চট্রগ্রামে ওয়েভ ডেভেলপিং ওয়ার্কশপ

বিগত ১৩-০১-২০১২ ইং তারিখে হয়ে গেল টেকটিউনস চমতকার মিটআপ । যাকিনা টেকটিউনস এর সেরা মিটআপ। এই মিটআপ এ সকলের মুখে একটাই কথায় ছিল “আমরা ঢাকার তুলনায় পিছিয়ে” ( আইটিতে )

তো আমরা আর পিছিয়ে থাকতে চাই না। এগিয়ে যাবার পত্যয়ে COPC প্রথম বারের মত আয়োজন করতে যাচ্ছে ওয়েভ ডেভেলপিং ওয়ার্কশপ আমরা অনেকেই আছি ওয়েব ডিজিইনার হতে চাই , কিন্তু কি শিখতে হবে ? কিভাবে শুরু করতে হবে? প্রথমে কি করতে হবে ?  এসব  কিন্তু অনেক এই জানি না । এসব প্রশেনর উত্তর এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে এই ওয়ার্কশপ এর আয়োজন।সবার অংশগ্রহনে এ ওয়ার্কশপটি  প্রানবন্ত হয়ে উঠবে বলে বিশ্বাস করি ।

এই ওয়ার্কশপ টি (০৩-০২-১২ -- ০৪-০২-১২ ) দুই দিন ব্যাপি হবে।  বিকাল ৩.০০ থেকে ৬.০০ সময় ব্যপি।

ওয়ার্কশপে আপনি যে সকল বিষয় শিখতে পারবেন তাহলো

ওয়েব টেকনোলোজি
✪ওয়েব সার্ভার
✪ওয়েব কি ভাবে কাজ করে

ওয়েব ল্যাংগুয়েজ
✪HTML 4.0
✪.css2.0/css3
✪HML 5.0

ডিজাইন টুলস এন্ড হোস্টিং ওয়েবসাইট
✪ ড্রীমওয়েভার
✪সি-প্যানেল (কন্ট্রোল প্যানেল)
প্রশ্নউত্তর পর্ব

ওয়ার্কশপ এর স্থান

(CARDI CARE CENTER) Opposite Side Of The King Of Chittagong, 1st floor 29 O.R Nizam road Panchlaish, Chittagong
যোগাযোগ:  ক্লিক

বিডি অনলাইন জোন
৮৬/৭০,শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ২নং গেইট ,নাসিরাবাদ ,চট্টগ্রাম।
✆01677209507
বাঊন্সার
House: 2 Road: 2, Lane# 3 Block: K, Halishahar H/E, Chittagong
✆ 01715162718

 

Level 0

আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আসিফ ভাইকে ।সুন্দর টিঊন টি করার জন্য।

Level 0

শুভকামনা রইলো চট্টগ্রামের সবার প্রতি।

আসিফ ভাই অনেক ধন্যবাদ এইভাবে আমাদের কার্যক্রম সবার সামনে তুলে ধরার জন্য । ইনশাল্লাহ চট্টগ্রাম আর পিছিয়ে থাকবে না । 😀

শুভ কামনা আপনাদের জন্য

ধন্যবাদ সবাইকে , দোয়া রাখবেন যাতে সুন্দর করে শেষ করতে পারি । আর বলতে চাই এটাশেষ নয় শুরুর শেষ মাত্র

ঢাকা থেকে চট্রগ্রামে অনেকেই আইছিল টিটি মিটআপে, তারা বলেছিলেন আপনারা আয়োজন করেন আমরা আছি, কিন্তু আমার প্রশ্ন ” আমাদেরকে কমেন্ট কইরা পেরনা দেওয়া য়ায না “

Level 0

দারুন একটা আয়োজন ……
এগিয়ে যান …
ভাল কিছুই আমরা চাই, জানিনা কততুকু পাব !