং [email protected]. আপনি GMX থেকে GMX এর পাশাপাশি এই ২ একাউন্টের মেইল ম্যানেজ করতে পারবেন। ঐ দুই একাউন্টের মেইল ট্রান্সফার হয়ে সরাসরি GMX এ জমা হবে। অর্থাৎ এক জায়গা থেকে সব পরিচালনা করতে পারবেন।
ফোরাম ও আইডিয়া শেয়ারের জন্য লগিন করার পর User Lab নামক অংশে যান, সেখানেই পাবেন। আর File Storage, একাধিক মেইল ম্যানেজমেন্ট সুবিধা সাইন ইন করার পর উপরের ডান কোনায় দেখতে পাবেন। (লাল চিহ্নিত অংশ দেখুন)। Mail Collector একাধিক মেইল একাউন্ট ম্যনেজ করে।
স্প্যাম সিকিউরিটি খুব শক্তিশালী। ৫ গিগা জায়গার ফাইল রাখার সুবিধা পাবেন। এগুলো তখনই আপনি দেখতে পারবেন যখন লগিন করবেন। অর্থাৎ আপনার ফাইলের নিরাপত্তা থাকবে।
এদের আলাদা ফোরাম আছে, পাশাপাশি আছে আইডিয়া ফোরাম। আপনার সাইট সম্পর্কে কোন আইডিয়া থাকলে এখানে শেয়ার করবেন, আর চলতে থাকবে ভোটিং। আপনার আইডিয়া যথেষ্ট ভোট করলে ডেভেলপাররা তার পেছনে লেগে যাবে।
উদাহরনস্বরূপঃ একজন বলেছিল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে GMX লোড হতে সময় লাগে বেশি।
এর পেছনে ভোট পড়েছিল ২৫৪ তি। আর ব্যাস, সমাধানও সাথে সাথে।
সবশেষে বলি, যারা চাচ্ছেন Google/Yahoo এর পর অন্য কোথাও একাউন্ট খুলতে, তাদের জন্য এটা আদর্শ হতে পারে।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল, দেখি কেমন।