ফেইসবুকের কি সমস্যা হল বুঝতে পারছিনা।
আমার এক বন্ধুর ফেইসবুক আইডি আমি কিছু সময়ের জন্য ব্যবহার করেছিলাম।
স্বাভাবিকভাবেই আমি তার পাসওয়ার্ড জানি 😀 ।
কিন্তূ আমার কাজ শেষ হওয়ার পর আমি আর ওর আইডি ব্যবহার করেনি এবং করার দরকারইবা কী।
যাই হোক এবার আমার মুল আলোচনায় আসি।
পরশু দিন আমাকে আমার বন্ধু ফোন করে বলে দোস্ত তুই কি আমার আইডি আর ব্যবহার করেছিলি 😥 ?
আমি বললাম নাতো আমি আর ব্যবহার করিনি।
আমি তারপর ওরে বললাম কেনরে ? ও আমাকে বলল আমার একটা পুরাতন ফ্রেন্ড রিমুভ হয়ে গেছে এবং এবং আটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে।
আমি বললাম কি বলছ ???
এই নিয়ে বেশ কিছু কথা বার্তা হল কিন্তূ কোন সমস্যার সমাধান হলনা।
পরে আমি ওকে পরামর্শ দিলাম মনে হয় তোর আইডি হ্যাক হইছে তুই তারা তারি পাসওয়ার্ড পরিবর্তন কর।
আমার পরামর্শ মতে ও পাসওয়ার্ড পরিবর্তন করেছে । কিন্তূ গতকাল আমাকে ফোন করে আগের সেই সমস্যার কথা বলে 😳
কি আর করা ওকে আবার পাসওয়ার্ড পরিবর্তন করতে বললাম এবং টিটির ফেইসবুক গ্রুপে হেল্প চেয়ে একটা পোস্ট করতে বললাম।
গ্রুপে কোন সমাধান পেল না।
আর মজার ব্যপার হল কিছুক্ষণ আগেই আমার দুইটা পুরাতন ভালো ফ্রেন্ড এর রিকোয়েস্ট আসেছে আমি হঠাৎ আতকে উঠলাম ।
পরে ভাবলাম না আমার সেই বন্ধুর মত মালাম 😆
আমি যা বলতে চাচ্ছি মনে হয় সবাই বুঝতে পেরেছেন ?
এবং অনেকেরই হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছেনা।
তবে আমার কথাগুলো ১০০% সিউর।
কারন আমি টিউনটি করার আগে টিটির ফেইসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম সাহায্য না পেলেও ( সাহায্য না পাওয়ারই কথা, কারন এটা একটা নতুন সমস্যা । অনেকেই জানেনা ) কমেন্টে অনেকেই এই একি সমস্যার কথা জানিয়েছে।
আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে কি কারনে এমন হচ্ছে বলতে পারবেন ?
আবার বলেন না যে আমাকে রিমুভ করে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে।
কারন আমাকে যারা আবার রিকোয়েস্ট পাঠিয়েছে তারা আমাকে কখনই আনফ্রেন্ড করবেনা।
আপনাদের কাছে আমার কিছু পরামর্শ আছে ।
আমি সিউর এটি একটি ফেইসবুকের সমস্যা কিন্তূ কি কারনে হচ্ছে বুঝতে পারছিনা।
আপনাদের কাছে আমার দুইটা পরামর্শ আছে এবং তাহল
কারন সে এটি ইচ্ছা করে করেনি আটোমেটিক ভাবেই হয়েছে। প্রয়োজন হলে তাকে ম্যাসেজ দিবেন এবং সে আপনাকে রিপলাই দিবে যে নাতো ভাই 😛 । পরে আপনি তাকে ব্যাপারটা তাকে বুঝিয়ে বলবেন।
আশা করি এই তথ্য গুলো আপনাদের সবার কাজে লাগবে। কাজে লাগুক না লাগুক আপনি যদি আর শিকার হউন আর নাইবা হউন দয়া করে কমেন্ট করে জানাবেন।
আর সমস্যা যেহেতু হয়েছে সমাধান হবেই সুতরাং কেউ হতাশ হবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
আরে ভাই ৩ দিন আগে আমিও এই প্রব্লেমে পরছি।আমার এক আপু আমাকে মেসেজ দিয়ে জানতে চাইলেন আমি তাকে রিমুভ করছি কেন ? তখন তার একাউন্টে ঢুকে দেখি তিনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ এবং তার কাছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্ডিং অবস্থায় আছে।শুধু তাই না ,আমার এক স্কুল ফ্রেন্ডের সাথেও এই কাহিনি । বুঝেন অবস্থা !
Vai ami o ai problem face korchi, amr bstfrnd amr profile theke hide hoya gese tar kono comment ba post e dekte pai na.