আদিবাসীরাও তথ্য প্রযুক্তিতে অবদান রাখবে(আপডেট)

জয় হোক বাংলাদেশের, জয় হোক আদিবাসী মানুষের । আসুন, জানুন, বলুন আদিবাসীদের সংস্কৃতির কথা, তাঁদের অন্তরের কান্নার কথা । প্রযুক্তি জগতে আরও নতুন নতুন ইতিহাস সৃষ্টির পথে পা বাড়িয়েছে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ ।  আপনিও কি আমাদের সঙ্গে ইতিহাস সৃষ্টির স্রষ্টা হতে চান? তাহলে আসুন সকলে মিলে একটি ইতিহাস রচনা করি ।

সাড়ে  তিন হাজারেরও বেশি  বিভিন্ন  জনগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে একত্রে একটি প্লাটফর্মে  আদিবাসীদের অন্তরের কথা বলেছে । আর সেই প্লাটফর্মটির নাম “আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ”  । সেই সাথে যোগ দিয়েছিল বাংলাদেশের সাধারণ বাঙ্গালী জনগণ, লেখক, ব্লগার ও সাংবাদিকগণ ।

তথ্য প্রযুক্তি বিষয়ক কিছু কার্যক্রমঃ

  • রাজশাহীতে বিশ্বের প্রথম বাংলা ভাষায় আদিবাসী বাংলা ব্লগের আত্মপ্রকাশ ও আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশের পথচলা ।
  • আদিবাসী সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা গ্রহণ ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পথচলা।
  • সান্তালী মাউস ক্লিক ভার্চুয়াল  কীবোর্ড তৈরী এবং সহযোগী ফেইসবুক গ্রুপ হিসেবে পাহাড়ের রুদ্ধকন্ঠের সাথে একাত্মতা ।
  • দিনাজপুর শাখার সঙ্গে আলোচনাসভা এবং অনলাইন টিভি চ্যানেল চালু ।
  • ময়মন্সিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পথচলা শুরু ।
  • আদিবাসী সার্চ ইঞ্জিন w4search.com এর পথচলা শুরু ।
  • জার্মানি সংবাদ সংস্থা ডয়েচে ভেলেতে মানবাধিকার বিভাগে এ বছরের বিশ্বের সেরা ব্লগ হিসেবে “আদিবাসী বাংলা ব্লগ” এর দ্য ববস এওয়ার্ড বিজয়( ইউজার ভোটে এবং প্রায় ত্রিশটি ভাষার মধ্যে)।
  • বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় আদিবাসী বাংলা ব্লগকে ঢাকায় ধানমন্ডি বিলিয়া সেন্টারে আমারব্লগ ডট কম এর সম্বর্ধনা ।
  • আলজাজিরা টেলিভিশনে আদিবাসী বিষয়ক সাক্ষাতকার অনুষ্ঠানে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ এর এডমিনদের প্রতিনিধিত্ব ।
  • ইউনিকোডভিত্তিক সান্তালী টাইপিং সফটওয়ার এবং ওয়েবসাইট তৈরীর পরিকল্পনা গ্রহণ এবং আলোচনাসভা ।  বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার অনলাইন ডিকশনারী ও ট্রান্সলেটর তৈরীর কার্যক্রম শুরু ।

উপরে বর্ণিত কাজগুলোর মধ্যে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ সাম্প্রতিক সান্তালি টাইপিং সফটওয়ারটি উন্মুক্ত করেছে। এটি এখন সান্তাল সম্প্রদায়ের মানুষ জন ডাউনলোড করে তাদের মাতৃভাষায় অনর্গল লিখে চলেছেন।

এবং খুব সাম্প্রতিক তারা সান্তালি টু ইংলিশ এবং ইংলিশ টু সান্তালি ট্রান্সলেটর উন্মুক্ত করতে যাচ্ছে। তাদের উত্তোরত্তর সাফল্য কামনা করি।

আসুন আমরা সকলে জাতি ভেদাভেদ ভূলে এক হয়ে বাংলাদেশ কে তথ্য প্রযুক্তির স্বর্ণ শিখরে পৌঁছে দেই...

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস