বিগত ১৩-০১-২০১২ ইং তারিখে হয়ে গেল টেকটিউনস চমতকার মিটআপ । যাকিনা টেকটিউনস এর সেরা মিটআপ। এই মিটআপ এ সকলের মুখে একটাই কথায় ছিল “আমরা ঢাকার তুলনায় পিছিয়ে” ( আইটিতে )
তো আমরা আর পিছিয়ে থাকতে চাই না। এগিয়ে যাবার পত্যয়ে COPC প্রথম বারের মত আয়োজন করতে যাচ্ছে ওয়েভ ডেভেলপিং ওয়ার্কশপ। আমরা অনেকেই আছি ওয়েব ডিজিইনার হতে চাই , কিন্তু কি শিখতে হবে ? কিভাবে শুরু করতে হবে? প্রথমে কি করতে হবে ? এসব কিন্তু অনেক এই জানি না । এসব প্রশেনর উত্তর এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে এই ওয়ার্কশপ এর আয়োজন।সবার অংশগ্রহনে এ ওয়ার্কশপটি প্রানবন্ত হয়ে উঠবে বলে বিশ্বাস করি ।
এই ওয়ার্কশপ টি (০৩-০২-১২ -- ০৪-০২-১২ ) দুই দিন ব্যাপি হবে। বিকাল ৩.০০ থেকে ৬.০০ সময় ব্যপি।
ওয়ার্কশপে আপনি যে সকল বিষয় শিখতে পারবেন তাহলো
☑ওয়েব টেকনোলোজি
✪ওয়েব সার্ভার
✪ওয়েব কি ভাবে কাজ করে
☑ ওয়েব ল্যাংগুয়েজ
✪HTML 4.0
✪.css2.0/css3
✪HML 5.0
☑ডিজাইন টুলস এন্ড হোস্টিং ওয়েবসাইট
✪ ড্রীমওয়েভার
✪সি-প্যানেল (কন্ট্রোল প্যানেল)
⊙প্রশ্নউত্তর পর্ব
ওয়ার্কশপ এর স্থান –
(CARDI CARE CENTER) Opposite Side Of The King Of Chittagong, 1st floor 29 O.R Nizam road Panchlaish, Chittagong
যোগাযোগ: ক্লিক
বিডি অনলাইন জোন
৮৬/৭০,শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ২নং গেইট ,নাসিরাবাদ ,চট্টগ্রাম।
✆01677209507
বাঊন্সার
House: 2 Road: 2, Lane# 3 Block: K, Halishahar H/E, Chittagong
✆ 01715162718
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
ধন্যবাদ আসিফ ভাইকে ।সুন্দর টিঊন টি করার জন্য।