ফেইসবুকের কি হল ? আপনিও কি ফেইসবুকের এই আজব সমস্যায় পরেছেন ? সবার পড়া উচিত টিউনটি ( একটি সতর্কতা )

ফেইসবুকের কি সমস্যা হল বুঝতে পারছিনা।

আমার এক বন্ধুর ফেইসবুক আইডি আমি কিছু সময়ের জন্য ব্যবহার করেছিলাম।

স্বাভাবিকভাবেই আমি তার পাসওয়ার্ড জানি 😀 ।

কিন্তূ আমার কাজ শেষ হওয়ার পর আমি আর ওর আইডি ব্যবহার করেনি এবং করার দরকারইবা কী।

 

 

 

যাই হোক এবার আমার মুল আলোচনায় আসি।

পরশু দিন আমাকে আমার বন্ধু ফোন করে বলে দোস্ত তুই কি আমার আইডি আর ব্যবহার করেছিলি  😥 ?

আমি বললাম নাতো আমি আর ব্যবহার করিনি।

আমি তারপর ওরে বললাম কেনরে ? ও আমাকে বলল আমার একটা পুরাতন ফ্রেন্ড রিমুভ হয়ে গেছে এবং এবং আটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে।

আমি বললাম কি বলছ ???

এই নিয়ে বেশ কিছু কথা বার্তা হল কিন্তূ কোন সমস্যার সমাধান হলনা।

পরে আমি ওকে পরামর্শ দিলাম মনে হয় তোর আইডি হ্যাক হইছে তুই তারা তারি পাসওয়ার্ড পরিবর্তন কর।

আমার পরামর্শ মতে ও পাসওয়ার্ড পরিবর্তন করেছে । কিন্তূ গতকাল আমাকে ফোন করে আগের সেই সমস্যার কথা বলে 😳

কি আর করা ওকে আবার পাসওয়ার্ড পরিবর্তন করতে বললাম এবং টিটির ফেইসবুক গ্রুপে হেল্প চেয়ে একটা পোস্ট করতে বললাম।

গ্রুপে কোন সমাধান পেল না।

 

আর মজার ব্যপার হল কিছুক্ষণ আগেই আমার দুইটা পুরাতন ভালো ফ্রেন্ড এর রিকোয়েস্ট আসেছে  আমি হঠাৎ আতকে উঠলাম ।

পরে ভাবলাম না আমার সেই বন্ধুর মত মালাম  😆

আমি যা বলতে চাচ্ছি মনে হয় সবাই বুঝতে পেরেছেন ?

এবং অনেকেরই হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছেনা।

তবে আমার কথাগুলো ১০০%  সিউর।

কারন আমি টিউনটি করার আগে টিটির ফেইসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম সাহায্য না পেলেও ( সাহায্য না পাওয়ারই কথা, কারন এটা একটা নতুন সমস্যা । অনেকেই জানেনা  ) কমেন্টে অনেকেই এই একি সমস্যার কথা জানিয়েছে।

 

 

আপনাদের প্রতি জানতে চাওয়া : 

আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে কি কারনে এমন হচ্ছে বলতে পারবেন ?

আবার বলেন না যে আমাকে রিমুভ করে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে।

কারন আমাকে যারা আবার রিকোয়েস্ট পাঠিয়েছে তারা আমাকে কখনই আনফ্রেন্ড করবেনা।

আপনাদের প্রতি আমার পরামর্শ :

 

 

আপনাদের কাছে আমার কিছু পরামর্শ আছে ।

আমি সিউর এটি একটি ফেইসবুকের সমস্যা কিন্তূ কি কারনে হচ্ছে বুঝতে পারছিনা।

আপনাদের কাছে আমার দুইটা পরামর্শ আছে এবং তাহল

 

  • আমার মত যদি কেউ আপনাকে আনফ্রেন্ড করে দেয় এবং পরে আবার রিকোয়েস্ট পাঠায় তাহলে তার প্রতি রাগ করবেন না।

কারন সে এটি ইচ্ছা করে করেনি আটোমেটিক ভাবেই হয়েছে।  প্রয়োজন হলে তাকে ম্যাসেজ দিবেন এবং সে আপনাকে রিপলাই দিবে যে নাতো ভাই 😛 । পরে আপনি তাকে ব্যাপারটা তাকে বুঝিয়ে বলবেন।

 

  • এবং আর একটি পরামর্শ হল যদি আপনি কেউকে আনফ্রেন্ড করে ফেলেন তাহলে সাথে সাথে তাকে ম্যাসেজ করে বিষয়টি খুলে বলবেন।

 

আশা করি এই তথ্য গুলো আপনাদের সবার কাজে লাগবে। কাজে লাগুক না লাগুক আপনি যদি আর শিকার  হউন আর নাইবা হউন দয়া করে কমেন্ট করে জানাবেন।

আর সমস্যা যেহেতু হয়েছে সমাধান হবেই সুতরাং কেউ হতাশ হবেন না।

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai ami o ai problem face korchi, amr bstfrnd amr profile theke hide hoya gese tar kono comment ba post e dekte pai na.

আরে ভাই ৩ দিন আগে আমিও এই প্রব্লেমে পরছি।আমার এক আপু আমাকে মেসেজ দিয়ে জানতে চাইলেন আমি তাকে রিমুভ করছি কেন ? তখন তার একাউন্টে ঢুকে দেখি তিনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ এবং তার কাছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্ডিং অবস্থায় আছে।শুধু তাই না ,আমার এক স্কুল ফ্রেন্ডের সাথেও এই কাহিনি । বুঝেন অবস্থা !

সবার পরা উচিত মানে?
ভাবলাম সমাধান দিলেন।

    সবার পরা উচিত মানে? এটাই যে ।
    আপনি হয়তো জানেন কিন্তূ অনেকেই ব্যাপারটা জানেনা। আর আপনি কষ্ট করে টাইটেলটা দেখেন ?
    আমি টাইটেলে লিখছি একটি সতর্ক বার্তা আমি যে সমাধান দেব এটি কিন্তূ বলিনি। আশা করি বুঝতে পারছেন।
    @যাফি:

আমি ফেইসবুকের হোম পেইজই দেখতে পাচ্ছি না এড্রেস বারে ফেইসবুকের লিংক লিখে ক্লিক করলেই দেখায়
দি পেইজ কেন নট বি ডিসপ্লেইড অর টেম্পররি আনএবলেবল ।

Level 0

ভাই FACEBOOK টাইমলাইন বন্ধ করতে চাই সাহায্য চাই

    ফেইসবুক টাইমলাইন বন্ধ করা মনে হয় এখন সম্ভব না। তবে আপনি চাইলেই এটার লুক পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আগের ভার্সনে যেতে পারবেন তবে লুকটা আপনি দেখবেন বা যে এই এডঅন ব্যবহার করবে সেই দেখতে পারবে। এই লিংকটি দেখতে পারেন https://www.techtunes.io/netizen-network/tune-id/107223/ @nisafabris:

Level 0

ভাই ফেবু তে গ্রুপ এর hidden পোস্ট দেখব কেমনে এডমিন হইয়া ও তও দেখতে পারি না

    গ্রুপের কোন হিডেন পোস্ট আছে বলেতো মনে হয়না। পেইজের আছে হিডেন পোস্ট
    @tanjib:

ধনে পাতা ভাই।

তবে তা বলতে পারব না।আজকা সকালেই প্রাইভেট পড়ে বাসায় এসে ফেবুতে বসেছি।কি হল জানি না।৩৪০ টা ফ্রেন্ড থেকে ২৮০ টা বানয়াইছি।এত শান্তি পাইছি।আপনাকে বইলা বুঝাতে পারুম না।

কতগুলা বেশি ভাব নেয়,ওদের স্টাটাসে লাইক মারি, আমার স্টাটাসে লাইক মারে না।দিসি মুইছা বন্ধুতালিকা থেইকা।দিলে শান্তি পাইছি। 😀

লেখা গুলো সেই শান্তির বহি প্রকাশ। অন্ন কিছু মনে করবেন না দয়া করে

same case

Level 0

ফেসবুকে একাউন্ট লগ ইন করার পর পেজ সাদা হয়ে থাকে কোনো লেখা আসে না। অন্যান্য ওয়েব সাইট ঠিক আসে কিন্তু ফেসবুক এ সমস্যা। কি সমস্যা হতে পারে?
[email protected]

    Level 0

    @Sheetal: লাস্ট চারদিন আমারও একই সমস্যা। আমি দেখেছি, এটা হয় জিপি নেট ব্যহহার করলে। রবি দিয়ে করলে ঠিক থাকে। আমি চারদিন ফেইসবুক থেকে বিচিন্ন, রবি ১জিবি শেষ, জিপি দিয়ে পুরা ফেইস সাদা হয়ে থাকে। এটা মনে হয় জিপির সমস্যা।

    http://pcsoft969.blogspot.com/

    আপনি আপনার ফেইসবুক একাউন্টে লগ ইন করে যথাক্রমে Account Setting >>> Security >>> Secure Browsing (enabled) করে দেন আশা করি কাজ হবে। কাজ হলে ধন্যবাদ আর না হলে কমেন্টে বলিয়েন 😀 @Sheetal:

Level 0

সাব্বির আলম Thanx

আমার সমস্যা এত গভীর না কিন্তু আমার ফ্রেন্ডদের বিভিন্ন ট্যাব এ আলাদা করা আছে।আমার বেস্ট ফ্রেন্ড এর জন্য যে ট্যাব সেখান থেকে ও কিছুদিন পরপর মুছে যায়।কে জানে কি সমস্যা।তবে ফেসবুক এর বিভিন্ন এপ্লিকেশন গুলো ব্যবহার অনেক সময় ঝামেলা করতে পারে।আমি পারতপক্ষে এগুলো ব্যবহার করিনা।আপনারাও সতর্ক থাকুন

একই সমসসা,expert ভাইয়া রা সমাধান দেন

আপনি এটা দেখতে পারেন যদি আপনার এই সমস্যা হয় তবে সমাধান হবে। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/108139/

Level 0

amar fb wall white(sada) dakacha kano bujta partache na?onno pc ta bosla abar sada dakai na, ke problem bujta partache na????????????????

Ami FBte unfriend finder use kori and koyekdin dhore amar Old koyekta friend Automatic unfriend hoye jay and seta amar unfriend finder list a show kore then ami dekhei koyekdin por por unfriend sudhu barche and amar friend finder a No loonger in your friend list eita ase….:(

Level 2

facebook এর নাকি নিজস্ব নতুন theme চালু হইসে , এই বেপারে কিছু বলতে পারেন ???

vai eki probleme porsi ki kori bolen to

amaro ekei problem,,,

amr 71 ta frnd auto rmv hoice……..abr majahe majhe jara list a ace tara dekhi abr frnd requets send kore…..hell,,,,fb